পাকিস্তানের রিলিজিয়াস পার্টিগুলো কোথায়?
১
সমস্যা হলো "কোন? রিলিজিয়াস পার্টি?" এখানে কোনো একটা দল নেই। সমান শক্তির হাজার দল। রিলিজিয়াস পার্টিগুলো বিভিন্ন আইডলজি, নেতা আর অন্তর্দন্ধে এত বিভক্ত যে কোনো দলেরই সিগনিফিকেন্ট কিছু করার শক্তি নেই।
ঐক্যের জন্য ছাড় দিতে হয়। আর রিলিজিয়াস পার্টিগুলো দাড়ায় "ছাড় দেয়ার বিরুদ্ধে" সোচ্চার হয়ে।
২
"গনতন্ত্রের কোনো ঠাই ইসলামে নেই"
গনতন্ত্র বাদ দিয়ে অন্য যে কোনো তন্ত্র দিয়ে কিছু করার জন্যও জনবল-জনসমর্থন লাগে। তাই "জনসমর্থন-জনবল গনতন্ত্রের সাথে লিংকড, আমাদের এগুলো কিছু লাগবে না" এটিচুড দিয়ে কোনো দিকে মুভ করতে পারবেন না।
৩
মনে করেন আমাদের পাশের বাড়ির রফিক সাহেব সবচেয়ে বেশি দ্বিনদ্বার, সৎ, খোদাভিরু, যোগ্য লোক। উনি একা কিছু করতে পারবেন না, যদি না বিশাল জনবল উনাকে নেতা মানে। কেউ যদি উনাকে সমর্থন না করে, তবে কেউ উনার সাথে জুড়বে না।