"আলেমদের কাছ থেকে জেনে নিবেন"
১
উত্তর যদি দেই :
"জানলাম। উনি বলেছেন <এই>"
তবে বলবে,
"ভালো কোনো আলেমের থেকে জানবেন। যার তার কাছে যাবেন না।"
কিংবা বলবেন,
"কোন আলেম?"
"আমাদের মহল্লার একজন আলেম..."
"কোথা থেকে পাশ করেছেন কি যোগ্যতা?"
"সেটা জিজ্ঞাসা করি নি। বললেও মনে থাকতো না।"
"ভালো আলেমের কাছে যাবেন। যার তার কাছে যাবেন না।"
ব্যসিক্যলি বক্তা এখানে চাচ্ছেন বক্তা যেই মতে বিশ্বাসি, সেই মতের সমর্থন যেই আলেম করবেন, আমিও যেন ঐ আলেমের থেকে উনার মতের পক্ষের শিক্ষাগুলো শিখে নেই।
সরাসরি বলছেন না। আমি তাই বুঝছি।
২
ব্যক্তি জীবনে দ্বিনের বহু কিছু শিখতে হয়েছে। এর কিছু আলেমদের থেকে মুখে মুখে অন দা স্পট শুনেছি, কিন্তু কোনো কিতাবে পাই নি, বা কিতাবে এর উল্টো পেয়েছেি। পরবর্তিতে সেই আলেমের উল্টো কথা সবগুলো ভুল বা উনার মন-গড়া-কথা প্রমানিত হয়েছে। অর্থাৎ কিতাবের কথাই সঠিক ছিলো।
আর কিতাব থেকে যেগুলো শিখেছি, সেগুলো পরবর্তিতে ৪০ বছরে কোনোটাই ভুল প্রমানিত হয় নি।
তাই দ্বন্ধের মুখে যদি বইয়ের কথাই সঠিক হয় তবে বই থেকে না শিখে, ঐ একই কথা আলেমের মুখ থেকে সরাসরি শুনতে হবে কেন এটা একটা রহস্য। যেখানে মুখে মুখে যারা বলেন তাদের মাঝে ভুলের পার্সেন্ট বেশি এটা ব্যক্তি জীবনে দেখেছি।
৩
হজ্জের সফরে গেলে এই সমস্যাটা সবচেয়ে প্রকট হয়ে দেখা যায়। খুব কম আলেমই হজ্জের মাসলাগুলো ভালো ভাবে পড়েন। কিন্তু "আমি আলেম তাই আমার কথা ঠিক, কিতাব পড়ে আপনি যা বুঝেন সেগুলো ভুল। কিতাব পড়ে কিছু শিখবেন না। আমাদের জিজ্ঞাসা করে জেনে নেবেন" -- এই দাবিদার অনেক।