১
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিক ভাবে আল্লাহর পথে নিহত হওয়ার প্রার্থনা করে আল্লাহ তা'আলা তাকে শহীদের ছওয়াব দান করবেন।
সুনান তিরমিজী - ১৬৬০/হাসান-সহীহ
২
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিক ভাবে শাহাদত প্রার্থনা করে তার বিছানায় মারা গেলেও আল্লাহ তা'আলা তাকে শহীদদের মর্যাদায় পৌছে দিবেন।
সুনান তিরমিজী - ১৬৫৯/হাসান-গারীব
৩
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যে ব্যক্তির সামান্য চুলও সাদা হবে তার জন্য কিয়ামতের দিন বিশেষ প্রকারের নূর হবে।
সুনান তিরমিজী - ১৬৪১/হাসান-সহীহ-গারীব