Post# 1532504562

25-Jul-2018 1:42 pm


ইরানে অবরোধ ছিলো। ওবামা চুক্তি করে সেই অবরোধ তুলে নিয়েছিলো।

এর পর ট্রাম্প এসে সেই চুক্তি বাতিল করে অবরোধ নতুন করে আরোপ করছে। ইজরাইলের দাবি মত।

এর পর কিছু দিন আগে ইরানের প্রেসিডেন্ট হুমকি দিয়েছে যদি অবরোধ করে ইরানকে তেল রপ্তানি করতে দেয়া না হয় তবে ইরান গাল্ফের বাকি সব দেশের তেল রপ্তানি বন্ধ করে দেবে।

গালফে ঢুকতে হলে ইরানের পাশ দিয়েই যেহেতু যেতে হয়। এবং সৌদি থেকে আমিরাত, ইরাক ইরান সব দেশের তেলের খনিগুলো ঐ এলাকায়। এই পেসেজ বন্ধ করে দিলে এই সব দেশের তেল রপ্তানি বন্ধ।

টাইমলাইন সামনের নভেম্বর।

এটা নিয়ে এনালিষ্টরা ব্যতিব্যস্ত। এই হুমকি থেকে ইরানের প্রেসিডেন্টের যুদ্ধের হুমকি। ট্রাম্পের পাল্টা হুমকি।

25-Jul-2018 1:42 pm

Published
25-Jul-2018