Post# 1532717762

28-Jul-2018 12:56 am


জব খুজার একটা টিপ :

চাকরিটা পেলে আপনার কি উপকার হবে সেই প্রসংগ তুলবেন না। আপনাকে চাকরিতে নিলে কম্পানির কি উপকার হবে সেটা হাইলাইট করবেন।

তাই
"ঐ রকম কাজ করার অনেক ইচ্ছা।"
"এই কম্পানিতে আমার চাকরি করার আনেক দিনের শখ"

এই ধরনের কথা বাদ,

Worst,
"বড় বিপদে আছি, চাকরিটা খুব দরকার"
"চাকরিটা পেলে অনেক উপকার হতো"

এগুলো সব আপনার কেন্দ্রিক কথা। আপনি শুধু নিজেকে নিয়ে চিন্তা করছেন।

কিন্তু কম্পানি চায় এ রকম কাউকে যে কম্পানিকে নিয়ে চিন্তা করবে।

তাই ফোকাস দেন আপনি কি করতে পারবেন সেটার দিকে :

"আমি এই করতে পারবো"
"আমি এই এই দায়িত্ব দেখতে পারবো"

এগুলো পজিটিভ। আপনি দায়িত্ব নিতে তৈরি সেটা বুঝায়।

    Comments:
  • "আপনার IoT তে আমি ফ্রি কোড করে দিতে পারবো"
    "আমার ক্লাউড নলেজ আছে। প্লাস AI, BI, MI! এগুলো দিয়ে এমন অনেক কিছু করা যাবে যেগুলো আপনারা এখনও চিন্তা করছেন না।"
    ^___ that's even better.

28-Jul-2018 12:56 am

Published
28-Jul-2018