Post# 1479221394

15-Nov-2016 8:49 pm



কয়েকদিন আগের নিউজিল্যন্ডের আকাশ ভুমিকমপের সময় মাঝ রাতে নীল আলো দিয়ে আলোকিত হয়ে গিয়েছিলো। এর ভিডিও ইউটুবে এবং নিউজ মিডিয়াতে আসছে।

ভুমিকম্পের আগে আকাশ লাল বা অন্য রংগের হয়ে যাবার উদাহরন যুগ যুগ ধরে আছে। বিজ্ঞানে এটা শেখানো হয় না কারন এর কোনো বৈজ্ঞানিক ব্যখ্যা নেই।


বাংলাদেশে ৯১ সালের সাইক্লোনের সময়ও ঐ এলাকার তাল গাছের মাথাগুলো আগুনে পুড়ে গিয়েছিলো বলে খবর এসেছিলো। সেই বছর দেড় লক্ষ লোক মারা গিয়েছিলো এই দেশে।


বদরের যুদ্ধের পর বন্ধীদের নিয়ে কি করা হবে এই ঘটনার বর্ননায় আছে আল্লাহ তায়ালার আযাব গাছের মাথা পর্যন্ত চলে এসেছিলো। কিছু বর্ননায় মদিনার গাছের মাথা পুড়ে যাবার কথাও আছে।

তাই আমার ব্যখ্যা এগুলোও আল্লাহ তায়ালার পক্ষ থেকে আযাবের নিদর্শন। এ কারনে এর কোনো বৈজ্ঞানিক ব্যখ্যা নেই।

    Comments:
  • বদরের ঘটনার রেফারেন্স খুজে নিতে হবে। আমি লিখি আগে পড়া এবং সৃতি থেকে।
  • যুদ্ধ পরবর্তি ঘটনা। এখন না জানা থাকলেও পড়তে থাকলে পরবর্তিতে জানতে পারবেন ইনশাল্লাহ।
  • ভুমিকম্প মাঝ রাতে হয়েছিলো।
  • http://www.abc.net.au/news/2016-11-14/new-zealand-earthquake-sky-flashes-green-and-blue/8022476

15-Nov-2016 8:49 pm

Published
15-Nov-2016