Post# 1479830365

22-Nov-2016 9:59 pm



প্রথমে গালি দেয়া ব্যক্তির উপর দোষ পড়বে, যদি না দ্বিতীয় ব্যক্তি বাড়াবাড়ি করে:

কুতায়বা (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পরস্পর গালিগালাজকারী ব্যক্তিদ্বয় একে অন্যকে যা বলে এর অপরাধ যে শুরু করে তার উপর বর্তায় যতক্ষণ না মজলুম ব্যক্তি (যাকে প্রথমে গালি দেওয়া হয়েছে) সীমালঙ্ঘন করে।
[ সুনান তিরমিজী - ১৯৮৭ ]/হাদীসটি হাসান-সহীহ


ভালো কথা বলা, দান করা ও নামাজ পড়া প্রসংগে:

আলী ইবন হুজর (রহঃ) আলী রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর পরিদৃষ্ট হবে। তখন জনৈক বেদুঈন উঠে দাঁড়ালেন, বললেনঃ ইয়া রাসূলুল্লাহ এটি কার হবে? তিনি বললেন, এটি হবে তার যে ভাল কথা বলে, অন্যকে আহার করায়, সর্বদা রোযা রাখে এবং যখন রাতে সব মানুষ ঘুমিয়ে থাকে তখন সে উঠে সালাত (নামায/নামাজ)(তাহাজ্জুদ) আদায় করে।
[ সুনান তিরমিজী - ১৯৯০ ]/হাদীসটি গারীব


কৌতুক করেও মিথ্যা না বলা প্রসংগে:

আব্বাস ইবন মুহাম্মদ দুওয়ারী (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত তিনি বলেনঃ লোকেরা বললঃ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের সাথে কৌতুকও করেন, তিনি বললেনঃ আমি সত্য ব্যতীত কিছু বলিনা।
[ সুনান তিরমিজী - ১৯৯৬ ]/হাদীসটি হাসান সহীহ।

    Comments:
  • At Cox bazar

22-Nov-2016 9:59 pm

Published
22-Nov-2016