Facebook Posts - November 2016

1-Nov-2016 12:09 am


নির্দিষ্ট একটা দলের অনুরাগিদের ব্লক অভিযানে নেমেছিলাম। যদিও দলটাকে আমি ভ্রান্ত দল মনে করি না। এবং তার অনুসারিদের উপরও আমার কোনো ক্ষোভ নেই।

কিন্তু তাদের ব্যবহার খারাপ। এটা ছেলেপেলেদের বয়সের জন্য, দলের শিক্ষা না, আমি ধরে নিতে পারি।

এনি ওয়ে। ব্লক করতে গিয়ে দেখলাম এদের সবার ওয়ালে বিশাল বিশাল ফতোয়ার ছড়াছড়ি। কে কাফের, কোন ইমামের মতে কোনটা শিরক। এই সব।

আগে চোখ বন্ধ করে ধরে নিতাম এরা সবাই মাদ্রাসার ছাত্র। তবে ধাক্কা খেয়ে অনেক শিক্ষা হয়েছে বলে ভালো মত চেক করে দেখলাম তাদের এডুকেশনাল ব্যকগ্রাউন্ড। সবাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র।

দেশ এগিয়ে যাচ্ছে, এটা ভালো।

কিন্তু তাদের কথা আমাকে শুনতে হবে কেন?
আমিও তো এক্স-কলেজ-উনিভার্সিটির ছাত্র। তাদের মতই।

তাদের উত্তর ধারনা করে নিচ্ছি, "দল ভারি করতে।"

আমর উত্তর? "Thanks, but no thanks!" :-)

1-Nov-2016 12:09 am

1-Nov-2016 2:26 pm



কোনো নির্দিষ্ট আলেমের ১০০% পিউর মুতাকাল্লিদ হলে সমস্যা। পথ ভ্রষ্ট হবার চান্স আছে। এবং পথ ভ্রষ্ট করবে তারা যাদের আমি অন্ধ অনুসরন করছি। এবং আমি যখন এই অন্ধত্ব থেকে বেরিয়ে এসে ব্যপারটা বুঝবো তখন দেখবো অনেক দেরি হয়ে গিয়েছে।

আবার যদি ধারনা করি "অধিকাংশ যে পথে চলে সেটা হলো ভুল পথ। কারন কোরআন শরিফে বলা হয়েছে অধিকাংশ মানুষ বিপথগামী, সে জন্য আমি কোরআন হাদিস থেকে নিজে সরাসরি ফতোয়া বাহির করে ঐটার উপর চলবো", এই আইডোলজির উপর চললেও পথ ফসকানোর সম্ভাবনা আছে।

  • তাহলে কি করবো?

    - আমি আপনাকে বলতে পারি কোন পথ সবচেয়ে সঠিক। কিন্তু এটা বললে ব্যপারটা দাড়াবে আমি আপনাকে অন্য কারো অন্ধ মুকাল্লিদ হতে নিষেধ করে বরং আমার মুকাল্লি হতে বলছি। এটা স্ববিরোধিতা।

    - তাহলে?

    - আর যদি বলি "কোরআন হাদিস থেকে নিজে দেখে নেন" এবং এর পর আপনি নিজের বুঝ মত একটা মত নিয়ে আসেন, তখন আমিই আপনাকে বলবো "কোআরন শরিফের মন গড়া তফসির করা হারাম" আপনি পথভ্রষ্ট।

    1-Nov-2016 2:26 pm

  • 1-Nov-2016 9:15 pm


    আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, আল্লাহ্ তা'য়ালা তোমাদের মধ্যে চরিত্র বণ্টন করেছেন যেভাবে তোমাদের মধ্যে রিযিক বণ্টন করেছেন। আল্লাহ্ যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না তাদের সকলকেই সম্পদ দান করেছেন। কিন্তু তিনি ঈমান দান করেছেন কেবল যাদেরকে তিনি ভালোবাসেন। অতএব যে ব্যক্তি সম্পদ ব্যয়ে কৃপণ, শত্রুর বিরুদ্ধে জিহাদে ভীত এবং ইবাদতের মাধ্যমে রাত জাগরণে দুর্বল, সে যেন বেশি-বেশি পাঠ করেঃ

    “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সুবহানাল্লাহি ওয়াল-হামদু লিল্লাহি ওয়াল্লাহু আকবার”

    (আবু দাউদ, হাকিম)
    //collected.

      Comments:
    • Collected মানে আবু দাউদ বা হাকিমে সত্য সত্য এই হাদিসটা আছে কিনা সেটা ক্রস চেক করে দেখি নি। যদিও অধিকাংশ ক্ষেত্রে এরকম করি। এই ক্ষেত্রে একজনের স্টেটাস থেকে মেরে দিয়েছি। :-)

    1-Nov-2016 9:15 pm

    2-Nov-2016 7:06 am


    Still the same (Y)

    2-Nov-2016 7:06 am

    2-Nov-2016 8:48 am



    ফেসবুকে ছেলেপেলেদের ডিপ্রেশন দেখে মনে করেছিলাম একটা মটিভেশনাল স্পিচ দেবো।

    কিন্তু সম্প্রতি মটিভেশনাল স্পিচ দেয়া ফেসবুকের এক সেলিব্রিতির মুখোশ নিয়ে যে ভাবে টানা টানি আরম্ভ হয়েছে, সেটা দেখে আর সাহস করতে পারছি না।

    আমার মুখোশ নিয়ে টানা টানি আরম্ভ করলে আমি শেষ।
    উনার মত আমিও কার ইনবক্সে কি বলেছিলাম সব বেরিয়ে আসার আশংকা আছে :V :V

  • আচ্ছা মুখোশ রক্ষার সবচেয়ে নিরাপদ স্ট্রেটেজি কি?

    - প্রথম উপায় হলো: ভালো মানুষী ভাব না নেয়া। যদি আপনাকে সবাই এভরেজ মনে করে তবে কেউ আপনার পেছনে লাগবে না। So don't try to stand tall.

    - Good. আর কিছু?

    - দ্বিতীয় একটা উপায় হলো "কনট্রোলড রিলিজ"। নিজের কিছু দোষ ফাস করে দেন, যেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। আপনার আসল মুখোশ ততক্ষন নিরাপদ।

    - নিজের দোষ?

    - সত্যিকারে দোষ না। যেমন চাকরির ইন্টারভিউয়ে যখন জিজ্ঞাসা করে "আপনার একটা দোষের কথা বলেন" তখন প্রচলিত নিয়ম হলো নিজের কোনো ভালো গুনকে দোষের ষ্টাইলে বলা, "স্যার, আমি অতিরিক্ত কাজ পাগল", বা "মানুষকে আমি খুব বেশি বিশ্বাস করি" এই স্টাইলে।

    - হুম!

    - যেমন বলবেন: "ভাই আমি গনতন্ত্রকে কুফর মনে করি না", বা "আমি BNP সাপোর্টার!" মাথাটা একটু উচু করে।

    - তাতে লাভ কি?

    - তারা এটা নিয়েই আপনার জন্য কুফর ফতোয়া কংক্লুশনে পৌছে যাবে। আপনার আসল মুখশের দিকে আর যাবার প্রয়োজন বোধ করবে না।

    হুম। জিজ্ঞাসা করতে চাইছিলাম এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কিভাবে? করলাম না। ফালতু কোনো উত্তর দেবে।


    তবে কথা মনে হয় ভুল বলে নি।

    কিছু আবর্জনা ফেসবুকে ফেলা আমার জন্য এখন জরুরী।
    মুখোশ রক্ষার্থে। :V :V :V
    //fun post.

      Comments:
    • Likers' attention.

    2-Nov-2016 8:48 am

  • 2-Nov-2016 3:21 pm


    আজকের খবর:

    ইরাক: ইরাকি ফোর্স মসুলে প্রবেশ করেছে, আমেরিকার সহায়তায়। মিডিয়াতে খবর আসছে বাগদাদী নিজেও মসুলে। উনি মারা গেলে নতুন ফেইজ।

    আমেরিকা: হিলারি-ট্রাম্প এখন প্রায় সমানে সমান। তবে এই মুহুর্তে পার্সেন্ট পয়েন্ট বড় ফেক্টর না। বরং ট্রাম্প যদি নর্থ ক্যরোলিনাতে জিতে তবে প্রেসিডেন্ট হতে পারবে।

    রাশিয়া: মসুলের পরে আমেরিকার যুদ্ধ রাকার দিকে আর গড়াবে না বলে এনালিস্টদের ধারনা। আমেরিকা সন্য বাল্টিক দেশগুলোতে সরিয়ে নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। এদিকে রাশিয়া ইউনিলেটারেলি আমেরিকার সাথে প্লুটোনিয়াম চুক্তি থেকে সরে আসছে। অর্থাৎ এখন ধুমারসে এটম বোমা তৈরি করবে।

      Comments:
    • যে লাইনটার জন্য কনফিউশন হচ্ছিলো সেটা রি-এডিট করে দিয়েছি।

    2-Nov-2016 3:21 pm

    3-Nov-2016 11:40 am


    হিজরি তারিখ মনে মনে বের করার একটা সহজ নিয়ম:

    আজকে ৩ নভেম্বর ২০১৬ হিজরী কত তারিখ?

    বছর ২০১৬ এর প্রথম সংখ্যা ২ + বছর ১৬ = ১৮
    এর সাথে ১১ গুন করে ১৮ x ১১ = ১৯৮
    এর সাথে মাস আর তারিখ যোগ করে ১৯৮ + ১১ + ৩ = ২১২
    ৩০ করে বাদ দিয়ে ২১২ - ২১০ = ২
    সেহিসাবে আজকে হিজরির ২ তারিখ।

    সত্যিকার আজকে দেশে সফরের ২ তারিখ। সৌদিতে ৩ তারিখ।।

      Comments:
    • মানে ৩০ দিয়ে ভাগ করে ভাগশেষ নেয়া।

      এর সহজ নিয়ম হলো ৩০ এর গুনিতক একটা বড় সংখ্যা দিয়ে বিয়োগ করা। এই ক্ষেত্রে ৩০x৭=২১০ বিয়োগ করা হয়েছে।

    3-Nov-2016 11:40 am

    3-Nov-2016 1:57 pm

    3-Nov-2016 2:57 pm


    গত কয়েক মাস ধরে প্রচন্ড ব্যস্ত আছি। ঘুম, নামাজ, কাজ। এইভাবে চলছে।

    - ইনবক্সে বেশির ভাগ মেসেজের কোনো উত্তর দেই না। এক কথায় যেগুলো উত্তর দেযা যায় সেগুলো ছাড়া।

    - মোবাইল সাইলেন্ট করে ড্রয়ারে রেখে দিয়েছি। শুধু রাতে ঘুমানোর আগে দেখি কেউ কল দিয়েছিলো কিনা।

    - মসজিদ থেকে বাসা, এই রাস্তায় পরিচিত কেউ আটকিয়ে কথা বলার ধান্ধায় আছে বুঝতে পারলে অন্য রাস্তা দিয়ে আসি। দাড়িয়ে ১৫-২০ মিনিট গল্প করার মত ধর্য্য নেই। মাথা কাজের মাঝে ডুবে আছে।

    শুধু ক্লান্ত হয়ে গেলে একটা ব্রেক নেবার জন্য ফেসবুকে স্টেটাস দেই। এই।

      Comments:
    • বড় কোনো পোষ্ট লিখতেও ৫ মিনিটের বেশি লাগে না। লেপটপে ১০ আংগুলে টাইপ করি বলে :-)
    • মাপিনি কখনো। তবে স্কুলে থাকতে 10 finger touch typing শিখেছিলাম।

    3-Nov-2016 2:57 pm

    3-Nov-2016 6:02 pm


    Had to be said.

    3-Nov-2016 6:02 pm

    4-Nov-2016 2:05 pm


    And the aftermath :-)

    http://edition.cnn.com/2014/04/14/travel/dutch-teen-arrest-american-airlines-terror-threat-tweet/

      Comments:
    • Right.

    4-Nov-2016 2:05 pm

    4-Nov-2016 3:00 pm


    সামনের সোমবার পূর্ন চন্দ্র গ্রহন। বাংলাদেশ থেকে দেখা যাবে ইনশাল্লাহ।

    রাত ৮:৩০ এর ১৫ মিনিট আগে আরম্ভ হয়ে, ১৫ মিনিট পরে শেষ।

    আরো বিশেষত্ব: এবার এটা Supermoon এর সময়ে। মানে এ দিন চাদ তার elliptical orbit এর perigee তে থাকবে। পৃথিবীর সবচেয়ে কাছে। ইন্টারমিডিয়েটে math পড়ে থাকলে বুঝবেন।

    কিন্তু super moon ও কমবেশি হয়। যে মুহুর্তে চাদ perigee তে আসে ঐ মুহুর্তের যত কাছে পূর্নিমা হবে তত বড় সুপার মুন। এবারেরটা ১৯৪৮ সালের পর সবচেয়ে বড়। পেরিজির ২ ঘন্টার মাধ্যে পূর্নিমা।

    এবং পূর্ন গ্রহনের আগে পরে একঘন্টা ধরে bloodmoon চলবে। Bloodmoon মানে পৃথিবীর "উপ-ছায়া" যখন চাদের উপর পড়ে তখন চাদ লাল হয়ে যায়। এটাকে বলে Bloodmoon.

    ১৯৪৮ সালের পর সর্ববৃহৎ? হুম। বছরটা চেনা চেনা লাগছে? হ্যা কারন ঐ বছর ইসলাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিলো। তাদের স্বাধিনতা দিবস।

    ইজরাইল প্রতিষ্ঠার পর সবচেয়ে বৃহৎ সুপারমুন সামনের সোমবার।
    টুইস্ট -- সংগে পূর্ন গ্রহন।

      Comments:
    • ভাইয়েরা ইঙ্গিত কই দিলাম? শুধু science ব্যখ্যা করলাম। আর history :-P
    • মেজিশিয়ান না। বরং আমি তকিয়ে আছি সামনের ৮ তারিখে আমেরিকার নির্বাচনে কি হয় সে দিকে। এর পর মেজিক, যেই জিতুক :-P

    4-Nov-2016 3:00 pm

    4-Nov-2016 9:28 pm



    চরমোনাইকে আমি হক পন্থি মনে করি। আমার এলাকার মসজিদে তাদের জিকির হয়। যদিও আমি শরিক হই না। কিন্তু যারা শরিক হয় তাদের কাউকে অপছন্দ করি না।

    তাদের কেউ কেউ আমাকে সন্দেহের চোখে দেখে। তবে সেটা স্বাভাবিক, যে কোনো দলের অনুসারী নিজ দলের বাহিরের মুসলিমদের কিছুটা সন্দেহের চোখে দেখবে।


    তবে, নেটে চরমোনাইয়ের কাউকে অনুসরন করি না। তাদের প্রায় সবার ফিড গালাগালি, আর অন্য মুসলিমদের "আসল চেহারা উন্মোচনে" ব্যস্ত। ব্যক্তি জীবনে চলমোনাইয়ের অনুসারিদের যে ভাবে আমি চিনি, এটা সম্পুর্ন ভিন্ন।


    মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো ডুয়েল আইডেন্টিটি নিয়ে ঘুরছি। একটা আমাদের রিয়েল লাইফে, অন্যটা অনলাইনে। অনেক ক্ষেত্রেই পার্থক্যটা বিশাল।

    আমি জানি না আমার আসল অন্তরের রিফ্লেকশন আমার অনলাইনেরটা নাকি আমার রিয়েল লাইফের টা।

    আমি জানি না, কোনটার উপর আমার বিচার হবে।

    আমি জানি না আমার রব আমাকে কি হিসাবে দেখছেন।।

    4-Nov-2016 9:28 pm

    4-Nov-2016 10:37 pm


    সরি ভাইয়েরা। ফেসবুক চেক করে টাচ মোবাইল ভালো মত অফ না করে, বেক পকেটে রেখেছিলাম। এর পর হাটতে থাকা কালিন সময়ে কিছু রেন্ডম টাচের কারনে কয়েকজনকে নিয়ে একটা ডিসকাশন গ্রুপ তৈরি হয়েছে। হয়তো ড্রেগ এন্ড ড্রপ। হয়তো নোটিফিকেশনে টাচ লেগে সেখান থেকে মেসেঞ্জার আরম্ভ হয়ে প্রথম কযেকে জনকে এড কেরেছে। হয়তো অন্য কোনো ভাবে। Murphy's law, "anything that can go wrong, will."

    এটা ইচ্ছাকৃত না। এবং কাউকে বিব্রত করার ইচ্ছাও আমার ছিলো না। এই রকম ডিসকাশন গ্রুপ তৈরি হলে সম্ভবত গ্রুপটা বন্ধ করার কোনো উপায় নেই। শুধু প্রত্যেকে সরে গেলে নিজে নিজে গ্রুপটা বন্ধ হয়ে যাবে।

    সবাইকে সমস্যায় ফেলার জন্য আবার ক্ষমা চাচ্ছি।

    ইনশাল্লাহ এর পর আর এরকম হবে না।

      Comments:
    • একটা চ্যট খুলে ৫ জনকে এড করা হয়েছে। কোনো মেসেজ নেই। আমি মনে করেছিলাম অন্য কেউ করেছে। পরে দেখি মেসেজ দেখাচ্ছে অমিই নাকি এদের সবাইকে এড করেছি। ঐ সময় আমি রাস্তায় হাটছিলাম।
    • এর আগেও এক্সিডেন্টলি একজনকে মেসেঞ্জার থেকে ভয়েস কল চলে গিয়েছিলো। তখনও মোবাইল ছিলো পকেটে। যে ভদ্রলোকের কাছে কল গিয়েছিলো উনি রেগে গিয়েছিলেন: ভাই কল দিয়ে কথা বলেন না কেন?

      আমার মনে হয় মোবাইল থেকে ফেসবুক ম্যসেঞ্জার আনইনস্টল করে ফেলি। ঝামেলা করছে।

    • আবার আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। বিরক্ত বা বিব্রত করার জন্য।
    • মোবাইল লক করে রাখি। কিন্তু আন-লকের জন্য উপরে স্লাইড করতে হয়। এখন যেটা বুঝতে পারছি -- বেক পকেটে ঢুকানোর সময় উপরে স্লাইড হয়ে আনলক হয়ে যায়। এর পর লাস্ট যে এপ চলছিলো সেটা ফ্রন্টে চলে এসে রেন্ডম টাচ পড়তে থাকে সারাক্ষন।

      Scary. যাই হোক মোবাইল থেকে ফেসবুক মেসেঞ্জার আন-ইন্সটল করে ফেলেছি অলরেডি।

    • এগুলো সম্ভবতঃ যে কোনো দল সম্পর্কে বলা যায়। যেমন, জিহাদী দলগুলোতেও যোগ না দিলে তারা আপনাকে তাদের বিরোধি ধরবে। আপনার সাথে তর্ক গালাগালি চালাবে।

      আর শেষ লাইনে "উনি" বলতে আল্লাহকে বুঝিয়েছিলাম। অস্পষ্ট ছিলো? ঠিক করে দিচ্ছি।

    4-Nov-2016 10:37 pm

    5-Nov-2016 6:40 am


    ঐক্য:

    "আমরা ১০ টা দলে বিভক্ত। আমাদের মাঝে এত দল কেন? আমরা সবাই কি একটা দলে ঐক্যবদ্ধ হতে পারি না?
    এক কাজ করি। সবগুলো দলকে নিয়ে একটা জোট করি। সবাই ঐক্যবদ্ধ হবে।"

    দুই বছর পর, ১১ তম দল হলো আমার করা সেই "ঐক্যজোট"।


    ঐক্যের নিয়ম নতুন দল তৈরি করা না। বরং নিজের দলকে বিসর্জন দিয়ে মূল দলের বা বৃহত্তম দলের নেতৃত্বকে মেনে নেয়া। যেটা হাসান রা: করেছিলেন। যেটার প্রশংসা রাসুলুল্লাহ ﷺ করে গিয়েছিলেন, "আমার এই নাতির হাতে আল্লাহ তায়ালা মুসলিমদের বিশাল দুটো দলকে ঐক্যবদ্ধ করবেন।"


    এর পরও মূল দলের বা বৃহত্তম দলের নেতৃত্ব যদি এত খারাপ হয়, যে তার নিচে কোনো অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না?

    সে ক্ষেত্রে সব দল ছেড়ে একা ঘরে বসে থাকতে হবে।।

    5-Nov-2016 6:40 am

    5-Nov-2016 2:06 pm


    My conclusion,

    Life exists in the atomic level. And ends at atomic level.

    Two atoms side by side. The one that is part of life will behave differently than the other one, that isn't.

    Nothing, and absolutely nothing can explain this level of co-ordination at microscopic level.

    Except what God said, "They ask you, what life is? Tell them it's My order."

    https://www.youtube.com/watch?v=FzcTgrxMzZk

      Comments:
    • কেউ সব বুঝে নাই। তবে যে যতটুকু বুঝছে, ততটুকুই যথেষ্ট।
    • These are what you will be seeing, happening inside the cell, if you had a powerful enough microscope. এতটুকু বূঝলে ঠিক আছে।
    • i meant the documentary, too.
    • কোঅর্ডিনেশনটা এখানে আসল। ১০ হাজাল লোক মিলে একটা দালান করতে পারবে না যদি না তাদের মাঝে একটা কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার থাকে। এবং যদি না, সেই কন্ট্রোল সেন্ট্রাল থেকে প্রত্যকের সাথে কমিউনিকেট করে কাজকে কোঅর্ডিনেট করা হয়।

      এখানে তাই হচ্ছে। কিন্তু কমান্ড সেন্টারটা কোথায়? কাকে কখন কি করতে হবে সেই সিগনাল কিভাবে পাঠাচ্ছে? দৃশ্যত এটা অনুপস্থিত। That is life. "বলে দেন রুহ হলো আল্লাহর কাজ।"

    5-Nov-2016 2:06 pm

    5-Nov-2016 5:04 pm

  • কিন্তু সবাই যদি তোমাকে অহংকারী মনে করে তবে তোমার একটু চেক করে দেখা দরকার না, তুমি আসলেই কিনা?

    - কিন্তু আমি তো নিজেকে মনে করি না।

    - well, বোকারাও নিজেকে বোকা মনে করে না। অন্যরা তার সাথে কথা বলে বুঝে। অহংকারীদেরও এরকম হয়।

    - তাহলে আমাকে কি করতে হবে?

    - নিজেকে অতি চালাক ভাববে না, তাহলেই হবে।

    - একটু স্পেসিফিক হতে পারেন? আমার কি কাজ দেখে মনে হচ্ছে আমি নিজেকে অতি চালাক মনে করি?

    - প্রশ্ন সেটা না।

    5-Nov-2016 5:04 pm

  • 5-Nov-2016 5:11 pm


    শিক্ষা: র‍্যাব ধরে নিয়ে গেলে, বা গুপ্ত বাহিনী গুম করলে, অথবা টাকা না দিলে রিমান্ডে নিয়ে টর্চার করে পঙ্গু করে দেবে এটা জানা থাকলেও কাউকে কোনো টাকা দেবেন না ছেলেকে বাচানোর জন্য।

    টাকাও হারাবেন ছেলেও হারাবেন।

    ভালো নম্র চেহারার মিষ্টি কথার, এবং প্রবোধ দেয়ার জন্য যে সোর্স টাকা চাইতে আসবে তার কোনো কথা শুনবেন না। উল্টো কোদাল, বা শক্ত কাঠ দিয়ে তার মাথায় বাড়ি দেন যেন সে দ্বিতীয়বার আর না আসে। মোবাইলে কল করলে তার গলা শুনলেই নম্বরটা ব্লক করে দেন কোনো কথা না শুনে।

    এর পর আল্লাহর নির্ধারিত তকদিরের উপর নির্ভর করেন।

    ফোন করে যদি ছেলের টর্চারের সাথে "মা মা" কান্না শুনাতে থাকে আপনাকে, তবে বেশি শুনে ফেলেছেন। এগুলো আপনি শুনেছেন বলে আপনার ছেলের উপর এর পর টর্চার বাড়বে, কমবে না। কিছু শুনবেন না।

    বরং ফোন ব্লক করে জায়নমাজে বসে নিজের গুনাহর জন্য ক্ষমা চান।

    আল্লাহ তায়ালা আমাকে, আমার পরিবারকে এবং সমস্ত মুসলিমদেরকে এমন পরিক্ষা থেকে রক্ষা করুন যেটাতে উত্তির্ন হবার সামর্থ আমাদের নেই।

    http://m.prothom-alo.com/bangladesh/article/1014457/ক্রসফায়ারের-ভয়-দেখিয়ে-৫০-লাখ-টাকা-আদায়

    5-Nov-2016 5:11 pm

    5-Nov-2016 9:24 pm



    একটা জিনিস লক্ষ্য করলাম, তবলিগের অনুসারীরা ডঃ জাকির নায়েকের উপর যত ক্ষিপ্ত, খিলাফাপন্থিরা [এই টার্মটা ডিগ্রেটরি হিসাবে ব্যবহার করছি না, নিরাপত্তার জন্য করছি] ইয়াসির কাজীর উপর তেমন ক্ষিপ্ত।

    কেন? তার যুক্তি হয়তো তারা জানে। কিন্তু ব্যক্তগত ভাবে আমার কাছে কারনগুলো ক্ষুদ্র, এবং জিনিসটা অযৌক্তিক-বাড়াবাড়ি মনে হয়।


    এটা বুঝতে হবে দ্বীন শিখার জন্য সবাই মাদ্রাসার আলেমদের সংগে সম্পর্ক করতে যাবে না। আমরা যতই বলি না কেন "এটাই একমাত্র পথ"। বরং তারা সহজে যার কাছ থেকে শেখা যায় তার কাছ থেকে শিখবে।

    এই হিসাবে যারা সারা দিন ডিশ-টিভি নিয়ে বসে থাকে তারা টিভিতে সবচেয়ে জনপ্রীয় জাকির নায়েক থেকেই শিখবে। যারা আমেরিকাতে থাকে, বা ইংরেজি মিডিয়ামে পড়ে বড় হয়েছে তারা ইয়াসির কাজী, নুমান আলী খান থেকেই শিখবে। যারা ফেসবুকে সারা দিন থাকে তারা ফেসবুক মুফতিদের থেকেই শিখবে।


    "মাদ্রাসার কোনো মুফতিকে জিজ্ঞাসা করেন" একথা তাদের বলার দ্বারা তাদের অবস্থান পরিবর্তিত হবে না। বরং অধিকাংশ লোক তাদের নিজের নিকটবর্তি পরবর্তি ব্যক্তির কাছে দ্বীন শিখতে যাবে যে তাকে খেদিয়ে না দিয়ে বরং শিখাতে চাইবে।

    এটা রিয়ালিটি, brace it.

      Comments:
    • অনেক আগে বলেছিলাম। মনে আছে? (Y)

    5-Nov-2016 9:24 pm

    6-Nov-2016 6:34 am


    Time magazine's cover page. Pun, indicating the presidential race is almost over. With a dual meaning :-)

    // had to explain the joke to prevent people asking me, what end?

    6-Nov-2016 6:34 am

    6-Nov-2016 8:59 am

  • ডাক্তার সাহেব, বচ্চাগুলো সারা দিন লাফা লাফি করে। পড়ালেখায় মনোযোগ নেই।

    - মনে হচ্ছে ADHD. Attention Deficit Hyperactivity Disorder. সিম্পটম এরকম।

    - আমার বৌ কিছুক্ষন পর পর রেগে গেলে এমন রাগে মনে হয় যেন খুন করে ফেলবে।

    - BPD, Borderline Personality Disorder.

    - এসব দেখে আমি সারাক্ষন আতংকিত থাকি, কখন না জানি কি হয়।

    - আপনার হলো PTSD, Post-Traumatic Stress Disorder.

    //fun post.

      Comments:
    • EDD, Empathy Deficit Disorder. Nafiul Hoque Parvez

    6-Nov-2016 8:59 am

  • 6-Nov-2016 5:01 pm


    Qasim [economics professor of Egypt] said that liberalising the exchange rate had massive negative consequences on the size and scope of the Egyptian national and foreign debt, which increased by 253 billion Egyptian pounds in one night.

    "It means that the Egyptian who has 100 pounds will lose half of their purchasing power."

    The economics professor was reported as posing the question, "Who will pay the value of this loss?"
    ________
    My conclusion:
    That someone is a professor, is not a prove that he has a grab on the subject.

    6-Nov-2016 5:01 pm

    7-Nov-2016 12:07 pm


    আল্লাহ তায়ালার জাত [ফিজিক্যল এট্রিবিউটস] নিয়ে চিন্তা প্রসংগে: পার্ট-১

    في كتاب الزهد (هناد بن السري الكوفي) بسنده ونصه كما يلي :
    কিতাব আল জুহুদে হান্নাদ বিন সারঈ নিচের সনদ আর বর্ননা দিয়ে বলেছেন:
    945 - حدثنا محمد بن عبيد عن الأعمش عن عمرو بن مرة قال مر النبي على قوم يتفكرون فقال تفكروا في الخلق ولا تفكروا في الخالق

    মুহাম্মদ বিন আবিদ বলেছেন...আমাশ বিন আমর বিন মাররাহ বলেছেন,
    নবী ﷺ এক দল লোকের কাছে গেলেন যারা চিন্তা-ফিকির করছিলো, এবং বললেন,
    : সৃষ্টি নিয়ে চিন্তা কর, কিন্তু স্রষ্টা নিয়ে চিন্তা-ফিকির করো না।

    946 - حدثنا أبو معاوية عن اسماعيل بن مسلم عن الحسن قال تفكروا في خلق الله ولا تفكروا في الله

    আবু মুআবিয়া বলেছেন... হাসান বলেছেন,
    : আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-ফিকির কর কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা-ফিকির করো না।

    وفي كتاب الإبانة عن شريعة الفرقة الناجية ومجانبة الفرق المذمومة لابن بطة العكبري الحنبلي تحقيق : د.عثمان عبدالله آدم الأثيوبي :

    ইবনে বাত্তাহ "আলইবানাহ আন শরয়িয়াহ আল ফারকাহ..." কিতাবে তাহকিক করেছেন
    108 - حدثنا أبو بكر أحمد بن هشام الحضرمي قال ثنا أبو بكر يحيى بن أبي طالب قال ثنا علي بن عاصم عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس قال تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله فإن بين كرسيه إلى السماء السابعة سبعة الآف نور وهوفوق ذلك // أثر ابن عباس إسناده ضعيف //(أظنه حكم المحقق)

    আবু বকর আহমেদ বলেছেন... ইবনে আব্বাস রা: বলেছেন
    : সব কিছু নিয়ে চিন্তা কর কিন্তু আল্লাহ জাত নিয়ে চিন্তা-ফিকির করো না। উনার কুরছি ও ৭ম আকাশের মাঝে সাত হাজার নুর আছে এবং এর উপরও সেরকম।

    to be cont...

    7-Nov-2016 12:07 pm

    7-Nov-2016 5:03 pm

  • কথায় যুক্তি আছে।
  • কার কথায়?
  • ভয়ে বলবো, নাকি নির্ভয়ে?

    7-Nov-2016 5:03 pm

  • 7-Nov-2016 8:07 pm


    সালাফি আলেম [সৌদি সরকারি মতধারার], আর হানাফি আলেম [এই উপমহাদেশে] এর মাঝে একটা বড় মতপার্থক্য আছে যে কারনে সালাফিদের মতে হানাফি আলেমরা কাফের।

    এবং পার্থক্যটা আকিদা গত যেহেতু তাই এখানে কোনো কম্প্রোমাইজ সুযোগ নেই।

    সালাফিদের মতে আল্লাহ তায়ালা আরশে অবস্থান করছে। এটাকে বলে আথারি মতবাদ। এবং সালাফিদের মতে যে কেউ এই এটা অস্বিকার করবে, সে কোরআন শরিফের আয়াত অস্বিকার করার কারনে কাফের হবে।

    হানাফিদের মতে আল্লাহ তায়ালা সর্বত্র বিরাজমান। এটাকে বলে আশারি মাতুরিদি মতবাদ। এবং তাদের মতে এটা নিয়ে তর্ক করা নিষেধ। তবে কেউ যদি আল্লাহ তায়ালাকে আকৃতি দেবার

    7-Nov-2016 8:07 pm

    7-Nov-2016 10:14 pm


    "তাবলীগ জামাতের দিল্লি নেজামুদ্দীন মারকাজ ও ঢাকার কাকরাইলকে ঘিরে যে উদ্বেগ বিশ্বব্যাপী চলছে, এ নিয়ে বাংলাদেশের শীর্ষ আলেমদের করণীয় সম্পর্কে হযরত [আহমদ শফী] সুন্দর পথনির্দেশ দান করেছেন।"

    - qaominews.com

    Apparently, missing a lot of news these days.

      Comments:
    • জানা নেই।
    • নবুওত নিয়ে রাসুলুল্লাহ ﷺ ১৪০০ শত বছর আগে আরব দেশে এসেছিলেন এটা কিয়ামতের একটা আলামত।

      এর অর্থ "ভবিষ্যতে উনি আবার আসবেন" এরকম কিছু না।

    7-Nov-2016 10:14 pm

    8-Nov-2016 2:57 pm


    এই টি-শার্টটা অর্ডার দিতে হবে।

      Comments:
    • Right. But also search for "Malia Obama smoking weed"

    8-Nov-2016 2:57 pm

    8-Nov-2016 7:50 pm


    মধ্যপন্থি

    8-Nov-2016 7:50 pm

    8-Nov-2016 10:37 pm


    নানা নানির তরফ থেকে ৪৮ ভাই বোন। সবাই কওমি মাদ্রাসায় পড়ুয়া।
    আল্লাহ তায়ালা তাদের জীবনে আরো বরকত দান করুন।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    8-Nov-2016 10:37 pm

    8-Nov-2016 11:52 pm


    Another bad physics, and another attempt to take a step backward into an old explanation, that has been proven wrong decades ago. Cause people aren't ready to accept the Copenhagen Interpretation of QM, which has been proven right over the ages.

    Once someone starts to accept Copenhagen Interpretation of QM, he probably has stepped inside religion crossing the bounds of science. Which probably is the main cause why scientists are reluctant on accepting Copenhagen Interpretation, and had been searching for alternate theories for too long, like many world interpretation.

    And we are stuck with science from the 1940s.

    https://www.youtube.com/watch?v=WIyTZDHuarQ

    8-Nov-2016 11:52 pm

    9-Nov-2016 12:48 pm


    It's over! Trump is the next president of USA. :-)
      Comments:
    • Reviewing history. CNN predicted he had 1% chance of getting the GOP nomination, in the first place.

      - 278 for Trump. They are hesitating. But declaration should be coming any minute now.

      Going for Duhur prayers. Hoping to see the declaration after I return :-)

    9-Nov-2016 12:48 pm

    9-Nov-2016 1:06 pm


    Florida! Of all the places!!!
    This post had an attachment, which is now missing
      Comments:
    • They rigged it to keep an insider with them, hopping that they will be winning anyway. That backfired.

    9-Nov-2016 1:06 pm

    9-Nov-2016 2:53 pm

    9-Nov-2016 6:46 pm

  • Too much liberalism. Time for some conservatism.
  • Too much empowerment of minority groups. Time for majorities to take the lead.
  • Too much preaching us on how we should act. We decide that on our own.

    Feeling the pulse of the people.

    9-Nov-2016 6:46 pm

  • 9-Nov-2016 8:01 pm


    In other news: আমেরিকানরা গাঞ্জা খাওয়া নিজেদের জন্য জায়েজ করে নিয়েছে এই ইলেকশনে।

    /not kidding.
    /not that I am complaining.

    9-Nov-2016 8:01 pm

    9-Nov-2016 9:42 pm

  • India has invalidated all currency notes above 100 Rs overnight. Triggering panic. BD might follow.

    - Hyperloop, the idea of building a vacum tube for transporting people at super fast speed is being studied in Dubai. It's being carried out by Elon Musk's company.

    - And the impossible sci-fi like engine called an "EM Drive" is being tested and found to work again in again in NASA. This rumor isn't going away.

    9-Nov-2016 9:42 pm

  • 10-Nov-2016 12:46 pm


    Forex:

    "Forex করে বড়লোক হয়ে যান। ৬ মাস প্রেকটিশ করে এর পর সত্যিকার ডলার দিয়ে আরম্ভ করেন।" Forex মানে foreign currency exchange. ডলার কিনে পাউন্ড সেল করা এইরকম।

    ফেসবুক-ওয়েব এরকম এড দিয়ে ভরা। আর পাবলিক এই প্রতারনায় পড়ে টাকা খুয়াচ্ছে।


    Forex হলো একটা zero-sum game. অর্থাৎ একজন যতটাকা জিতবে অন্যজন ঠিক তত টাকা লস করবে। দুজনেরটা যোগ করলে সব সময় zero. এই ধরনের মার্কেটে কেউ শেষ পর্যন্ত প্রফিট করে না। সমান সমান থাকে।

    কিন্তু Forex এর প্রতারনা হলো নিজেদের কমিশন আর চার্জ কেটে রাখা। এতে zero-sum game হয়ে যায় negative-sum game. যারা খেলছে তারা সবাই লস দিতে থাকবে।

    কিন্তু এর ব্যবস্থাপকরা নিরাপদ থাকে। তারা বলে আপনার ভুল ট্রেনজেকশনের কারনে আপনি লস দিয়েছেন।

    "কিন্তু অমুক তমুক ফরেক্স করে এখন কোটিপতি।"

    তারা ফরেক্স করে কোটিপতি না। বরং ফরেক্সের বোর্ড বসিয়ে কোটিপতি। জুয়া খেলোয়াররা কখনো টাকা বানায় না। জুয়ার বোর্ড যে বসায় সে সবসময় টাকা বানায়।

    যারা দাবি করছে সে ফরেক্স করে কোটিপতি, খবর নিয়ে দেখেন তারা প্রত্যেকে ফরেক্সের উপর ট্রেইনিং দিয়ে, বা আপনাকে দিয়ে ফরেক্সে খেলিয়ে এর ফি দিয়ে প্রফিট করছে। এটাই শুধু প্রফিট। তারা জানে।

    অর্থাৎ: আপনি নিজের টাকা দিয়ে zero-sum game খেলছেন, তারা আপনার কাছ থেকে ফি নিয়ে প্রফিট করছে।

    10-Nov-2016 12:46 pm

    10-Nov-2016 8:08 pm


    Our old pal, Alwaleed Bin-Talal.

    10-Nov-2016 8:08 pm

    10-Nov-2016 11:40 pm


    তোমরা যারা বল habibur.com সাইটটা আরো ডিজাইন করতে। সাইটটা করা হয়েছিলো হাই স্পিড লাইট ওয়েট পেইজের দিকে লক্ষ্য রেখে।

    এখানে একই ধরনের আরো কয়েকটা সাইটের সাথে এর স্পিড টেস্ট রেজাল্ট।

    উল্লেখ্য এত কন্টেন্ট দিয়েও এর পেইজ সাইজ ২ শত কিলোবাইট। যেখানে hadithbd.com এর ফ্রন্ট পেইজ ৭ মেগাবাইট। এবং sunnah.com এর ফ্রন্ট পেইজে শুধু একটা মেনু তার পরও সাইজ দ্বিগুন।

    রেসপন্স টাইমও রিজেনেবল। যদিও ডাইনামি কন্টেন্টগুলো রেন্ডার করতে প্রচুর query চালাতে হচ্ছে অনেকগুলো টেইবেলে, এবং এগুলো cache করা না।

    Speed test result এর স্ক্রিনশটগুলো দেয়া হলো।


    habibur.com এর রেজাল্ট


    hadithbd.com এর রেজাল্ট


    quran.com এর রেজাল্ট


    sunnah.com এর রেজাল্ট।

    10-Nov-2016 11:40 pm

    11-Nov-2016 12:23 am


    এক সময় ধারনা করতাম এই কাজ বোধ হয় শুধু আমার বাচ্চাগুলো করে।

    Kids do it when they figure out their sibling is suddenly getting more attention than him/her.

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    11-Nov-2016 12:23 am

    11-Nov-2016 8:16 am


    Regan assassination attempt in 1981, 2 months into his presidency. He was shot in the chest, but survived. In this video the two other shot were his assistances. Regan wasn't lying on the road, as he was pushed inside his car which left the scene immediately with secret service.

    Of the two shot, one was paralyzed for life and died just recently. The shooter was also released this year from confinement.

    https://www.youtube.com/watch?v=s6CNRlQG0mg

    11-Nov-2016 8:16 am

    11-Nov-2016 1:58 pm



    মাঝে শুক্রবার অসলে সুরা কাহফ পড়ার রিমাইন্ডার দিয়ে ফেসবুকে সবার ওয়াল ভরে যেতো। এখন এটা কমে গিয়ছে। তবে এটা অস্বাভাবিক না। ফ্লো বাড়ে কমে।


    দাজ্জালের ফিতনা থেকে বাচার জন্য সুরা কাহাফের প্রথম আর শেষ দশ আয়াত প্রতি দিন পড়তে হয়। শুধু শুক্রবার না। যেহেতু কিছু হাদিস প্রথম ১০ আর কিছু হাদিসে শেষ ১০ আয়াতের কথা আছে। প্রতিদিন পড়লে মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তখন পড়া আরো সহজ।

    এক বর্ননায় আছে দাজ্জালের আগুনে কেউ পড়ে গেলে সুরা কাহাফের প্রথম কয়েক আয়াত পড়ে নিলে সেই আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই প্রথম কয়েক আয়াত মুখস্ত করার উপর এটাকে আরেকটা এমফেসিস ধরা যায়।

    আর সপ্তাহ জুড়ে নূর পাবার জন্য সুরা কাহাফ শুক্রবার সম্পুর্ন পড়তে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত।


    দাজ্জাল তখন আসবে যখন মিম্বরে দাড়িয়ে ইমামগন দাজ্জালের বিরুদ্ধে খুতবা দেয়া বন্ধ করে দেবেন। আর এই ধরনর নিদর্শনের হাদিস বাংলার মাটি থেকে বরং আরব দেশের অবস্থার সাথে মিলালে আরো প্রেকটিক্যল হয়।

    তাহলে হারাম শরিফের জুম্মার খুতবায় কি এখনো দাজ্জালের বিরুদ্ধে বলা হয়? শেষ আমি শুনেছিলাম বোধহয় ২০১০ সালে। দ্বিতীয় খূতবা পুরোটাই ছিলো দাজ্জালের বিরুদ্ধে।

    এখন এটা ফলো করা আরো সহজ। হারাম শরিফের জুমার খুতবা লাইভ ফিড আছে নেটে। শুক্রবার বিকাল ৩ টার দিকে বাংলাদেশ সময় আরম্ভ হয়।

    দাজ্জালের বিরুদ্ধে না বললেও যে ব্যপারেই বলুক তাতে শিক্ষনীয় আছে।

    11-Nov-2016 1:58 pm

    11-Nov-2016 4:33 pm


    Aham...




      Comments:
    • নেটে সার্চ দিলে রেফারেন্স পাবেন। নিচে একটা সার্চ থেকে কোট করা হলো।

      The Prophet ﷺ commanded us to recite the opening verses of Surat Al Kahf against the Dajjal. According to some reports, the final verses of this surah was mentioned. This means reciting the first ten verses or the last ten.

      Al-Nawwaas ibn Sam’aan, in which it says: “Whoever among you sees him (the Dajjal), let him recite against him the opening verses of Surat al-Kahf.”
      [Muslim 5228]

      The Prophet ﷺ said: “Whoever memorizes ten aayaat from the beginning of Surat al-Kahf will be protected from the Dajjal” – i.e., from his fitnah. Muslim said: “Shu’bah said, ‘from the end of al-Kahf.’ Hammaam said, ‘from the beginning of al-Kahf.’” Al-Nawawi said: “The reason for this is because at the beginning of (this surah), mention is made of wonders and signs, and whoever ponders them will not be deceived by the fitnah of the Dajjal. And at the end of this surah, Allah says (interpretation of the meaning): ‘Do then those who disbelieve think that they can take My slaves as awliyaa’ (lords etc.) besides Me?’ [al-Kahf 18:102].”
      (Sharh Saheeh Muslim, 6/93)

    11-Nov-2016 4:33 pm

    11-Nov-2016 10:36 pm


    ভারতের রাতারাতি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ক্রাইসিসের রূপ নিচ্ছে। Keep watching.

    আমেরিকার রায়ট বেশিদূর গড়াবে এটা আমি মনে করি না। ঐতিহাসিক ভাবে পশ্চিমারা পাগলা রাজার আন্ডারেও ঐক্যবদ্ধ থাকতে পারে বলে প্রমান করেছে।

    কিন্তু ভারতের এটা রাইজিং ক্রাইসিস। আজকের খবর তিনদিনের লিমিটেড ডেডলাইন আরো ৭২ ঘন্টা বাড়ানো হয়েছে। এটিএমে টাকা নেই। বাসার কারেন্সি দোকানে চলে না। মানুষ না খেয়ে আছে।

    লক্ষ্য রাখছি।

    11-Nov-2016 10:36 pm

    12-Nov-2016 12:13 am


    (collected)

    "আমার ইমিডিয়েট বস টেরির সাথে ভোটের পরের দিন সকালে মিটিং ছিল। টেরি সাদা, শিক্ষিত বয়স্ক পুরুষ। মিটিং শেষে টেরি আমাকে জিজ্ঞাসা করলো, "তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে চাই, ইচ্ছা না হলে জবাব দিও না।" আমি বললাম, "করো"। টেরি জিজ্ঞাসা করলো, "সারা বিশ্ব আমাদের নির্বাচনের ফলাফল কে কি মনে করছে?" মন খুলেই আমি যা মনে করি বললাম। তবে পাল্টা তাকে আমি জিজ্ঞাসা করলাম, "তুমি কেন ট্রাম্প কে ভোট দিয়েছ?"

    তার জবাবে সে যা বলল তাই সিংহ ভাগ রিপাবলিকান পুরুষদের মনের কথা। সে অত্যন্ত বিরক্ত যে সে বড় অংকের ট্যাক্স দেয়, অথচ সরকার থেকে কোন বেনিফিট পায় না, যারা পায় তারা সেই নিম্ন আয়ের, বিভিন্ন ধরনের স্পেশাল গ্রুপ। সে ১০০ টাকা আয় করলে ৪০ টাকা ট্যাক্স দেয়। দোকানে যেয়ে জিনিষ কিনে নিজের পয়সায় অথচ পয়সা দিতে গেলে দেখে তিন বাচ্চার হাত ধরে দোকানে আসা গরীব কালো মেয়েটি ব্যাগ থেকে সরকারের দেয়া ভাউচার ইউজ করে জিনিষ কিনছে। টেলিভিশান খুললে সে যখন শুনে তারা, মানে সাদারা খারাপ, রেসিস্ট, অত্যাচারী, বাকি সবার লাইফ ম্যাটারস, তার কাছে মনে হয় এখন আর তাদের লাইফ ম্যাটার করে না। তার কাছে মনে হচ্ছে নিজের দেশে সে সংখ্যা গরিষ্ঠ হয়েও আমেরিকান সরকার তাকে সাইড লাইন করে রেখেছে। তার কাছে মনে হয় তার দেশ আর তার নেই বাকিদের হয়ে গেছে। সে তার দেশকে ফিরে পেতে ট্রাম্পকে ভোট দিয়েছে। সে এক্স্যাক্টলি বলেছে, "আই ওয়ান্ট মাই কান্ট্রি ব্যাক।"

      Comments:
    • বাংলাদেশের মুসলিমদের এখন এই অবস্থা। 100% reflection. কিন্তু আমাদের কিছু করার নেই সহ্য করা ছাড়া।

    12-Nov-2016 12:13 am

    12-Nov-2016 9:37 pm


    ইন্ডিয়ার অবস্থা কেরাসিন। এখন না পারছে আগের অবস্থায় ফিরে আসতে, না পারছে সামনে এগিয়ে এটা সম্পুর্ন করতে।

    এই অবস্থায় মোদিজী গিয়েছেন জাপান সফরে। ফিরে এসে কি স্টেপ নেন পরিস্থিতি ঠান্ডা করতে সেটা দেখার বিষয়।

    ধারনা করেছিলাম আমেরিকার নির্বাচনের পর আর কোনো রিয়ালিটি শো নেই ফলো করার মত। সবার মত বসে বসে ক্রিকেট খেলা দেখতে হবে।

    কিন্তু না। Obviously, reality has got more surprises than games.

      Comments:
    • btw: ১/ আমি ক্রিকেট খেলা দেখি না। ২/ এই স্টেটাসের কোনো হিডেন মিনিং নেই। ৩/ "এর পর কি হতে পারে" এর উত্তর আমি জানি না।
    • সাপোর্ট করছে NRI রা। ইন্ডিয়ান যারা বিদেশে থেকে মোদির পক্ষে অনলাইনে ওকালতি করে, কিন্তু নিজেদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় না।

    12-Nov-2016 9:37 pm

    13-Nov-2016 5:49 pm


    7.4 Earthquake jolts New Zealand. Pretty high on the richter scale.

    Update: 6.2 in Argentina. New Zealand's one has been upgraded to 7.8

    13-Nov-2016 5:49 pm

    14-Nov-2016 11:57 am


    রাসুলুল্লাহ ﷺ যেভাবে কবর জিয়ারত করতেন তার বর্ননা।

    https://www.youtube.com/watch?v=Z3_Ill2mjNw

      Comments:
    • - বামদিকের জনকে চেনা চেনা লাগে।

      - দর্শকদের বামে।

    14-Nov-2016 11:57 am

    15-Nov-2016 6:18 am



    "We’ve spent $6 trillion in the Middle East, $6 trillion, we could have rebuilt our country twice." -Trump.

    একটা প্রশ্ন ছিলো -- সামনে যে মধ্যপ্রাচ্যকে আরেকবার ওলট পাল্ট করে দেবার মত যুদ্ধগুলো আসছে সে সময় আমেরিকা কোথায় থাকবে? উত্তরটা এখানে।


    "The respect should be there, especially the treaties that we signed with them, and there are so many agreements, it will be honored. I don’t want to fight now that Trump’s there" - Philippine's president.

    বিগড়ে যাওয়া দেশগুলো লাইনে আসছে। সবাই কিছুটা ভয় পাচ্ছে ট্রাম্প বাবাজিকে।


    "For certain areas I would [build a fence], but [for] certain areas, a wall is more appropriate. I’m very good at this. It’s called construction" - Trump

    মানে দেয়ালটা হচ্ছে। এটা শুধু নির্বাচনের জিতার জন্য কথা ছিলো না।

      Comments:
    • People won't elect the worst possible person. And there is nothing in Islam that says it.

      But common wisdom says that every nation gets the leader it deserves. Elected or not.

    • It says people without an identity will be leaders. Trump probably doesn't fall in that category.

      And good things don't last long. It cycles, that's the way of the world.

    15-Nov-2016 6:18 am

    15-Nov-2016 10:41 am


    এর সহজ হিসাব হলো জোহরের সময় দুপুর যতটায় আরম্ভ হয়, মধ্যরাত ঠিক ততটা রাত্রিতে আরম্ভ হয়।

    যেমন এখন দুপুর ১১:৪৩ এ জাওয়াল [জোহর]। তাই মধ্যরাত আরম্ভ হবে রাত ১১:৪৩ টায়।

    সূর্যাস্ত-সূর্যোদয় থেকে যোগবিয়োগ করলে ঐ একই সময় আসবে। তাই কস্ট করে করার দরকার নেই।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    15-Nov-2016 10:41 am

    15-Nov-2016 6:02 pm



    বাংলাদেশ চীনের কাছ থেকে দুটি সাবমেরিন কিনেছে। আজকে হেন্ড ওভার। এটা বড় টাইটেলে নিউজ মিডিয়াতে আসলো না কেন বুঝলাম না। 035G ming class ডিজেল ব্যটারি ইঞ্জিন।

    তবে সাবমেরিন নিউক্লিয়ার না হলে খুব বেশি সুবিধা নেই। পানির নিচে ডুবে থাকা অবস্থায় ডিজেল-পেট্রল ইঞ্জিন কোনোটাই চলে না। বাতাস নেই বলে। তখন ব্যটারি দিয়ে চলতে হয়।


    সিলেটে মৃদু ভুমিকম্প আজকে।


    সৌদি আরব ইতিহাসে প্রথম বন্ড সেল করা আরম্ভ করেছে। আরেক ধাপ পতন। So long for সুদি ব্যবসা না করা।

      Comments:
    • যে কোনো সাবমেরিনকে সোনার দিয়ে ডিটেক্ট করা যায়। এর সাথে ইঞ্জিনের কোনো সম্পর্ক নেই। সাবমেরিনের সাইজের সম্পর্ক।

      সাবমেরিন কাজের নাকি অকাজের সেটা নির্ভর করে কি কাজে এটা ব্যবহার করা হচ্ছে সেটার উপর। ডিজেল ইঞ্জিনের শব্দ নিউক্লিয়ারের থেকে অনেক বেশি। পানির নিচে কয়েক দিনের বেশি থাকতে পারে না ব্যটারি শেষ হয়ে যায় বলে।

    • ১। রেডিয়েশন আর সোনার দুটো ভিন্ন জিনিস।
      ২। নরমাল বাতাসে যতটুকু রেডিয়েশন আছে নিউক্লিয়ার সাবের রেডিয়েশন লিক তার থেকে বেশি না।
      ৩। এবং পানির নিচে প্রচন্ড রেডিয়েশনও কয়েক ফুটের বেশি দূরত্বে যেতে পারে না। মাটির উপরের নিউক্লিয়ার রিয়েকটেরগুলোতে পানি ব্যবহার করা হয় রেডিয়েশন শিল্ড হিসাবে। তাতেই হয়। সমূদ্রের নিচে তাই এটা হিসাবে আসে না।
      ৪। বস্তুত্ব রেডিয়েশন দিয়ে নিউক্লিয়ার সাব ডিকেটশনে কোনো প্রযুক্তি আছে বলে শুনি নি। শুধু শব্দ, সোনার আর হিট সিগনেচার দিয়ে ডিটেক্ট করে।
      ৫। ডিজেল ইঞ্জিনের শব্দ টার্বাইনের থেকে বেশি। নিউক্লিয়ার ইঞ্জিনে টার্বাইন ব্যবহার করা হয়।
      ৬। নেট থেকে উপরের কিছু কিছু কথা ভেরিফাইড, বিপরিত কিছু পেলে জানাবেন।
      ৭। অফেন্সিভে ডিজেল সাব ব্যবহার করে সস্তা বলে। ডুবলে ক্ষতি নেই। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব ডিজেল সাব ছিলো বলে। এবং এর পরবর্তিতে সাবমেরিন দিয়ে কোনো যুদ্ধ হয় নি বলে।

    15-Nov-2016 6:02 pm

    15-Nov-2016 8:49 pm



    কয়েকদিন আগের নিউজিল্যন্ডের আকাশ ভুমিকমপের সময় মাঝ রাতে নীল আলো দিয়ে আলোকিত হয়ে গিয়েছিলো। এর ভিডিও ইউটুবে এবং নিউজ মিডিয়াতে আসছে।

    ভুমিকম্পের আগে আকাশ লাল বা অন্য রংগের হয়ে যাবার উদাহরন যুগ যুগ ধরে আছে। বিজ্ঞানে এটা শেখানো হয় না কারন এর কোনো বৈজ্ঞানিক ব্যখ্যা নেই।


    বাংলাদেশে ৯১ সালের সাইক্লোনের সময়ও ঐ এলাকার তাল গাছের মাথাগুলো আগুনে পুড়ে গিয়েছিলো বলে খবর এসেছিলো। সেই বছর দেড় লক্ষ লোক মারা গিয়েছিলো এই দেশে।


    বদরের যুদ্ধের পর বন্ধীদের নিয়ে কি করা হবে এই ঘটনার বর্ননায় আছে আল্লাহ তায়ালার আযাব গাছের মাথা পর্যন্ত চলে এসেছিলো। কিছু বর্ননায় মদিনার গাছের মাথা পুড়ে যাবার কথাও আছে।

    তাই আমার ব্যখ্যা এগুলোও আল্লাহ তায়ালার পক্ষ থেকে আযাবের নিদর্শন। এ কারনে এর কোনো বৈজ্ঞানিক ব্যখ্যা নেই।

      Comments:
    • বদরের ঘটনার রেফারেন্স খুজে নিতে হবে। আমি লিখি আগে পড়া এবং সৃতি থেকে।
    • যুদ্ধ পরবর্তি ঘটনা। এখন না জানা থাকলেও পড়তে থাকলে পরবর্তিতে জানতে পারবেন ইনশাল্লাহ।
    • ভুমিকম্প মাঝ রাতে হয়েছিলো।
    • http://www.abc.net.au/news/2016-11-14/new-zealand-earthquake-sky-flashes-green-and-blue/8022476

    15-Nov-2016 8:49 pm

    16-Nov-2016 12:05 am

    16-Nov-2016 11:48 am


    The Cobra Effect:

    When an attempted solution to a problem actually makes the problem worse.

    In British rule of colonial India. The British government was concerned about the number of venomous cobra snakes in Delhi. The government therefore offered a bounty for every dead cobra. Initially this was a successful strategy as large numbers of snakes were killed for the reward.

    Eventually, however, enterprising people began to breed cobras for the income. When the government became aware of this, the reward program was scrapped, causing the cobra breeders to set the now-worthless snakes free. As a result, the wild cobra population further increased.

    The apparent solution for the problem made the situation even worse.

    (wiki)

      Comments:
    • Solid science. :-)

    16-Nov-2016 11:48 am

    16-Nov-2016 2:17 pm


    ইবাদত:
    প্রতি ওয়াক্ত নামাজের ২০ মিনিট আগে মসজিদে গিয়ে বসে থাকা। যতক্ষন সে বসে থাকবে ততক্ষন তার নামাজ পড়ার সোয়াব হতে থাকবে, যদিও সে নামাজ পড়ছে না।
      Comments:
    • এই ভুমিকম্পের পর এবং এই ভিডিওগুলো প্রকাশ পাবার পর সাইন্টিস্টরা এই থিউরি নিয়ে এসেছে। sounds legit.
    • মেয়েদের জন্য ওয়াক্ত হবার সাথে সাথে নামাজ পড়ে নেয়া।

    16-Nov-2016 2:17 pm

    16-Nov-2016 8:11 pm


    ইবাদত:
    মাঝ রাতে যখনই ঘুম ভাঙ্গে, তখন উঠে ঘড়ির দিকে না তাকিয়ে ওজু করে ১২ রাকাত নামাজ পড়ে নেয়া। প্রথম রাকাতে সুরা কাফিরুন আর দ্বিতীয় রাকাত সুরা ইখলাস দিয়ে সংক্ষেপে।

    যে সুরা বাকারা দিয়ে সারা রাত নামাজ পড়ে তার মত সে হতে পারবে না। কিন্তু তার থেকে খুব বেশি পিছিয়েও থাকবে না ইনশাল্লাহ, কারন সুরা ইখলাছ পড়লে কোরআন শরিফের তিন ভাগের এক ভাগ পড়ার সোয়াব। সুরা কাফিরুন চার ভাগের একভাগ।

      Comments:
    • ঘড়ির দিকে না তাকিয়ে কারন, মনে হবে রাত আরো আছে আরেকটু ঘুমিয়ে নেই।
    • আমার টিপস হলো এর পরও না দেখা।
    • আমি এই ভাবে নামাজ পড়ি না। যদি আপনি মনে করে থাকেন।

    16-Nov-2016 8:11 pm

    16-Nov-2016 10:38 pm


    ইবাদত:

    বঞ্চনা, নিজের ভুল বা অন্যের দেয়া ক্ষতির কারনে অন্তরের যদি হাহাকার, বিষন্নতা বা শূন্যতা লাগতে থাকে তখন এটা বুঝে নেয়া যে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানো হয়েছিলো শুধু মাত্র আল্লাহর ইবাদতের জন্য।

    এটা দিয়ে আরম্ভ এতেই শেষ।
    আর যা কিছু আছে সেগুলো filler.

      Comments:
    • The real question isn't "what's the definition of worship?" Cause there are no shortage of definitions when every group has come up with their own definition of Ibadah.

      But the real question is: out of all these definitions, which everyone seems so stubborn about being the only right one, which one should I accept? :-P

      Personally I accept the common definition that says Salat, Siyam, Dikr, Tilwat and these type of rituals are Ibadah.

      //sorry, had to write it this way. otherwise a flame war would have started here. :-)

    • There are other good things beside Ibadah, like Ikhlas or good intention, Akhlak or good charecter, good behaviour, forgiveness, being helpful to others and so on.

      If I had to use an umbrella term covering all these deeds, I would use "Amal Saleh" or "good deeds".

    • Technically the sea has been dead for ages. Since when the prophet Abraham peace on him walked on earth.

    16-Nov-2016 10:38 pm

    17-Nov-2016 2:38 pm


    India increased over-the-counter cash exchange from 4000/= per day to 4500/= per day a few days ago.

    Todays news, that limit has drastically been reduced to 2000/= per day.

    Me feeling like: Even though the fire is spreading, at least it's keeping my cup of coffee hot. :-P

    If things go on like this, mark calendar for March next to see the uprise from within.

      Comments:
    • The theory goes on like this: had infection killed the host instantly, it wouldn't have had time to spread. :-)

    17-Nov-2016 2:38 pm

    17-Nov-2016 3:45 pm


    Yesterday's news: Microsoft has joined the Linux foundation.
    Today's news: Google has joined the .NET foundation.

    In case anyone thought that penguins can't fly, well check again.

    17-Nov-2016 3:45 pm

    17-Nov-2016 4:42 pm


    "How do I open it without breaking the plates?" - the lady asks the world.
    This post had an attachment, which is now missing

    17-Nov-2016 4:42 pm

    17-Nov-2016 8:32 pm


    Eating outdoors at a fast food shop with mummy. :-)

      Comments:
    • Was celebrating the end of পেটে ব্যথা :-P
    • Out of our doors. Not out of every doors :-)
    • Trump was expected to win, though. The silent majority.
    • Most definitely. Even more. For anything that brings even a small pain in a believer, he will be rewarded for it in the afterlife. Said in a hadith.

    17-Nov-2016 8:32 pm

    18-Nov-2016 2:38 pm


    প্রসংগ ব্লাসফেমি:

    "কিছু কথা আছে স্পষ্টতই ব্লাসফেমি। যেমন থাবা বাবা বা উনিশ বছর।

    কিন্ত সমস্যা হলো সাকসেসফুলি একটা ব্লাসফেমি চার্জ সেটেল করার পর জনগন এত সেন্সেটিভ হয়ে থাকে যে যেগুলো ব্লাসফেমি না সেগুলোতেও তারা ব্লাসফেমি খুজে পায়।"

    "যেমন?"

    লোকটা সন্দেহের চোখে তাকালো আমি নাস্তিকদের পক্ষে ওকালতি করছি কিনা।

    "যেমন মনে করেন পাকিস্তানে জুনায়েদ জামশেদ অথবা বর্তমানে ইন্দোনেশিয়াতে যা হচ্ছে।"

    "এগুলো ব্লাসফেমি কিনা সেই স্বিদ্ধান্ত আপনাকে নিতে কে বলছে?"

    এবার আমার আতংকিত হবার পালা। উনি আবার আমার কথার মাঝে ব্লাসফেমি খুজে পান কিনা!

    এই ক্ষেত্রে টেকনিক হলো হাইপোথেকিট্যেল এক্সট্রিমে চলে গিয়ে নেগেশন প্রুভ করা। তাই করলাম।

    "যেমন মনে করেন কেউ বললো রাসুলুল্লাহ ﷺ মাটির তৈ.... কেউ কথাটাকে ব্লাসফেমি ধরবে কেউ ধরবে না। এই অবস্থায় জনগন কি করবে? কে স্বিদ্ধান্ত নেবে কোন কথাটা ব্লাসফেমি?"

    "কেন ঐ কথাটা ঠিক, কোরআনে আছে...."

    বলে উনি যে পক্ষে বিশ্বাস করেন ঐ পক্ষের দলিল দেয়া আরম্ভ করতে যাচ্ছেন। সমস্যা হলো দুই পক্ষের দলিল আমি যুগ যুগ ধরে শুনে আসছি। উনার কথায় নতুন কিছু জানার নেই।

    কিন্তু আমার পয়েন্ট ছিলো দ্বিমুখি দলিলে মানুষ কি করবে সেটা। কোন দলিল উনি সঠিক মনে করছেন সেটা না।

    But he is missing the point. প্রসংগে আসতে বললাম

    "তাহলে বলছেন, কেউ যদি বলে উনি মাটির সৃষ্টি না, তাহলে ঐ লোককে ব্লাসফেমির দায়ে হত্যা করা যাবে?"

    "এগুলোর সাথে ব্লাসফেমির সম্পর্ক নেই। এগুলো দলিল দিয়ে প্রমান...."

    "তাহলে কে স্বিদ্ধান্ত নেবে কোন কথার সাথে ব্লাসফেমির সম্পর্ক আছে? কোনটার নেই? জনগন? আদালত? জনগন হলে কোন জনগন? দল হলে কোন দল?"

    বলেই বুঝলাম কথাগুলো বেশি হাইলেভেলের হয়ে গিয়েছে।
    উনি এখন সব ঝেড়ে ফেলবেন।
    এবং তাই করলেন,

    "দেখেন এত বেশি বুঝার দরকার নেই...."

    বুঝলাম শুধুমাত্র আমার কথা আর সময় নষ্ট হলো।
    কবে তোমার শিক্ষা হবে রে মন?

    18-Nov-2016 2:38 pm

    18-Nov-2016 4:36 pm


    Even though there are a number of programming language popularity rankings available online., none of these are what we call "official".

    Now a new IEEE ranking [well that sounds official, doesn't it? :-P ] puts C at top. A revival form the dead. Main reason might be embedded systems. aka, IoT, Internet of Things.

    The same ranking also puts R ahead of C#. And Python ahead of both Ruby and PHP.

    http://www.techworm.net/2016/07/c-features-top-programming-language-new-ten-source-ranking.html

    18-Nov-2016 4:36 pm

    18-Nov-2016 7:06 pm


    "বিচার আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো" এই কথাটাকে অনেকে অপত্তিকর মনে করে। আমি করি না।

    এই কথা আর "আল্লায় যেন তোর বিচার করে" এই কথায় পার্থক্য আছে।
    একটাতে অভিশাপ দেয়া হচ্ছে, অন্যটায় দুনিয়ায় প্রতিশোধ না নেবার কথা বলা হচ্ছে।

    একটা আমার দৃষ্টিতে তার রিলেটিভ ক্ষমার প্রকাশ, অন্যটায় তার ঘৃনার প্রকাশ।

    "কিন্তু ক্ষমা করে দিলেই তো হয়? হাশরের মাঠে বিচার চাওয়ার কি আছে?"

    ক্ষমা করাটা তার জন্য ওয়াজিব না। এবং তার জন্য শর্তও না। সে দুনিয়াতে প্রতিশোধ নিতে পারতো এবং এটার অধিকার তার আছে। সেটা না করে সে দুনিয়াতে প্রতিশোধ না নিয়ে আখেরাতের জন্য রেখে দিয়েছে। এটা পছন্দ হচ্ছে না?

    সাহবা কিরামগন এই ধরনের কথা বলতেন কিনা তার রেফারেন্স আমি আর টানলাম না।

    কারো কাছে আমি ১০০০ টাকা পাই। ক্ষমা করতে হলে পুরো ১০০০ টাকাই ক্ষমা করতে হবে? আমি এর ৫০০ টাকা ক্ষমা করতে পারবো না? আমি তা মনে করি না।

    কেউ ১০০% ভালো না হলে সে ১০০% খারাপ -- আমি এভাবে দুনিয়াটাকে দেখি না।

      Comments:
    • Depends on platform and purpose. Like the arrival of iPhone, rise in popularity of Android and such.

    18-Nov-2016 7:06 pm

    18-Nov-2016 9:21 pm


    :V :V (Y)

    #joe_biden_meme

    18-Nov-2016 9:21 pm

    19-Nov-2016 10:47 am


    (collected)
    বাংলাদেশে জায়গা কম তাই রোহিংগাদেরকে কেমনে আশ্রয় দেয়া যায়? - মিনমিনে বুদ্ধিজীবীর বক্তব্য!

    ইন্ডিয়ায় কি জায়গা খুব বেশী ছিলরে শালা? তারা কেমনে এক কোটি বাংগালীকে একাত্তরের মুক্তিযুদ্ধকালে আশ্রয় দিয়েছিল?

    আমেরিকায় ট্রাম্প যখন বলে ত্রিশ লক্ষ বিদেশী বের করে দিবে তখন খুব বেজার হন। কারণ আপনি নিজে ওখানে সংখ্যালঘু তাই।

    আপনার দেশে যখন জেনোসাইড থেকে পালিয়ে আসা মানুষ তার বউ বাচ্চা নিয়ে সাগর পাড়ি দিয়ে আশ্রয় চায় তখন ট্রলার ঘাটে ভিড়তে দেননা। হায়রে আমার বীরের জাতি!

    মালয়েশিয়ায় যখন ট্রলারে করে যাওয়া বাংলাদেশীদেরকে ওখানকার পুলিশ আটক করে নিয়ে যায় তখন ওরা কতটুকু নির্মম তা নিয়ে কলাম লিখেন পত্রিকায়।

    আপনার দেশে রোহিংগারা যখন অসুস্থ বাচ্চাকে নিয়ে উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলে আসে তখন তাদের ঘাটে ভিড়তে না দেয়ার পরামর্শ দেন আপনি?

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    19-Nov-2016 10:47 am

    19-Nov-2016 8:45 pm

  • "...মানুষ তখন মিথ্যাবাদীকে বিশ্বাস করবে, সত্যবাদিকে অবিশ্বাস।"
  • ঠিক! অমুককে আমি বিশ্বাস করতাম, এখন দেখি....
  • জিনিসটা এত সহজ না!
  • কেন?
  • অমুককে তুমি এখন বিশ্বাস কর নাকি অবিশ্বাস?
  • অবিশ্বাস করি, এখন তো জানিই যে সে আসলে....
  • "সত্যবাদিকে অবিশ্বাস করবে", তুমি এখন যাকে অবিশ্বাস করছো এই কথা মতে সে কি তাহলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী?
  • Catch 22, প্যরাডক্স। তাকে বিশ্বাস করা আরম্ভ করলেও সে মিথ্যাবাদী প্রমানিত হবে, এই একই কথা দ্বারা। তাহলে কাকে আমি বিশ্বাস করবো? কাকে অবিশ্বাস?
  • এজন্যই এটা ফিতনা।
      Comments:
    • ১। এটা ব্যক্তিগত ভাবনা ২। কোনো হিডেন মিনিং নেই ৩। এখানে কোনো পথনির্দেশনা দেয়া হয় নি।

    19-Nov-2016 8:45 pm

  • 20-Nov-2016 11:58 am


    This picture is from Congo, and not Burma:

    এই ছবিটা বার্মার মুসলিম নিধনের ছবি হিসাবে প্রচার করা হচ্ছে। কিন্তু এটা বার্মার ছবি না।

    ছয় বছর আগে কংগোতে একটা পেট্রোল ট্যংকার এক্সিডেন্ট করে। গ্রামের সবাই ছুটে আসে এক্সিডেন্ট করা ট্যংকারের ভেসে যাওয়া তেল তুলে নেবার জন্য। এই অবস্থায় তেলে আগুল জ্বলে যায়। ২৫০ জন পুড়ে মারা যায়, এর ছবি।

    গত ছয় বছর ধরে এই ছবিটা যখই যেই দেশে রায়ট লাগে সেই দেশের জন্য "দেখেন এই দেশে কি অবস্থা" টাইটেল দিয়ে ঐ দেশের জন্য প্রচার করা হয়। যেমন এর আগে "দেখেন নাইজেরিয়ায় খৃষ্টানদের কিভাবে পুড়িয়ে মারছে মুসলমানেরা" দিয়ে প্রচার করা হয়েছিলো।

    এখন করা হচ্ছে বার্মার নামে।

    তার অর্থ এই না যে বার্মায় অত্যাচার হচ্ছে না। কিন্তু দুনিয়ার সব ভিডিও বার্মার নামে প্রচার করলে ব্যপারটা গুলিয়ে যাবে।

    ছবির নিচের অর্ধেক সাদা আমি করে দিয়েছি।

    অরিজিনাল রিপোর্ট, ফরাসি ভাষায়।
    http://www.afrik.com/article20308.html

    নাইজেরিয়ার নামে প্রচারের রিপোর্ট
    http://www.loonwatch.com/2011/10/fake-nigerian-christians-burnt-alive-photo-resurfaces-on-facebook/

    এখন বার্মার নামে প্রচার, "কেউ আমিন না লিখে যাবেন না" পার্টির পক্ষ থেকে
    https://www.facebook.com/photo.php?fbid=1821362824745509

    20-Nov-2016 11:58 am

    20-Nov-2016 12:14 pm


    This picture is from Indonesia and result of a family dispute, and it's not from Burma as people are claiming and sharing it.

    এই ছবিটাকে বর্মার নামে প্রচার করা হচ্ছে। এটা বার্মার মুসলিম হত্যার ছবি না।

    এটা ইন্দোনেশিয়ার একটা গ্রামে নানিকে নাতি হত্যা করে তার ছবি। বছর খানেক আগে। একটা গ্যস সিলিন্ডার নিয়ে গন্ডোগলের জন্য হয়েছিলো। পরে লাশ নিয়ে পোষ্ট মর্টেম তদন্ত করা হয়।

    https://translate.google.com/translate?hl=en&sl=id&u=http://www.sukasaya.com/2016/05/cucu-penggal-kepala-nenek-hingga-putus-alasannya-karena-tak-senang-dinasehati.html&prev=search

    20-Nov-2016 12:14 pm

    20-Nov-2016 4:54 pm


    NASA has published their EmDrive papers. The summary says after excluding for all errors and known reasons, the drive extracts a force of 1.2±0.1mN/kW.

    For comparison, a magnetic electric field ion thruster aka, Hall thruster, outputs 60mN/kW. 50 times more.

    And a photon thruster, aka Solar Sail outputs 0.0033–0.0067mN/kW. 1/400th of this EmDrive.

    Looks promising. No scientific explanation yet. (Y)

    Link to paper:
    http://arc.aiaa.org/doi/full/10.2514/1.B36120

    by the way, this drive violates Newton's 3rd law of motion.

      Comments:
    • https://www.youtube.com/watch?v=NOWN0y55S88
    • এটা Innocent Voices নামে একটা চলচিত্রের দৃশ্য। নেটে খুজলে আরো সিন পাবেন এই মুভির।

      https://www.flickr.com/photos/radlion/2335345196

    20-Nov-2016 4:54 pm

    20-Nov-2016 10:19 pm


    Analemma Graph. কম্পুটার আসার আগে এই গ্রাফটা দিয়ে যে কোনো স্থানের নামাজের সময় সূচি, সূর্যোদয়-সূর্যাস্তের সময় -- এসব হিসাব করে বের করা হতো।

    20-Nov-2016 10:19 pm

    21-Nov-2016 12:47 pm


    ব্যবসায় লস হলে নতুন ইনভেস্টমেন্ট নেবার সময়:

    ধরেন আমি কোনো নতুন হার্ডওয়ারের বিজনেস আরম্ভ করলাম। কিন্তু ডিজাইন ফেইজে ইনভেষ্টরদের সব টাকা শেষ। এখন কি করবো?

    ১। একই ইনভেষ্টরদের কাছে আরো টাকা চাওয়া, "ভাই আরো টাকা দেন নয়তো আর পারছি না।"

    ২। নতুন ইনভেষ্টরদের কাছে নতুন কোনো প্রোডাক্টের জন্য টাকা নেয়া। পুরানোদের বলা, "আমি নতুন টাকা নিয়েছি নতুন প্রোডাক্টের জন্য, তোমাদের পুরানো প্রোডাক্ট আলাদা। এটা চলতে থাকবে" -- চলতে থাকবে মানে হয়তো ঐ আগের প্রডাক্ট ভার্চুয়েলি ডেড, কিন্তু ডিক্লেয়ার করা হচ্ছে না।

    দুটোই ভুল।

    বিদেশে যেটা করে সেটা এরকম।

    প্রোডাক্ট ফেইল করলে কম্পানির ভেলুয়েশন কমিয়ে দেয়া হয়। যেমন "এই কম্পানিতে যদিও ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্ত বর্তমান পরিস্থিতিতে এর মূল্য এখন ৩ লক্ষ টাকার বেশি না, যেহেতু প্রডাক্ট ফেইল করেছে।"

    এর পর নতুন ইনভেস্টর খুজা হয়। নতুন ইনভেস্টর আরো ৩০ লক্ষ টাকা ইনভেষ্ট করলো। তার টাকায় আলাদা কম্পানি ধরা হবে না। বরং পুরানো কম্পানির ভেলুয়েশনের উপর ভিত্তি করে শেয়ার পার্সেন্টেজ দেয়া হবে। এই ক্ষেত্রে ৩০ লক্ষ টাকা ইনভেষ্ট করার কারনে নতুন ইনভেষ্টর কম্পানির ৯০% শেয়ার হোল্ডার হবে। পুরানো সবাই মিলে বাকি ১০%। যদিও এই ইনভেষ্টমেন্টের আগে পুরানোরাই ছিলো ১০০%।

    এটা করলে হিসাব ক্লিয়ার থাকে, "ইনভেষ্টমেন্ট করে একটা কম্পানি দাড় করিয়ে দিলাম, লেপটপ গাড়ি সব আমার টাকায়। এখন আরেক কম্পানি তৈরি করে আমার ইভেষ্টমেন্টের মাল ব্যবহার করে বলে আমি কোনো লাভ পাবো না" এই পরিস্থিতি তৈরি হবে না।

    এবং নতুন ইনভেষ্টররাও জানবে কোথায় কি পরিস্থিতিতে ইনভেস্ট করছে।

    বিষয়গুলো যারা বুঝে বা জানে তাদের থেকে আরো বিস্তারিত জেনে নিতে পারেন।

    21-Nov-2016 12:47 pm

    21-Nov-2016 10:09 pm


    চলতে ফিরতে অনেকে অনেক মাসলা জিজ্ঞাসা করে। মাসলা বলতে বুঝাচ্ছি, "নামাজে এটা করলে কি করতে হবে?", "এরকম হলে নামাজ হবে কিনা" এই সব প্রশ্নের উত্তর।

    হানাফি মাজহাবের অনুসারীদের জন্য এই সকল প্রশ্নের ৯৮% উত্তর "বেহেস্তি জেওর" নামক বইয়ের বাংলা অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে জেনে নেয়া যায়। তিন খন্ডে এই বইটা যে কোনো ইসলামি বইয়ের দোকানে পাওয়া যায়।

    পুরোটা পড়তে ৩ দিনের বেশি লাগার কথা না। কিন্তু একবার পড়ে শেষ করলে কয়েক বছর পর্যন্ত, মানে যতদিন মনে থাকে তত দিন পর্যন্ত, অধিকাংশ মাসলার উত্তর আপনার জানা থাকবে।

    আর সালাফিদের জন্য বেস্ট সোর্স সম্ভবতঃ হলো islamqa.com. আমার জানা নেই।

    21-Nov-2016 10:09 pm

    22-Nov-2016 9:59 pm



    প্রথমে গালি দেয়া ব্যক্তির উপর দোষ পড়বে, যদি না দ্বিতীয় ব্যক্তি বাড়াবাড়ি করে:

    কুতায়বা (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পরস্পর গালিগালাজকারী ব্যক্তিদ্বয় একে অন্যকে যা বলে এর অপরাধ যে শুরু করে তার উপর বর্তায় যতক্ষণ না মজলুম ব্যক্তি (যাকে প্রথমে গালি দেওয়া হয়েছে) সীমালঙ্ঘন করে।
    [ সুনান তিরমিজী - ১৯৮৭ ]/হাদীসটি হাসান-সহীহ


    ভালো কথা বলা, দান করা ও নামাজ পড়া প্রসংগে:

    আলী ইবন হুজর (রহঃ) আলী রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর পরিদৃষ্ট হবে। তখন জনৈক বেদুঈন উঠে দাঁড়ালেন, বললেনঃ ইয়া রাসূলুল্লাহ এটি কার হবে? তিনি বললেন, এটি হবে তার যে ভাল কথা বলে, অন্যকে আহার করায়, সর্বদা রোযা রাখে এবং যখন রাতে সব মানুষ ঘুমিয়ে থাকে তখন সে উঠে সালাত (নামায/নামাজ)(তাহাজ্জুদ) আদায় করে।
    [ সুনান তিরমিজী - ১৯৯০ ]/হাদীসটি গারীব


    কৌতুক করেও মিথ্যা না বলা প্রসংগে:

    আব্বাস ইবন মুহাম্মদ দুওয়ারী (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত তিনি বলেনঃ লোকেরা বললঃ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের সাথে কৌতুকও করেন, তিনি বললেনঃ আমি সত্য ব্যতীত কিছু বলিনা।
    [ সুনান তিরমিজী - ১৯৯৬ ]/হাদীসটি হাসান সহীহ।

      Comments:
    • At Cox bazar

    22-Nov-2016 9:59 pm

    23-Nov-2016 10:23 pm



    মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি তার কোন (মুসলিম) ভাইকে কোন গুনাহের জন্য লজ্জা দেয় তবে এই গুনাহে সে নিজে লিপ্ত না হওয়া পর্যন্ত মারা যাবে না।
    সুনান তিরমিজী - ২৫০৭/হাসান-গারীব


    ওয়াছিলা ইবন আশকা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করবে না। তা হলে আল্লাহ তার উপরে রহম করবেন আর তোমাকে সে মুসীবতে পাকড়াও করবেন।
    সুনান তিরমিজী - ২৫০৮/হাসান-গারীব


    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের মাঝে যিনি লোকদের সাথে মেশেন না এবং লোকজনের দেয়া কষ্টের উপর ধৈর্যধারণ করেন না তার থেকে উত্তম হলেন তিনি যিনি মানুষের সঙ্গে মেশেন এবং তাদের দেয়া কষ্টের উপর ধৈর্যধারণ করেন।
    সুনান তিরমিজী - ২৫০৯

    23-Nov-2016 10:23 pm

    24-Nov-2016 10:36 am


    Analemma graph দিয়ে কিভাবে সূর্যাস্ত-সূর্যোদয়ের সময় বের করা হয় তার নিয়ম।

    নিচে ঢাকা শহরের গ্রাফ দেয়া আছে। "৪" এর মত আকা বাকা লাইন হলো তারিখ অনুযায়ি সূর্যের অবস্থান। দুটো ক্রস দাগ হলো সূর্যোদয় আর সূর্যাস্তের জন্য দিগন্তের দাগ, আলাদা করে।

    সূর্যের অবস্থান থেকে দিগন্ত horizontally যত ঘর দূরে, সূর্যাস্ত-সূর্যোদয় ৬টার তত মিনিট পর হবে।

    যেমন আজকে নভেম্বর ২৪ থেকে সূর্যোদয়ের দাগ পর্যন্ত ১৯ ঘর। তাই আজকে ঢাকায় সূর্যোদয় ৬টা ১৯ মিনিটে। এভাবে সারা বছর।

    অন্যান্য জেলার জন্য এনালিমা গ্রাফ দেয়া আছে habibur.com তে।

    24-Nov-2016 10:36 am

    24-Nov-2016 2:19 pm


    লড়াইয়ে নেতৃত্বের জন্য দাঁড়ি নয়, বাহু দেখতে হয়।

    ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ: কে প্রশ্ন করা হয়েছিল- আমরা কাকে সিপাহসালার বানাবো? শক্তিশালী ফাসেককে, নাকি দুর্বল পরহেযগারকে?

    জবাবে তিনি বলেন-শক্তিশালী ফাসেকের 'শক্তি' উম্মাহর জন্য কল্যান বয়ে আনবে, আর তার 'ফিসক' কেবল তার নিজের ওপর বর্তাবে। পক্ষান্তরে, দুর্বল পরহেযগারের পরহেযগারী তার নিজের জন্য ভালো হলেও তার দুর্বলতার ক্ষতি উম্মাহকেই বহর করতে হবে।
    ...
    সুরা মায়েদার ৮২নং আয়াতটি পড়ে দেখুন, স্ট্র্যাটিজিক্যাল লড়াইয়ে মন্দের ভালো তালাশের কী সুন্দর শিক্ষা দিয়েছেন আল্লাহ তা'আলা! কাফের হওয়া সত্বেও খৃষ্টানদেরকে মুসলমানদের জন্য বন্ধুত্বের নিকটবর্তী বলা হয়েছে!! ইরশাদ হচ্ছে-'আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে।'

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    24-Nov-2016 2:19 pm

    24-Nov-2016 4:36 pm


    ভারতের রুপির দাম কমে ইতিহাসে সর্বনিম্ন ৬৮ রুপি/ডলারে দাড়িয়েছে আজকে।

    ভারতে আগুন লেগেছে। নেশনেলিস্টরা সব অস্বিকার করে এখনো নেশনেলিজমের গান গেয়ে যাচ্ছে। Positive (Y) আগুন আগেই নিভিয়ে ফেললে তো সমস্যা, ছড়ানোর সময় দিতে হবে।

    ভারতের বিরোধি দলগুলোও বুঝতে পারছে কি হচ্ছে। তারাও পার্লামেন্টে বিতর্ক এড়িয়ে সাইডে চেপে বসেছে তামাশা দেখতে। Positive (Y)

    সপ্তাহে ৬ দিন ধরে ভারতের হিন্দুত্ববাদী পত্রিকাগুলো ছাপায় নোট বাতিলের কারনে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। প্রতি বৃহস্পতিবার এসে রিয়েলিটির ধাক্কা খেয়ে খবর ছাপায় ইকনমি কিভাবে ধ্বসে পড়ছে। Positive (Y)

    মোদিজিও বুঝতে পারছেন কিছু একটা হচ্ছে। একটা এন্ড্রইড এপ ছেড়ে জনগনের ভোট নিয়েছেন "খুশি? নাকি বেজার?"। জনগনের ৯০% বলছে খুশি। Positive (Y) মোদির এপ শুধু শহরের মোদি ভক্তরাই ডাউনলোড করে।

    সামনের বছর ভারতের পতনের বছর হিসাবে মার্ক করলাম ক্যলেন্ডারে। যদি হয় তবে ইতিহাস সাক্ষি থাকবে কিভাবে এক "চা ওয়ালার" হাতে ভারতবর্ষের পতন হয়েছে, কারন ইকোনমিক্সের জ্ঞানের অভাব। এটাও Positive (Y)

      Comments:
    • মোদিজির পার্সোনেলিটির কাছে সবাই অসহায়। হুজুরের মতে অমত কার।

    24-Nov-2016 4:36 pm

    24-Nov-2016 6:44 pm


    ফেসবুকে যে ডায়ালগ লিখি এগুলো কাল্পনিক। তবে এর মাঝে ঘটনা, চিন্তা, যুক্তি, ধারনা যা আসে সেগুলো সত্য।

    টিপস/উপদেশ যা দেই, সেগুলো ভালো ধারনা করে দেই। আমি এই কাজ করি এ কারনে দেই না। এবং প্রায় ক্ষেত্রেই আমি এরকম করি না, কিন্তু করতে চাই।

    কোনো টেকনিক্যল বিষয়ে আলোচনা যদি করি তবে বিষয়টা নতুন জানলাম বা শিখছি এজন্য করি। শো অফ বা শিক্ষা দেবার ইচ্ছে থেকে না।

    ফেক্টটইড, বা কারেন্ট এফেয়ার্স নিয়ে যা বলি সেগুলো অধিকাংশ ক্ষেত্রে লিখি যেন ভুলে না যাই সে জন্য।

      Comments:
    • প্রথম জীবনে মোদিজী রেল লাইনে চা বিক্রি করতো। তাই তাকে ভারতে সবাই "চাই ওয়ালা" ডাকে।
    • Good idea.
    • Well yes, I do think such.

    24-Nov-2016 6:44 pm

    24-Nov-2016 10:01 pm



    নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিক ভাবে আল্লাহর পথে নিহত হওয়ার প্রার্থনা করে আল্লাহ তা'আলা তাকে শহীদের ছওয়াব দান করবেন।
    সুনান তিরমিজী - ১৬৬০/হাসান-সহীহ


    নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিক ভাবে শাহাদত প্রার্থনা করে তার বিছানায় মারা গেলেও আল্লাহ তা'আলা তাকে শহীদদের মর্যাদায় পৌছে দিবেন।
    সুনান তিরমিজী - ১৬৫৯/হাসান-গারীব


    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যে ব্যক্তির সামান্য চুলও সাদা হবে তার জন্য কিয়ামতের দিন বিশেষ প্রকারের নূর হবে।
    সুনান তিরমিজী - ১৬৪১/হাসান-সহীহ-গারীব

    24-Nov-2016 10:01 pm

    25-Nov-2016 2:35 pm


    উকিপিডিয়াতে ইসলামি বিষয়ে রেফারেন্স পড়ার সময় একটা সমস্যা হয় তা হলো বছর গুলো অধিকাংশ ক্ষেত্রে দেয়া থাকে ইংরেজি সাল দিয়ে। কিন্তু আমাদের বুঝার জন্য দরকার হয় হিজরি সাল।

    এর জন্য কুইক কনভার্শন ফরমুলা। মনে মনে কয়েক সেকেন্ডে করতে পারবেন, কোনো ক্যলকুলেটর লাগবে না।

    শতাব্দি:
    অধিকাংশ ক্ষেত্রে হিজরি শতাব্দি জানলেই হয়ে যায়। এবং এটা বের করা একেবারে সহজ।

    ইংরেজি শতাব্দি থেকে ৬০০ বাদ দিলে হিজরি শতাব্দি হবে। Done.

    যেমন,
    ১১০০ ইংরেজি হলো ৫০০ হিজরি। (১১-৬=৫)
    ৮০০ ইংরেজি হলো ২০০ হিজরি। (৮-৬=২)
    ২০০০ ইংরেজি হলো ১৪০০ হিজরি।

    বছর:
    এর পর যদি বছর টাও জানার দরকার হয় তবে, এপ্রক্সিমেট বছর বের করার জন্য ইংরেজি বছর থেকে ২০ বাদ দিতে হবে এবং প্রতি হিজরি শতাব্দির জন্য ৩ বছর করে যোগ করতে হবে।

    যেমন ১৫৮০ ইংরেজি:

    ৯০০ হিজরি [ শতাব্দি থেকে ৬০০ বাদ দেবার পরে ]
    ৮০ [ ইংরেজি বছর]
    ৮০ + ২৭ [ ৯ম হিজরি বলে ৯ x ৩ = ২৭ ]
    ৮০ + ২৭ - ২০ [ ২০ বাদ দিতে হবে বলে ]
    = ৮০ + ৭
    = ৯৮৭ হিজরি।
    এবং আসলেও ৯৮৭-৯৮৮ হিজরি।
    তবে এটা সর্বোচ্চ ২ বছর পর্যন্ত এপ্রক্সিমেট।

    এভাবে এই বছর ২০১৬ হিজরি কত সাল?
    ১৪০০ [ শতাব্দি থেকে ৬ বাদ দিয়ে ]
    ১৬ [ইংরেজি বছর]
    ১৬ + ৪২ [ প্রতি শতাব্দির জন্য ৩ বছর যোগ করে ]
    ১৬ + ৪২ - ২০ [ ২০ বিয়োগ করে ]
    = ১৪৩৮

    আসলেও ১৪৩৭-১৪৩৮ হিজরি।

      Comments:
    • backpack এর এখন কি অবস্থা? কারন এধরনের সার্ভিস তারা এত দিন দিচ্ছিলো।

    25-Nov-2016 2:35 pm

    25-Nov-2016 6:19 pm



    দেশের অর্থনৈতিক অবস্থা এখন খারাপ। ছেলেপেলেদের চাকরি হচ্ছে না শুধু তাদের যোগ্যতা কম বলে তা না, বরং দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বলে। অর্থনৈতিক অবস্থা ভালো হলে অযোগ্যরাও বসে থাকে না। খারাপ হলে যোগ্যরাও চাকরি পায় না।


    দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভালো থাকে তখন ধুমার্সে চারিদিকে বিয়ে হতে থাকে। ছেলেদের চাকরি হচ্ছে বলে।

    যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, যেমন বন্যা বা রাজনৈতিক কারনে, তখন বিয়ের সংখ্যা কমে যায়। এভাবে কয়েক বছর যাবার পর আবার বিয়ে আরম্ভ হয় কারন মেয়ে পক্ষও বুঝে যায় ভালো চাকরির পাত্র এখন আর পাওয়া যাবে না।


    ফেসবুকে বিয়ে নিয়ে অনেক পোষ্ট। সবার আফসোস মেয়ে কেন এরকম কোয়ালিটির ছেলে চায়? বা ছেলে কেন ঐ রকম কোয়ালিটির মেয়ে চায়?

    বেসিক কথা হলো, কে কি চায়, বা চাবে, বা কার কি চাওয়া উচিৎ সেটা তার একান্ত ব্যক্তিগত পছন্দের ব্যপারে। তার পছন্দ আর আমার পছন্দ এক হতে হবে কেন? আর আমি কেন তাকে বলে দেবো তার কি পছন্দ করা উচিৎ?

    "পাত্রী পক্ষ ___<এরকম> ছেলে চায়!" Well, আমি যদি সে রকম ছেলে না হয়ে থাকি তবে এই রিজেকশনটা গিলে খেয়ে, অন্য জায়গায় আমার অন্য পাত্রী দেখা উচিৎ যে এরকম চায় না। তার পছন্দ নিয়ে হা হুতাশা করা, বা "কোন অধিকারে সে এই রকম পছন্দ করে?" এই রকম প্রশ্ন তোলার মাঝে সার্থকতা দেখি না।

    দেশে পাত্রের অভাব নেই, বা পাত্রীরও অভাব নেই।
    তাই ওখানেই বিয়ে করতে হবে -- এটাও না।

    25-Nov-2016 6:19 pm

    25-Nov-2016 8:16 pm


    Barisal Bulls -> বরিশাইল্লা বলদ
    Chittagong Vikings -> চাটগাইয়া ডাকাইত
    Comilla Victorians -> ব্রিটিশ কুমিল্লাইয়া
    Dhaka Dynamites -> বোমাবাজ ঢাকাইয়া
    Khulna Titans -> খুলনাইয়া দানব
    Rangpur Riders -> রংপুইরা লুটেরা
    Rajshahi Kings -> রাজশাহি রাজ

    25-Nov-2016 8:16 pm

    26-Nov-2016 7:23 am


    চার বছর আগের ভাবনা। বেশি কিছু পরিবর্তিত হয়নি।

    26-Nov-2016 7:23 am

    26-Nov-2016 2:00 pm



    আমি ক্যস্ট্রোর পক্ষে ছিলাম না। তার বিপক্ষে ছিলাম। যেহেতু কমুনিজমের পক্ষে ছিলাম না। বরং ছিলাম পুজিবাদের পক্ষে।

    ইন্টারেস্টিংলি গত শতাব্দির সব বড় বড় নেতা, বুদ্ধিজীবি, ইন্টিলেকচুয়েলরা ছিলো কমুনিজমনের পক্ষে। যেমন আজকে জানলাম আইনস্টেইনও ছিলো সোসিয়ালিস্ট।

    এত এত পন্ডিত থাকতেও কমুনিজম ফেল করে স্পেকটেকুলার ভাবে।


    একটা থিউরি আছে কোনো ইভিল সম্রাজ্যকে আল্লাহ তায়ালা ৭০ বছরের বেশি সময় দেন না। সেই হিসাবে কমুনিজমের উত্থান আর পতনও হয়েছে ৭৩ বছরে। ১৯১৮ থেকে ১৯৯১।


    বর্তমানে ইভিল সম্রাজ্য পৃথিবীতে আর কারা কারা আছে? দুটোর নাম মনে পড়ে ইজরাইল আর ভারত।।

    26-Nov-2016 2:00 pm

    26-Nov-2016 6:38 pm



    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুরআনওয়ালা ব্যাক্তি (ইবাদতে) সচেষ্ট হয় এবং রাতে ও দিনে কুরআন তিলাওয়াত করতে থাকে তখন সে তা স্মরণ রাখতে পারে। আর তার জন্য যত্নবান না হলে তা ভুলে যায়।
    [ সহীহ মুসলিম - ১৭১৩ ]


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, মানুষের জন্য এরূপ বলা খুবই নিন্দনীয় যে, আমি অমুক অমুক সূরা ভুলে গিয়েছি, কিংবা আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি। বরং তাকে ভুলয়ে দেওয়া হয়েছে।
    [ সহীহ মুসলিম - ১৭১৬ ]


    যে ব্যাক্তি কুরআন তিলাওয়াত করে এবং তা তার জন্য কঠিন অনুভূত হয়, তার জন্য রয়েছে দ্বিগুন সাওয়াব।
    [ সহীহ মুসলিম - ১৭৩৬ ]

    26-Nov-2016 6:38 pm

    27-Nov-2016 4:37 pm


    Sliderule. ক্যলকুলেটর আসার আগে এটা দিয়ে সবাই scientific calculation, মানে গুন-ভাগ, বর্গ-বর্গমূল, লগ-এক্সপোনেনশিয়াল এগুলো হিসাব করতো।

    ১৯৭৫ পর্যন্ত স্লাইডরুল সবাই ব্যবহার করতো। মানুষ চাদে যাবার জন্য যত হিসাব নিকাশ করেছে, সেগুলো এই স্লাইড রুলে।

    http://www.antiquark.com/sliderule/sim/n909es/virtual-n909-es.html

    27-Nov-2016 4:37 pm

    27-Nov-2016 6:49 pm



    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয় সে যেন তাতে সাড়া দেয়। যদি সে রোজাদার হয় তাহলে সে (ওখানে গিয়ে) দুঃআ সালাত-রত থাকবে। আর যদি রোজাদার না হয় তাহলে সে আহার করবে।
    [ সহীহ মুসলিম - ৩৩৮৯ ]


    নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিকৃষ্টতম খাদ্য হল ওলীমার খাদ্য যেখানে আগমনকারীদের বাধা দেওয়া হয়। আর অনিচ্ছুকদের দাওয়াত দেওয়া হয়। যে ব্যক্তি দাওয়াতে সাড়া দেয় না সে আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাফরমানী করল।

    [ সহীহ মুসলিম - ৩৩৯৪ ]


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) এক নওয়াত ওযনের সোনার বিনিময়ে বিবাহ করেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ 'তুমি ওলীমা কর, যদি তা একটি বকরী দ্বারাও হয়।'
    [ সহীহ মুসলিম - ৩৩৬০ ]

    27-Nov-2016 6:49 pm

    27-Nov-2016 7:21 pm



    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয় সে যেন তাতে সাড়া দেয়। যদি সে রোজাদার হয় তাহলে সে (ওখানে গিয়ে) দুঃআ সালাত-রত থাকবে। আর যদি রোজাদার না হয় তাহলে সে আহার করবে।
    [ সহীহ মুসলিম - ৩৩৮৯ ]


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) এক নওয়াত ওযনের সোনার বিনিময়ে বিবাহ করেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ 'তুমি ওলীমা কর, যদি তা একটি বকরী দ্বারাও হয়।'
    [ সহীহ মুসলিম - ৩৩৬০ ]


    নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিকৃষ্টতম খাদ্য হল ওলীমার খাদ্য যেখানে আগমনকারীদের বাধা দেওয়া হয়। আর অনিচ্ছুকদের দাওয়াত দেওয়া হয়। যে ব্যক্তি দাওয়াতে সাড়া দেয় না সে আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাফরমানী করল।
    [ সহীহ মুসলিম - ৩৩৯৪ ]

      Comments:
    • এক্ষেত্রে ফতোয়া লাগবে। খুজলে তখন কি করতে হবে তার উপর ফতোয়া পেয়ে যাবেন নেটে।

    27-Nov-2016 7:21 pm

    27-Nov-2016 11:31 pm


    https://habibur.com/fatwa/ তে মুফতি মেরাজ তাহসিনের ফতোয়াগুলো ফেসবুক থেকে নিয়ে এড করা হচ্ছে। শুধু নভেম্বর মাসের গুলো এড করা হয়েছে। আগেরগুলো পর্যায়ক্রমে এড করা হবে ইনশাল্লাহ।

    ফতোয়াগুলো হানাফি মাজহাব অনুসারে দেয়া হচ্ছে।

    https://habibur.com/fatwa/

      Comments:
    • অরিজিনাল পেইজ
      https://www.facebook.com/profile.php?id=100006155237973&fref=ts
    • স্কেন করতে পারলে খুবই ভালো। কিন্তু আরবীগুলো আসবে না।
    • কপি করার পারমিশন তাদের থেকে নিতে হবে আগে।
    • এপ্রোচ করেন। রাজি থাকলে স্ক্রেপার লিখে সবগুলো টেনে নেয়া যাবে।

    27-Nov-2016 11:31 pm

    28-Nov-2016 11:24 am

    28-Nov-2016 3:39 pm


    আমাদের বাসার কেয়ার টেকার এর সাথে এই ঘটনার সম্পর্ক আছে। তাকে পুলিশ ধরে নিয়েছে। সে এখন থানা-কোর্টে।

    http://www.banglanews24.com/national/news/536548/রাজধানীতে-কলেজছাত্রীর-আত্মহ্ত্যা

      Comments:
    • +6

    28-Nov-2016 3:39 pm

    28-Nov-2016 8:26 pm


    তকদীর:

    নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত,

    শুক্র জরায়ুতে চল্লিশ রাত অবস্থান করে। এরপর একজন ফিরিশতা তাকে আকৃতি দান করেন। রাবী যুহায়র (রহঃ) বলেন, আমার ধারণা মতে তিনি বলেছেন, (যিনি আল্লাহর হুকুমে) তাকে সৃষ্টি করেন। তখন তিনি বলতে থাকেন, হে আমার প্রতিপালক! সে কি পুরুষ না স্ত্রীলোক? এরপর আল্লাহ তাকে পূরুষ কিংবা স্ত্রীলোক বানিয়ে দেন। এরপর তিনি (ফিরিশতা) বলতে থাকেন, হে আমার প্রতিপালক! সে কি পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ্য? তখন আল্লাহ তাকে পূর্ণাঙ্গ কিংবা অপূর্ণ করে দেন। এরপর তিনি জিজ্ঞাসা করেন, হে আমার প্রতিপালক! তার জীবিকা, তার বয়স, তার চরিত্র কি হবে? এরপর আল্লাহ তাকে দুর্ভাগা কিংবা ভাগ্যবান বানিয়ে দেন।
    মুসলিম - ৬৪৮৭


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদীস শুনিয়েছেন...

    সেই সত্তার কসম যিনি ব্যতীত কোন ইলাহ নেই! নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে কেউ কেউ জান্নাতীদের মত আমল করতে থাকে। অবশেষে তার ও জান্নাতের মাঝখানে মাত্র একহাত ব্যবধান থাকে। এরপর তাকদীরের লিখন তার উপর জয়ী হয়ে যায়। ফলে সে জাহান্নামীদের ন্যায় কাজ-কর্ম শুরু করে। এরপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আর তোমাদের মধ্যে কোন কোন ব্যক্তি জাহান্নামের কাজ-কর্ম করতে থাকে। অবশেষে তার ও জাহান্নামের মাঝখানে একহাত মাত্র ব্যবধান থাকে। এরপর ভাগ্যলিপি তার উপর জয়ী হয়। ফলে সে জান্নাতীদের ন্যায় আমল করে। অবশেষে জান্নাতে দাখিল হয়।
    মুসলিম - ৬৪৮২


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,

    তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই, যার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতে ও জাহান্নামে নির্ধারণ করেননি এবং সে (দুর্ভাগা) বদকার হবে না ভাগ্যবান (পূণ্যবান) হবে, তাও লিপিবদ্ধ করেননি এমন কেউ নেই।

    বর্ণনাকারী বলেন, তখন জনৈক ব্যক্তি আরয করল, ইয়া রাসুলাল্লাহ !আমরা কি আমাদের অদৃষ্ট লিপির উপর অবস্থান করে আমল ছেড়ে দেব না? তখন তিনি বললেনঃ যে ব্যক্তি নেককারদের অন্তর্ভুক্ত সে নেক্বকারদের আমলের দিকে পরিচালিত হবে। আর যে ব্যক্তি বদকারদের অন্তর্ভুক্ত সে বদকারদের আমলের দিকে পরিচালিত হবে। এরপর বললেনঃ তোমরা আমল করে যাও। প্রত্যেকের পথ সুগম করে দেওয়া হয়েছে। নেক আমলকারীদের জন্য নেক আমল করা সহজ করে দেওয়া হবে। আর বদকারদের জন্য বদকারের আমল সহজ করে দেওয়া হবে।

    এরপর তিনি তিলাওয়াত করলেনঃ

    فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى * وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى * وَكَذَّبَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى
    মুসলিম - ৬৪৯০

      Comments:
    • //সত্যিকারের টাকা আসলে সার্ভার সাইডেই আছে// <-- আমি মনে করতাম ক্লায়েন্ট সাইডে বেতন বেশি। হয়তো নদীর এপার কহে অবস্থা, সার্ভার সাইডে কাজ করি বলে।

    28-Nov-2016 8:26 pm

    29-Nov-2016 12:23 pm


    তুষারপাতে সৌদি আরবের মরূভুমি এই বছরও সাদা হয়ে গিয়েছে। এবং গত বছরের থেকে অনেক বেশি।

    29-Nov-2016 12:23 pm

    29-Nov-2016 5:01 pm


    মৃতু কামনা ও দুনিয়াতে কষ্ট কামনার ব্যপারে:


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং তা আসার পূর্বে যেন তার জন্য দু'আ না করে। কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। আর মুমিন ব্যক্তির বয়স দীর্ঘায়িত হলে এতে তার কল্যাণই বৃদ্ধি পেতে থাকে।
    [ সহীহ মুসলিম - ৬৫৭৫ ]


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে তার অসুস্থ অবস্থায় দেখার জন্য গেলেন। সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি কি কোন দুআ করছিলে কিংবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু কামনা করছিলে? সে বললঃ হ্যাঁ। আমি বলছিলাম, হে আল্লাহ! আপনি আখিরাতে আমাকে যে শাস্তি দিবেন তা এই দুনিয়াতেই ত্বরান্বিত করে দিন।

    তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সুবহানাল্লাহ! তোমার এমন শক্তি নেই যে, তা বহন করবে? অথবা (বললেন) তুমি তা বরদাশত করতে পারবে না। তুমি এরূপ বললে না কেন?

    اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

    হে আল্লাহ! আমাদের কল্যাণ দিন দুনিয়াতে এবং কল্যাণ দান করুন আখিরাতে। আর জাহান্নাম থেকে আমাদের নাজাত দিন।

    তিনি (রাবী) বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দুআ করেন। আর আল্লাহ তাকে নিরাময় দান করেন।
    [ সহীহ মুসলিম - ৬৫৯১ ]


    কাতাদা আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, কোন দু'আ দ্বারা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দু'আ করতেন? তিনি বললেন, তিনি যে দু'আ দ্বারা অধিক দুআ করতেন তা এই যে, তিনি বলতেনঃ

    اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

    "হে আল্লাহ! আমাদের দান করুন দুনিয়ায় কল্যাণ এবং পরকালে কল্যাণ। আর আমাদের রক্ষা কর জাহান্নামের আযাব থেকে।"

    রাবী বলেন, আনাস (রাঃ) যখন কোন দু'আ করার ইচ্ছা করতেন তিনি এই দুআ (পাঠ) করতেন। যখন তিনি কোন কিছুর ব্যাপারে দুআ করার ইচ্ছা করতেন তখনও এই দুআ পড়তেন।
    [ সহীহ মুসলিম - ৬৫৯৬ ]

    _________
    আরবী দোয়াগুলো আমাদের ছোটকালে শেখানো,

    "রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতও ওয়া ফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আদাবান নার"

    সেই দোয়াটাই। এই দোয়াটা কোরআন শরিফে আছে।

    29-Nov-2016 5:01 pm

    29-Nov-2016 10:24 pm


    Forbes article covering EmDrive. If things hold out to the next level, it might be the future of traveling.

    But there is still a good chance that it's snake oil, like cold fusion or perpetual motion machines.

    Even though, an EmDrive works more or less like a perpetual motion machine.

    Anyway, a new future might be here.

    http://www.forbes.com/sites/briankoberlein/2016/11/28/nasas-emdrive-and-the-quantum-theory-of-pilot-waves/#5eb3d67b1721

    29-Nov-2016 10:24 pm

    30-Nov-2016 8:18 pm


    খুনের বদলা:

    আলকামা ইবনু ওয়াইল (রহঃ) থেকে বর্ণিত যে, তার পিতা তাঁকে বর্ণনা করেছেন:

    আমি একদা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে চামড়ার রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে আগমন করলো এবং বললো,

    "হে আল্লাহর রাসুল! এই ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে।"

    তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

    "তুমি কি তাকে হত্যা করেছ?"

    অভিযোগকারী বলল, "যদি সে তা স্বীকার না করে, তবে আমি তার বিপক্ষে সাক্ষী দাঁড় করাব।"

    অভিযুক্ত জবাব দিলো,
    "হাঁ আমি তাকে হত্যা করেছি।"

    "তুমি তাকে কিভাবে হত্যা করেছ?"

    "আমি এবং সে বৃক্ষের পত্র সংগ্রহ করছিলাম। এমন সময় সে আমাকে গালি দিল। এতে আমার রাগ চড়ে গেল। তখন আমি কুঠার দ্বারা তার মাথায় আঘাত করলাম। এভাবে আমি তাকে হত্যা করেছি।"

    "তোমার কি এমন কোন সস্পদ আছে যদ্বারা 'দিয়্যাত' বা রক্তপণ আদায় করতে পারবে?"

    "আমার কাছে একটি কম্বল ও কুঠার ব্যতীত আর কিছুই নেই।"

    "তোমার সম্প্রদায়ের লোকেরা কি তোমাকে ক্রয় করবে মুক্ত করিয়ে নেবে?"

    "আমার সম্প্রদায়ের কাছে আমার এতখানি মর্যাদা নেই।"

    তখন রাসুলুল্লাহ ﷺ তার বন্ধনের দড়ি নিহত ব্যক্তির ওয়ারিসের দিকে নিক্ষেপ করে দিলেন এবং বললেন

    "তোমার বিবাদীর ব্যাপারে তুমিই বুঝে নাও।"

    সে তাকে নিয়ে চলল।

    যখন সে পিছনের দিকে ফিরল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

    "যদি সে তাকে হত্যা করে- তবে সেও তার সমকক্ষ হয়ে গেল।"

    এ কথা শুনে সে ফিরে এল এবং বলল,

    "হে আল্লাহর রাসুল! আমি শুনলাম, আপনি বলেছেনঃ 'যদি সে তাকে হত্যা করে তবে সে তার সমকক্ষ হয়ে যাবে।' আমি তো তাকে আপনার নির্দেশেই ধরেছি!"

    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
    "তুমি কি চাওনা যে, সে তোমার এবং তোমার ভাইয়ের পাপের বোঝা গ্রহন করুক।"

    "জী-হাঁ, অবশ্যই।"

    "তা এমনই।"

    এরপর সে বন্ধনের দড়ি ছুড়ে তাকে মুক্ত করে দিল।

    সহীহ মুসলিম - ৪২৪০

      Comments:
    • এদের কামের অভাব হবে না ইনশাল্লাহ। এয়ারক্রাফ্টের চাকরির অভাব নেই।
      বরং ইঞ্জিনিয়ারিং কোরের ৫ জন চলে গেলে, বিমানে কাজ করার লোক থাকবে না।

      এদেরকে আবার চাকরিতে না ঢুকালে বিমানর চালাতে পারবে না। আইওয়াশ।

    30-Nov-2016 8:18 pm