একটা Full fledged, automatic lead acid battery charger তৈরি এবং ব্যবহার শেষ।
১
লেগেছে :
আরডিউনো পাই শেয়ারড। এগুলো আন্যান্য কাজেও ব্যবহার হচ্ছে।
২
Current sensor দিয়ে চার্জে কত কারেন্ট টানছে মাপতে পারছি। Pi এ দিয়ে রেখেছি ৫ মিনিট পর পর যেন লগ করে।
নেটে বলা ছিলো 14V এ ব্যটারি চার্জ হতে থাকবে high ampere এ। এবং full charge হয়ে গেলে ধুপ করে ampere fall করবে। অনেকক্ষন চার্জে দিয়ে রাখার পর তাই হলো ধুপ করে 1.5 Amp থেকে প্রায় 0 Amp এ কারেন্ট পড়ে যায় ৫-১০ মিনিটের মাঝে।
এর পর Float charge করতে হবে। অর্থাৎ 13.6 V এ চার্জে সবসময় লাগিয়ে রাখতে হবে। এতে খুবই সামান্য কারেন্ট খরচ হবে, কিন্তু ব্যটারি যে রেটে চার্জ-লস করতে থাকবে, পুরোটাই লাইভ রি-চার্জ করে সবসময় full charge এ রাখবে। এই রকম করতে পারলে এক ব্যটারি বহু দিন চলেবে ইনশাল্লাহ।
৩
এর পর প্লেন : এই ব্যটারি দিয়েই Online UPS তৈরি করা। কারেন্ট চলে গেলে যেন ইকুপমেন্টগুলো চলে।
সাইড ইফেক্ট : দেখি জেনারেটর স্টা্র্ট দেবার সময় ব্যটারির ভোল্টেজ ড্রপ করে কিনা।
করলে অন্য চিন্তা। :-)