Post# 1478250047

4-Nov-2016 3:00 pm


সামনের সোমবার পূর্ন চন্দ্র গ্রহন। বাংলাদেশ থেকে দেখা যাবে ইনশাল্লাহ।

রাত ৮:৩০ এর ১৫ মিনিট আগে আরম্ভ হয়ে, ১৫ মিনিট পরে শেষ।

আরো বিশেষত্ব: এবার এটা Supermoon এর সময়ে। মানে এ দিন চাদ তার elliptical orbit এর perigee তে থাকবে। পৃথিবীর সবচেয়ে কাছে। ইন্টারমিডিয়েটে math পড়ে থাকলে বুঝবেন।

কিন্তু super moon ও কমবেশি হয়। যে মুহুর্তে চাদ perigee তে আসে ঐ মুহুর্তের যত কাছে পূর্নিমা হবে তত বড় সুপার মুন। এবারেরটা ১৯৪৮ সালের পর সবচেয়ে বড়। পেরিজির ২ ঘন্টার মাধ্যে পূর্নিমা।

এবং পূর্ন গ্রহনের আগে পরে একঘন্টা ধরে bloodmoon চলবে। Bloodmoon মানে পৃথিবীর "উপ-ছায়া" যখন চাদের উপর পড়ে তখন চাদ লাল হয়ে যায়। এটাকে বলে Bloodmoon.

১৯৪৮ সালের পর সর্ববৃহৎ? হুম। বছরটা চেনা চেনা লাগছে? হ্যা কারন ঐ বছর ইসলাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিলো। তাদের স্বাধিনতা দিবস।

ইজরাইল প্রতিষ্ঠার পর সবচেয়ে বৃহৎ সুপারমুন সামনের সোমবার।
টুইস্ট -- সংগে পূর্ন গ্রহন।

    Comments:
  • ভাইয়েরা ইঙ্গিত কই দিলাম? শুধু science ব্যখ্যা করলাম। আর history :-P
  • মেজিশিয়ান না। বরং আমি তকিয়ে আছি সামনের ৮ তারিখে আমেরিকার নির্বাচনে কি হয় সে দিকে। এর পর মেজিক, যেই জিতুক :-P

4-Nov-2016 3:00 pm

Published
4-Nov-2016