ঐক্য:
১
"আমরা ১০ টা দলে বিভক্ত। আমাদের মাঝে এত দল কেন? আমরা সবাই কি একটা দলে ঐক্যবদ্ধ হতে পারি না?
এক কাজ করি। সবগুলো দলকে নিয়ে একটা জোট করি। সবাই ঐক্যবদ্ধ হবে।"
দুই বছর পর, ১১ তম দল হলো আমার করা সেই "ঐক্যজোট"।
২
ঐক্যের নিয়ম নতুন দল তৈরি করা না। বরং নিজের দলকে বিসর্জন দিয়ে মূল দলের বা বৃহত্তম দলের নেতৃত্বকে মেনে নেয়া। যেটা হাসান রা: করেছিলেন। যেটার প্রশংসা রাসুলুল্লাহ ﷺ করে গিয়েছিলেন, "আমার এই নাতির হাতে আল্লাহ তায়ালা মুসলিমদের বিশাল দুটো দলকে ঐক্যবদ্ধ করবেন।"
৩
এর পরও মূল দলের বা বৃহত্তম দলের নেতৃত্ব যদি এত খারাপ হয়, যে তার নিচে কোনো অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না?
সে ক্ষেত্রে সব দল ছেড়ে একা ঘরে বসে থাকতে হবে।।