১
প্রচলিত ইলেকট্রিক মিটারে :
বাম থেকে ডানে চারটা তার লাগানো থাকে:
প্রথমটা ফেইজ ইন [Live in]
নিউট্রাল ইন [Neutral in]
নিউট্রাল আউট
সর্ব ডানেরটা ফেইজ আউট।।
নিউট্রাল যদি এক মিটারের সাথে অন্য মিটারে শেয়ার করে, যেটা প্রচলিত ইলেকট্রিক মিস্ত্রিরা করে থাকে, তবে এক মিটারের কিছু বিল অন্য মিটারে উঠবে। প্রতিটা ফ্লাটের ফেইজ নিউট্রাল এ জন্য সম্পূর্ন আলাদা হতে হবে।
২
আরডিউনো দিয়ে ইলেকট্রিক মিটার বানানোর বিষয়ে। কারেন্ট মাপার সাথে সাথে ভোল্টেজও মাপতে হবে মিটার তৈরি করার জন্য।
"এসি ভোল্টেজ তো এই দেশে ২২০ ভোল্ট"
সমস্যা সেটা না। সমস্যা হলো 220V AC মানে ভোল্ট +220 থেকে -220 তে সাইকেল খেতে থাকে 50Hz এ। এর সাথে কারেন্টও সাইলেক খায়। যদি 0V এর সময়ে কারেন্ট বেশি থাকে এবং 220 ভোল্টের সময়ে কম, তবে এক রকম পাওয়ার ইউজেস হবে। আবার 220V এ বেশি কারেন্ট প্রবাহিত হলে অন্য রকম পাওয়ার ইউজেস।
তাই একটা সাইকেলের প্রতিটা পয়েন্টে ভোল্ট আর কারেন্ট মেপে বের করা সম্ভব কত পাওয়ার কমজাপশন হচ্ছে।