খুনের বদলা:
আলকামা ইবনু ওয়াইল (রহঃ) থেকে বর্ণিত যে, তার পিতা তাঁকে বর্ণনা করেছেন:
আমি একদা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে চামড়ার রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে আগমন করলো এবং বললো,
"হে আল্লাহর রাসুল! এই ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে।"
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
"তুমি কি তাকে হত্যা করেছ?"
অভিযোগকারী বলল, "যদি সে তা স্বীকার না করে, তবে আমি তার বিপক্ষে সাক্ষী দাঁড় করাব।"
অভিযুক্ত জবাব দিলো,
"হাঁ আমি তাকে হত্যা করেছি।"
"তুমি তাকে কিভাবে হত্যা করেছ?"
"আমি এবং সে বৃক্ষের পত্র সংগ্রহ করছিলাম। এমন সময় সে আমাকে গালি দিল। এতে আমার রাগ চড়ে গেল। তখন আমি কুঠার দ্বারা তার মাথায় আঘাত করলাম। এভাবে আমি তাকে হত্যা করেছি।"
"তোমার কি এমন কোন সস্পদ আছে যদ্বারা 'দিয়্যাত' বা রক্তপণ আদায় করতে পারবে?"
"আমার কাছে একটি কম্বল ও কুঠার ব্যতীত আর কিছুই নেই।"
"তোমার সম্প্রদায়ের লোকেরা কি তোমাকে ক্রয় করবে মুক্ত করিয়ে নেবে?"
"আমার সম্প্রদায়ের কাছে আমার এতখানি মর্যাদা নেই।"
তখন রাসুলুল্লাহ ﷺ তার বন্ধনের দড়ি নিহত ব্যক্তির ওয়ারিসের দিকে নিক্ষেপ করে দিলেন এবং বললেন
"তোমার বিবাদীর ব্যাপারে তুমিই বুঝে নাও।"
সে তাকে নিয়ে চলল।
যখন সে পিছনের দিকে ফিরল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
"যদি সে তাকে হত্যা করে- তবে সেও তার সমকক্ষ হয়ে গেল।"
এ কথা শুনে সে ফিরে এল এবং বলল,
"হে আল্লাহর রাসুল! আমি শুনলাম, আপনি বলেছেনঃ 'যদি সে তাকে হত্যা করে তবে সে তার সমকক্ষ হয়ে যাবে।' আমি তো তাকে আপনার নির্দেশেই ধরেছি!"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
"তুমি কি চাওনা যে, সে তোমার এবং তোমার ভাইয়ের পাপের বোঝা গ্রহন করুক।"
"জী-হাঁ, অবশ্যই।"
"তা এমনই।"
এরপর সে বন্ধনের দড়ি ছুড়ে তাকে মুক্ত করে দিল।
সহীহ মুসলিম - ৪২৪০
30-Nov-2016 8:18 pm