Post# 1479305500

16-Nov-2016 8:11 pm


ইবাদত:
মাঝ রাতে যখনই ঘুম ভাঙ্গে, তখন উঠে ঘড়ির দিকে না তাকিয়ে ওজু করে ১২ রাকাত নামাজ পড়ে নেয়া। প্রথম রাকাতে সুরা কাফিরুন আর দ্বিতীয় রাকাত সুরা ইখলাস দিয়ে সংক্ষেপে।

যে সুরা বাকারা দিয়ে সারা রাত নামাজ পড়ে তার মত সে হতে পারবে না। কিন্তু তার থেকে খুব বেশি পিছিয়েও থাকবে না ইনশাল্লাহ, কারন সুরা ইখলাছ পড়লে কোরআন শরিফের তিন ভাগের এক ভাগ পড়ার সোয়াব। সুরা কাফিরুন চার ভাগের একভাগ।

    Comments:
  • ঘড়ির দিকে না তাকিয়ে কারন, মনে হবে রাত আরো আছে আরেকটু ঘুমিয়ে নেই।
  • আমার টিপস হলো এর পরও না দেখা।
  • আমি এই ভাবে নামাজ পড়ি না। যদি আপনি মনে করে থাকেন।

16-Nov-2016 8:11 pm

Published
16-Nov-2016