Post# 1531569685

14-Jul-2018 6:01 pm


অবশেষে বহু ত্যগ তিতিক্ষার পরে প্রথম ধাপে সিড়ির তিনটা লাইট আল্লাহর রহমতে অটোমেটিক হলো। অটোমেটিক মানে মানুষ চলতে থাকলে জ্বলবে, চলে গেলে নিভে যাবে।

সেন্সর এর জন্য মানুষ ব্যবহার করে পীর সেন্সর [এখানেও তাসাউফ?]

PIR বা passive infrared sensor মানুষ চিনে শরিরের গরম দেখে। বিদেশের night vision যেভাবে কাজ করে।

এর পর বর্তমানে জনপ্রীয় radar sensor. রাডার যে ভাবে কাজ করে সেই টেক। পীর বা রাডার সেন্সর একেকটার দাম ৩০০ থেকে ৬০০ টাকা।

তবে আমি এর কোনোটাই ব্যবহার করি নি। বাসায় CC-Cam আগে লাগানো ছিলো। এর motion detection output নিয়েছি। এটা parse করে বুঝে নিতে হয় কোন তলায় এখন মানুষ হাটছে।

ingredients :

  • raspberry pi.
  • 5V relay.
  • opto-isolator.
  • 1K resistor.
  • lots of software.

    আরো কেয়েকদিন দেখলে বুঝা যাবে কেমন চলে। ভালো হলে বাকি সব তলায় বসাতে হবে। নয়তো সবখুলে গার্বেজে। :-)

    #HabibAutomation

    14-Jul-2018 6:01 pm

  • Published
    14-Jul-2018