Post# 1531592284

15-Jul-2018 12:18 am


এই সব "পুরানো আমলের" relay বাদ দিয়ে, "আধুনিক যুগের" Triac দিয়ে on test একটা 40 watt এর বাল্ব switch on করার চেষ্টা করলাম।

Result : সুইচ অন হয়। কিন্তু...

কিন্তুগুলো:

১। তার লাগানোর সাথে সাথে লাইটটা একটু ফ্লিকার করে এর পর বন্ধ হয়। সম্ভবতঃ Triac Rate Effect. এটা suppress করতে চাইলে এক্সট্রা সার্কিট লাগাতে হবে।

২। প্রচন্ড Interference. Radio Frequency তে। এত বেশি যে দূরের স্পিকার শব্দ করতে থাকে। cc-cam গুলো সাদা হয়ে ভুত দেখা যেতে থাকে। Interference টা আমার কাছে সবচেয়ে বেশি ক্ষতিকর মনে হচ্ছে।

এটা suppress করতেও আলাদা সার্কিট লাগবে। সব মিলিয়ে বেশ অনেকগুলো resistor, capacitor, isolator. এর পর দেখতে হবে কতটুকু suppress হয়।

তাই খরচ আছে। শুধু ২০ টাকার একটা Triac কিনলেই হচ্ছে না।

15-Jul-2018 12:18 am

Published
15-Jul-2018