Post# 1532080859

20-Jul-2018 4:00 pm


ইচ্ছাকৃত বা অলসতার কারনে টুপি ছাড়া নামাজ পড়া হানাফি মাজহাবে মাকরুহ। সালাফিতে জায়েজ।


আমাদের যুগে কোনো ছাত্রকে যদি বলতেন "আসেন নামাজ পড়ি" তবে "প্যন্ট খারাপ" এর বদলে বলতো "টুপি নেই"। টুপি নেই এখন আর চলে না। কারন নামাজ পড়ার জন্য টুপি শর্ত না এটা আমার আপনার থেকে ছাত্ররা আরো ভালো জানে। এরা এখন টুপি ছাড়াই নামাজ পড়ে।


বাসায় নিজের মাথায় সব সময় টুপি থাকে না। নামাজের সময় দৌড়া দৌড়ি করে টুপি সময় মত পাওয়া যায় না। তাই টুপির জন্য অনেক সময় নামাজ যোগ দিতে আমার দেরি হয়। কিছু করার নেই। কোনো মুরুব্বি বয়সি টুপি ছাড়া নামাজ পড়ছে -- দেখতেই কেমন অড। বাচ্চা পোলাপান হলে কথা ছিলো।


গতকাল ইশার নামাজ এক মার্কেটে পড়ি। পোনে নয়টার জামাত দেখি সাড়ে আটটাতেই আরম্ভ হয়ে যায়। তাড়াহুড়া করে ওজু করে টুপি ব্যগে রেখেছি নাকি পকেটে সেটা না খুজেই টুপি ছাড়াই নামাজে দাড়াই। সম্ভবতঃ প্রথম নামাজ পড়লাম টুপি ছাড়া। ধারনা করি এর জন্য না কোনো পানিসমেন্ট আসে।


বাসায় ফিরি।

প্রচন্ড গরম।
এর উপর কারেন্ট চলে যায়।
জেনারেটরটা ছাড়লাম, কিছুক্ষন চলে জেনারেটর সার্কিট পুড়ে যায়।
কারেন্ট আসার কিছুক্ষন পরে শর্ট সার্কিট হয়ে বাসার ফিউজ পুড়ে যায়।
এর ধুয়ায় আশে পাশে সবাই পেরশান।
এর উপর রেকর্ড গরম, শুধু আমাদের কারেন্ট নেই।


এত ঝামেলা এত কষ্ট? কেন?
ইশার নামাজ টুপি ছাড়া পড়েছিলাম তাই।

20-Jul-2018 4:00 pm

Published
20-Jul-2018