আজকের খবর:
ইরাক: ইরাকি ফোর্স মসুলে প্রবেশ করেছে, আমেরিকার সহায়তায়। মিডিয়াতে খবর আসছে বাগদাদী নিজেও মসুলে। উনি মারা গেলে নতুন ফেইজ।
আমেরিকা: হিলারি-ট্রাম্প এখন প্রায় সমানে সমান। তবে এই মুহুর্তে পার্সেন্ট পয়েন্ট বড় ফেক্টর না। বরং ট্রাম্প যদি নর্থ ক্যরোলিনাতে জিতে তবে প্রেসিডেন্ট হতে পারবে।
রাশিয়া: মসুলের পরে আমেরিকার যুদ্ধ রাকার দিকে আর গড়াবে না বলে এনালিস্টদের ধারনা। আমেরিকা সন্য বাল্টিক দেশগুলোতে সরিয়ে নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। এদিকে রাশিয়া ইউনিলেটারেলি আমেরিকার সাথে প্লুটোনিয়াম চুক্তি থেকে সরে আসছে। অর্থাৎ এখন ধুমারসে এটম বোমা তৈরি করবে।
- Comments:
- যে লাইনটার জন্য কনফিউশন হচ্ছিলো সেটা রি-এডিট করে দিয়েছি।