১
গনতন্ত্রকে আমি কুফর মনে করি না। যদিও দেওবন্দি উলামাদের মাঝে কারো কারো এরকম ফতোয়া আছে। আমি তাদের সাথে দ্বিমত পোষন করি।
কিন্তু যারা নির্বাচনে দাড়ায় তাদের আমি ক্ষমতালোভী মনে করি। ভালো নিয়তে যারা দাড়ায় তাদেরকেও ক্ষমতালোভী মনে করি।
২
"দরবারী আলেম" নামটা আমি তাসাউফ ধারায় পড়তাম এক কালে। এর পর সালাফিদের একাংশকে দেখেছি তাসাউফের বাকি সব কিছুর বিরোধি হলেও এই টার্মটা পিক আপ করে নিতে।
দরবারী হওয়াটাকে "অপছন্দনীয়" মনে করি। যেমন ইমাম আবু হানিফা সরকারী পদ নিতে অস্বিকার করেছিলেন। কিন্তু কোনো আলেম যদি দরবারেই যায় তবে এর জন্য তাকে বাই ডিফল্ট বাতেল-পরিত্যজ্য মনে করি না।
হানাফি ফিকাহর বই যেমন, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে শামি এগুলো রাজা-বাদশাহদের পৃষ্টপোষকতাতেই লিখা হয়েছিলো। এবং এগুলো আমাদের কাছে গ্রহনযোগ্য।