Post# 1479621523

20-Nov-2016 11:58 am


This picture is from Congo, and not Burma:

এই ছবিটা বার্মার মুসলিম নিধনের ছবি হিসাবে প্রচার করা হচ্ছে। কিন্তু এটা বার্মার ছবি না।

ছয় বছর আগে কংগোতে একটা পেট্রোল ট্যংকার এক্সিডেন্ট করে। গ্রামের সবাই ছুটে আসে এক্সিডেন্ট করা ট্যংকারের ভেসে যাওয়া তেল তুলে নেবার জন্য। এই অবস্থায় তেলে আগুল জ্বলে যায়। ২৫০ জন পুড়ে মারা যায়, এর ছবি।

গত ছয় বছর ধরে এই ছবিটা যখই যেই দেশে রায়ট লাগে সেই দেশের জন্য "দেখেন এই দেশে কি অবস্থা" টাইটেল দিয়ে ঐ দেশের জন্য প্রচার করা হয়। যেমন এর আগে "দেখেন নাইজেরিয়ায় খৃষ্টানদের কিভাবে পুড়িয়ে মারছে মুসলমানেরা" দিয়ে প্রচার করা হয়েছিলো।

এখন করা হচ্ছে বার্মার নামে।

তার অর্থ এই না যে বার্মায় অত্যাচার হচ্ছে না। কিন্তু দুনিয়ার সব ভিডিও বার্মার নামে প্রচার করলে ব্যপারটা গুলিয়ে যাবে।

ছবির নিচের অর্ধেক সাদা আমি করে দিয়েছি।

অরিজিনাল রিপোর্ট, ফরাসি ভাষায়।
http://www.afrik.com/article20308.html

নাইজেরিয়ার নামে প্রচারের রিপোর্ট
http://www.loonwatch.com/2011/10/fake-nigerian-christians-burnt-alive-photo-resurfaces-on-facebook/

এখন বার্মার নামে প্রচার, "কেউ আমিন না লিখে যাবেন না" পার্টির পক্ষ থেকে
https://www.facebook.com/photo.php?fbid=1821362824745509

20-Nov-2016 11:58 am

Published
20-Nov-2016