Post# 1478888008

12-Nov-2016 12:13 am


(collected)

"আমার ইমিডিয়েট বস টেরির সাথে ভোটের পরের দিন সকালে মিটিং ছিল। টেরি সাদা, শিক্ষিত বয়স্ক পুরুষ। মিটিং শেষে টেরি আমাকে জিজ্ঞাসা করলো, "তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে চাই, ইচ্ছা না হলে জবাব দিও না।" আমি বললাম, "করো"। টেরি জিজ্ঞাসা করলো, "সারা বিশ্ব আমাদের নির্বাচনের ফলাফল কে কি মনে করছে?" মন খুলেই আমি যা মনে করি বললাম। তবে পাল্টা তাকে আমি জিজ্ঞাসা করলাম, "তুমি কেন ট্রাম্প কে ভোট দিয়েছ?"

তার জবাবে সে যা বলল তাই সিংহ ভাগ রিপাবলিকান পুরুষদের মনের কথা। সে অত্যন্ত বিরক্ত যে সে বড় অংকের ট্যাক্স দেয়, অথচ সরকার থেকে কোন বেনিফিট পায় না, যারা পায় তারা সেই নিম্ন আয়ের, বিভিন্ন ধরনের স্পেশাল গ্রুপ। সে ১০০ টাকা আয় করলে ৪০ টাকা ট্যাক্স দেয়। দোকানে যেয়ে জিনিষ কিনে নিজের পয়সায় অথচ পয়সা দিতে গেলে দেখে তিন বাচ্চার হাত ধরে দোকানে আসা গরীব কালো মেয়েটি ব্যাগ থেকে সরকারের দেয়া ভাউচার ইউজ করে জিনিষ কিনছে। টেলিভিশান খুললে সে যখন শুনে তারা, মানে সাদারা খারাপ, রেসিস্ট, অত্যাচারী, বাকি সবার লাইফ ম্যাটারস, তার কাছে মনে হয় এখন আর তাদের লাইফ ম্যাটার করে না। তার কাছে মনে হচ্ছে নিজের দেশে সে সংখ্যা গরিষ্ঠ হয়েও আমেরিকান সরকার তাকে সাইড লাইন করে রেখেছে। তার কাছে মনে হয় তার দেশ আর তার নেই বাকিদের হয়ে গেছে। সে তার দেশকে ফিরে পেতে ট্রাম্পকে ভোট দিয়েছে। সে এক্স্যাক্টলি বলেছে, "আই ওয়ান্ট মাই কান্ট্রি ব্যাক।"

    Comments:
  • বাংলাদেশের মুসলিমদের এখন এই অবস্থা। 100% reflection. কিন্তু আমাদের কিছু করার নেই সহ্য করা ছাড়া।

12-Nov-2016 12:13 am

Published
12-Nov-2016