Post# 1532519695

25-Jul-2018 5:54 pm


আমার ল্যপটপ থেকে ওয়াইফাইয়ের উপর দিয়ে কমান্ড দিয়ে এখন ১৩ কেভিএ ডিজেল জেনারেটর স্টার্ট-অফ করা যায়। কিন্তু সমস্যা অন্যখানে।

কারেন্ট চলে গেলে মাঝের সব আইসি, ইলেক্ট্রনিক্স, রিলে বন্ধ হয়ে যাবে। তাহলে ঐ অবস্থায় জেনারেটর স্টার্ট হবে কি করে?

একটা সমাধান: জেনারেটরের ব্যটারি দিয়ে এই সব ইলেক্ট্রনিক্স সর্বদা চালু রাখার ব্যবস্থা করা।

"কিন্তু সে ক্ষেত্রে জেনারেটরের ব্যটারির চার্জ শেষ হয়ে যাবে না?"

ব্যটারির চার্জ প্রতিদিন অটো চেক করার ব্যবস্থা করতে হবে। চার্জ কমে গেলে অটো রিচার্জ করার ব্যবস্থা করতে হবে।

অটোমেশন করা আরম্ভ করলে এগুলো শেষ হয় না। আবার ওভার অটোমেশন হয়ে গেলে অন্য সমস্যা।

কখন ওভার অটোমেশন হলো সেটা মানুষের কথায় বুঝা যাবে না। কারন যে যেটা বুঝে না সে সেটা সম্পর্কে আপনাকে সমসময় নিরুৎসাহিত করতে থাকবে: "দরকার কি?" "পুরানো সিসটেমই ভালো"।

বুঝা যাবে নিজে করে ঠেকে দেখে। That is, Explore yourself! :-)

    Comments:
  • ^ আমার নম্বর সম্ভবত তোমার জানা নেই। পাঠিয়ে দেবো ইনশাল্লহ।

25-Jul-2018 5:54 pm

Published
25-Jul-2018