Post# 1477988781

1-Nov-2016 2:26 pm



কোনো নির্দিষ্ট আলেমের ১০০% পিউর মুতাকাল্লিদ হলে সমস্যা। পথ ভ্রষ্ট হবার চান্স আছে। এবং পথ ভ্রষ্ট করবে তারা যাদের আমি অন্ধ অনুসরন করছি। এবং আমি যখন এই অন্ধত্ব থেকে বেরিয়ে এসে ব্যপারটা বুঝবো তখন দেখবো অনেক দেরি হয়ে গিয়েছে।

আবার যদি ধারনা করি "অধিকাংশ যে পথে চলে সেটা হলো ভুল পথ। কারন কোরআন শরিফে বলা হয়েছে অধিকাংশ মানুষ বিপথগামী, সে জন্য আমি কোরআন হাদিস থেকে নিজে সরাসরি ফতোয়া বাহির করে ঐটার উপর চলবো", এই আইডোলজির উপর চললেও পথ ফসকানোর সম্ভাবনা আছে।

  • তাহলে কি করবো?

    - আমি আপনাকে বলতে পারি কোন পথ সবচেয়ে সঠিক। কিন্তু এটা বললে ব্যপারটা দাড়াবে আমি আপনাকে অন্য কারো অন্ধ মুকাল্লিদ হতে নিষেধ করে বরং আমার মুকাল্লি হতে বলছি। এটা স্ববিরোধিতা।

    - তাহলে?

    - আর যদি বলি "কোরআন হাদিস থেকে নিজে দেখে নেন" এবং এর পর আপনি নিজের বুঝ মত একটা মত নিয়ে আসেন, তখন আমিই আপনাকে বলবো "কোআরন শরিফের মন গড়া তফসির করা হারাম" আপনি পথভ্রষ্ট।

    1-Nov-2016 2:26 pm

  • Published
    1-Nov-2016