ফেসবুকে যে ডায়ালগ লিখি এগুলো কাল্পনিক। তবে এর মাঝে ঘটনা, চিন্তা, যুক্তি, ধারনা যা আসে সেগুলো সত্য।
টিপস/উপদেশ যা দেই, সেগুলো ভালো ধারনা করে দেই। আমি এই কাজ করি এ কারনে দেই না। এবং প্রায় ক্ষেত্রেই আমি এরকম করি না, কিন্তু করতে চাই।
কোনো টেকনিক্যল বিষয়ে আলোচনা যদি করি তবে বিষয়টা নতুন জানলাম বা শিখছি এজন্য করি। শো অফ বা শিক্ষা দেবার ইচ্ছে থেকে না।
ফেক্টটইড, বা কারেন্ট এফেয়ার্স নিয়ে যা বলি সেগুলো অধিকাংশ ক্ষেত্রে লিখি যেন ভুলে না যাই সে জন্য।
- Comments:
- প্রথম জীবনে মোদিজী রেল লাইনে চা বিক্রি করতো। তাই তাকে ভারতে সবাই "চাই ওয়ালা" ডাকে।
- Good idea.
- Well yes, I do think such.