ভারতের রুপির দাম কমে ইতিহাসে সর্বনিম্ন ৬৮ রুপি/ডলারে দাড়িয়েছে আজকে।
ভারতে আগুন লেগেছে। নেশনেলিস্টরা সব অস্বিকার করে এখনো নেশনেলিজমের গান গেয়ে যাচ্ছে। Positive (Y) আগুন আগেই নিভিয়ে ফেললে তো সমস্যা, ছড়ানোর সময় দিতে হবে।
ভারতের বিরোধি দলগুলোও বুঝতে পারছে কি হচ্ছে। তারাও পার্লামেন্টে বিতর্ক এড়িয়ে সাইডে চেপে বসেছে তামাশা দেখতে। Positive (Y)
সপ্তাহে ৬ দিন ধরে ভারতের হিন্দুত্ববাদী পত্রিকাগুলো ছাপায় নোট বাতিলের কারনে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। প্রতি বৃহস্পতিবার এসে রিয়েলিটির ধাক্কা খেয়ে খবর ছাপায় ইকনমি কিভাবে ধ্বসে পড়ছে। Positive (Y)
মোদিজিও বুঝতে পারছেন কিছু একটা হচ্ছে। একটা এন্ড্রইড এপ ছেড়ে জনগনের ভোট নিয়েছেন "খুশি? নাকি বেজার?"। জনগনের ৯০% বলছে খুশি। Positive (Y) মোদির এপ শুধু শহরের মোদি ভক্তরাই ডাউনলোড করে।
সামনের বছর ভারতের পতনের বছর হিসাবে মার্ক করলাম ক্যলেন্ডারে। যদি হয় তবে ইতিহাস সাক্ষি থাকবে কিভাবে এক "চা ওয়ালার" হাতে ভারতবর্ষের পতন হয়েছে, কারন ইকোনমিক্সের জ্ঞানের অভাব। এটাও Positive (Y)
- Comments:
- মোদিজির পার্সোনেলিটির কাছে সবাই অসহায়। হুজুরের মতে অমত কার।