Post# 1478760365

10-Nov-2016 12:46 pm


Forex:

"Forex করে বড়লোক হয়ে যান। ৬ মাস প্রেকটিশ করে এর পর সত্যিকার ডলার দিয়ে আরম্ভ করেন।" Forex মানে foreign currency exchange. ডলার কিনে পাউন্ড সেল করা এইরকম।

ফেসবুক-ওয়েব এরকম এড দিয়ে ভরা। আর পাবলিক এই প্রতারনায় পড়ে টাকা খুয়াচ্ছে।


Forex হলো একটা zero-sum game. অর্থাৎ একজন যতটাকা জিতবে অন্যজন ঠিক তত টাকা লস করবে। দুজনেরটা যোগ করলে সব সময় zero. এই ধরনের মার্কেটে কেউ শেষ পর্যন্ত প্রফিট করে না। সমান সমান থাকে।

কিন্তু Forex এর প্রতারনা হলো নিজেদের কমিশন আর চার্জ কেটে রাখা। এতে zero-sum game হয়ে যায় negative-sum game. যারা খেলছে তারা সবাই লস দিতে থাকবে।

কিন্তু এর ব্যবস্থাপকরা নিরাপদ থাকে। তারা বলে আপনার ভুল ট্রেনজেকশনের কারনে আপনি লস দিয়েছেন।

"কিন্তু অমুক তমুক ফরেক্স করে এখন কোটিপতি।"

তারা ফরেক্স করে কোটিপতি না। বরং ফরেক্সের বোর্ড বসিয়ে কোটিপতি। জুয়া খেলোয়াররা কখনো টাকা বানায় না। জুয়ার বোর্ড যে বসায় সে সবসময় টাকা বানায়।

যারা দাবি করছে সে ফরেক্স করে কোটিপতি, খবর নিয়ে দেখেন তারা প্রত্যেকে ফরেক্সের উপর ট্রেইনিং দিয়ে, বা আপনাকে দিয়ে ফরেক্সে খেলিয়ে এর ফি দিয়ে প্রফিট করছে। এটাই শুধু প্রফিট। তারা জানে।

অর্থাৎ: আপনি নিজের টাকা দিয়ে zero-sum game খেলছেন, তারা আপনার কাছ থেকে ফি নিয়ে প্রফিট করছে।

10-Nov-2016 12:46 pm

Published
10-Nov-2016