"মাদ্রাসার ছাত্রদের সংগে শয়তান বেশি থাকে তাই উস্তাদদের পিটাতে হয়।"
প্রশ্ন জাগে, মাদ্রাসার উস্তাদদের সংগে শয়তান বেশি থাকে নাকি কম?
১
মাঝে মাঝে google search দেই মাদ্রাসার পিটানির নতুন কোনো কাহিনি আছে কিনা জানতে। আজকেও দিলাম "মাদ্রাসার ছাত্র" দিয়ে। লিমিট করলাম "Last 30 days" এ। মানে গত ৩০ দিনের খবর শুধু। এর আগের খবর যেন না আসে।
দেখলাম পিটানির কোনো খবর নেই। মানে অবস্থা উন্নতি হচ্ছে।
কিন্ত অন্য খবর আছে। শয়তান এখন উস্তাদদের ধরছে। ডিটেলস শেয়ার করলাম না, কারন এগুলো শেয়ার করার মত না। যারা জানেন তারা জানেন। এর উপর আমাদের গতবছরের প্রখ্যাত হাফেজ-মাওলানা-মুফতি নাস্তিক সাহেব হাইলাইট করেছিলেন।
এর খবর এখন বিস্তীর্ন। এই না যে এটা কন্সপাইরেসি - কেউ বেছে বেছে এই খবরগুলোকে হাইলাইট করছে। ছোট খবর, ছোট পত্রিকায়।
মাদ্রাসার নামগুলো শুধু কপি করে নিলাম। খবর ডিটেলস পড়লাম না। রুচি নেই।
ময়মনসিংহে দারুল কোরআন রহমানিয়া মাদ্রাসা
রামগঞ্জ ওমর ফারুক (রাঃ) মাদ্রাসা
ঝিনাইদহ হুসোর খালি কওমিয়া মাদ্রাসা
ব্রাহ্মণবাড়িয়া আকতার উলুম ইসলামিয়া মাদ্রাসা
রাজশাহী মাদ্রাসাতুল মদিনা দাওয়াতে ইসলাম মাদ্রাসা
গত ৩০ দিনের খবর।
২
মাদ্রাসায় পিটাবে নাকি কি করবে এটা মাদ্রাসার ছাত্র উস্তাদ শিক্ষকদের ব্যপার। আমার এখানে বলার কিছু নেই। তাই এই পোষ্টটা কেবল মাত্র আমার আত্মিয় পরিচিতদের জন্য। নিজের সন্তানের জন্য কোনো মাদ্রাসা চয়েস করার আগে একটু সাবধান থাকেন।
"ইসালমের জন্য" "দ্বিনের জন্য" আবেগে পড়ে কিছু করে পরে পস্তিয়ে বলেন না "আমি তো ইসলামের জন্যই করেছিলাম! এই হলো কেন?"
৩
কিছু না বলে চেপে গেলে এই সব ঘটনা শুধু বাড়তে থাকবে। শিয়াদের ইমামরা যেমন বাই ডেফিনিশন নিস্পাপ, যে যত খারাপ কাজ করুক না কেন। সুন্নিদের কেউ নিস্পাপ না। নবী-রসুলগন ছাড়া।
বেশি বললে, আমি হবো "RAND এর এজেন্ট"। তাদের guide line এ লিখা আছে মাদ্রাসার বিরুদ্ধে propaganda করার জন্য। আমিও তাদের সাথে সুর মিলাচ্ছি।
সাধু সাবধান।