Post# 1479566742

19-Nov-2016 8:45 pm

  • "...মানুষ তখন মিথ্যাবাদীকে বিশ্বাস করবে, সত্যবাদিকে অবিশ্বাস।"
  • ঠিক! অমুককে আমি বিশ্বাস করতাম, এখন দেখি....
  • জিনিসটা এত সহজ না!
  • কেন?
  • অমুককে তুমি এখন বিশ্বাস কর নাকি অবিশ্বাস?
  • অবিশ্বাস করি, এখন তো জানিই যে সে আসলে....
  • "সত্যবাদিকে অবিশ্বাস করবে", তুমি এখন যাকে অবিশ্বাস করছো এই কথা মতে সে কি তাহলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী?
  • Catch 22, প্যরাডক্স। তাকে বিশ্বাস করা আরম্ভ করলেও সে মিথ্যাবাদী প্রমানিত হবে, এই একই কথা দ্বারা। তাহলে কাকে আমি বিশ্বাস করবো? কাকে অবিশ্বাস?
  • এজন্যই এটা ফিতনা।
      Comments:
    • ১। এটা ব্যক্তিগত ভাবনা ২। কোনো হিডেন মিনিং নেই ৩। এখানে কোনো পথনির্দেশনা দেয়া হয় নি।

    19-Nov-2016 8:45 pm

  • Published
    19-Nov-2016