Post# 1532182870

21-Jul-2018 8:21 pm



কারেন্ট চলে গেলে ডিজেল জেনারেটরের মেনুয়েলি স্টার্ট দেয়া একটু কষ্টকর হলেও করা যায়। কিন্তু কারেন্ট আসলে অটো বন্ধ হওয়াটা জরুরী। এটা ছাড়া প্রায় অচল। তা না হলে কখন কারেন্ট আসলো সে খবর কাউকে রাখতে হবে -- ঝামেলা।


গাড়ি বা জেনারেটরের ইগনিশনে পাচটা পযেন্ট থাকে, মানে আমাদের যুগে থাকতো। পাওয়ার আপ, ইগনিশন এধরনের। পয়েন্টগুলো বের করে দুই একটা রিলে লাগিয়ে প্রয়োজন মতো শর্ট করে দিলে জেনারেটর অটো স্টার্ট করা সম্ভব। থিউরিটিক্যলি। এর জন্য আমার খরচ হবে ধরি ১০০০ টাকা।

অটো স্টার্ট-অফের কোনো মডুল যদি রেডিমেট পাওয়া যায়, তবে এটা কিনে লাগিয়ে দিতেও রাজি আছি। এর জন্য ২০০০ টাকা খরচ হলেও মন্দ না। যদি tried and true solution হয়।


কিন্তু এগুলো না করে যদি জেনারেটর অটো স্টার্টের মডুল লাগাতে ২০-২৫ হাজার টাকা চায়, তবে এর থেকে নিজে করা ভালো।

21-Jul-2018 8:21 pm

Published
21-Jul-2018