Post# 1532548239

26-Jul-2018 1:50 am


ভোল্টেজ ডিভাইডার আর আরডুইনো দিয়ে 220V AC এর একটা সম্পূর্ন cycle মাপা যায় কিনা দেখছিলাম।

সমস্যা হলো যার যার গ্রাউন্ডের সাথে ভোল্টেজ ঠিক দেখায়।

1M + 10K voltage divider দিয়ে 228 V AC মাপলে আমি 2.28V AC পাই, যখন AC এর নিউট্রালকে ground ধরি। এটা ঠিক আছে।

আবার 1k+1k voltage divider দিয়ে মেপে 5V DC কে 2.5V পাই এর গ্রাউন্ডের সাথে। এখানেও ঠিক।

কিন্তু AC এর ground আর DC এর ground voltage সমানা না। 2.5 V difference আছে। তাই দুটো মিলালে এক্সপেকটেড রেজাল্ট থাকে না।

কালকে দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা, ইনশাল্লাহ।

26-Jul-2018 1:50 am

Published
26-Jul-2018