Post# 1531932252

18-Jul-2018 10:44 pm


Current sensor module [ACS712] একটা পাওয়া যায় বাজারে। ২০০/= দাম। আজকে ট্রাই করলাম এটা দিয়ে সত্যি সত্যি AC Current মাপা যায় কিনা।

দেখি রেন্ডম নম্বর আসে। বুঝলাম AC current এর sinusoidal wave এর এর জন্য current বাড়ে কমে, সেন্সরও একেকটা দেখায়। 50Hz, সেকেন্ড ৫০ বার বাড়ে কমে।

সমাধান পেলাম নেটে এর average নেয়ার বদলে RMS নেয়া [root mean square]। Pure sinusoidal wave এর জন্য RMS formula 0.707(max-min). এটা দিযে ট্রাই করলাম। দেখি আমার ক্লেম্প মিটার যা দেখায় তার থেকে ১০% বেশি রিডিং পাই।

এর পর wave sinusoidal না ধরে নিয়ে একটা cycle এর যত বেশি পারি reading নিয়ে এগুলো square করে mean করে root বের করলাম Brute force calculation.

এবার আমার ক্লেম্প মিটার আর সেন্সর রিডিং সমান। ১% difference না।

Project successful. :-)

18-Jul-2018 10:44 pm

Published
18-Jul-2018