কারেন্ট চলে গিয়েছে নাকি আছে এটা আরডিউনো/পাই থেকে ডিকেক্ট করবো কি করে?
১
আলু বেচা সলুশন : একটা 5V adapter কারেন্টে লাগিয়ে এটা pi/arduino এর একটা পিনের সাথে লাগিয়ে দিতে হবে। কারেন্ট চলে গেলে এডাপ্টারের কারেন্ট বন্ধ। পাই ডিটেক্ট করতে পারবে।
আলু বেচা এর থেকে একটু ভালো সলুশন [পটল বেচা?] : একটা 5V transformer দিয়ে ... ... ব্লাহ ব্লাহ। নেটে এই সলুশনের উপর আর্টিক্যল প্রচুর।
২
এর থেকে ভালো যেটা করবো প্লেন করছি : Voltage divider circuit দিয়ে 220V AC কে 2.5V AC তে নামিয়ে নিয়ে আসা। এর পর pi/arduino এর পিনে।
একটা diode + capacitor দিয়ে 2.5V AC কে DC করা যায়। কিন্তু দরকার আছে কি?
৩
Voltage divider এর R1=1M ohm. R2=10K ohm দিতে হবে। তাতে +2.5V থেকে -2.5V AC current পাওয়া যাবে। এর সাথে আরডিউনোর 5V DC কে drop down করে 2.5V করে যদি মিক্স করে দেই তবে থিউরিটিক্যলি [আমার ধারনা] 0 to 5V AC current পাবো।
এটা কাজ করলে এ দিয়ে power factor মাপা যাবে। মটর খালি ঘুরছে কিনা বুঝা যাবে। AC current এর কারেন্ট-মিটার তৈরি করা যাবে। এবং কারেন্ট আছে কি নেই সেটাও বের করা যাবে ইনশাল্লাহ। শেষেরটা ২/= টাকায়।
Need to check.
- Comments:
- ^ এর সাইজ অনেক বড় হবে। এডাপটার/ট্রান্সফরমার ব্যবহার করছি না এগুলোর সাইজের জন্য। black box + led bulb এর সাইজ এর থেকেও অনেক বড়, জুতার বাক্সের মত সাইজ হবে। প্লাস খরচ বেশি, চারটা রেজিস্টারের থেকে।