Post# 1479975546

24-Nov-2016 2:19 pm


লড়াইয়ে নেতৃত্বের জন্য দাঁড়ি নয়, বাহু দেখতে হয়।

ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ: কে প্রশ্ন করা হয়েছিল- আমরা কাকে সিপাহসালার বানাবো? শক্তিশালী ফাসেককে, নাকি দুর্বল পরহেযগারকে?

জবাবে তিনি বলেন-শক্তিশালী ফাসেকের 'শক্তি' উম্মাহর জন্য কল্যান বয়ে আনবে, আর তার 'ফিসক' কেবল তার নিজের ওপর বর্তাবে। পক্ষান্তরে, দুর্বল পরহেযগারের পরহেযগারী তার নিজের জন্য ভালো হলেও তার দুর্বলতার ক্ষতি উম্মাহকেই বহর করতে হবে।
...
সুরা মায়েদার ৮২নং আয়াতটি পড়ে দেখুন, স্ট্র্যাটিজিক্যাল লড়াইয়ে মন্দের ভালো তালাশের কী সুন্দর শিক্ষা দিয়েছেন আল্লাহ তা'আলা! কাফের হওয়া সত্বেও খৃষ্টানদেরকে মুসলমানদের জন্য বন্ধুত্বের নিকটবর্তী বলা হয়েছে!! ইরশাদ হচ্ছে-'আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে।'

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

24-Nov-2016 2:19 pm

Published
24-Nov-2016