Post# 1479566742
19-Nov-2016 8:45 pm
"...মানুষ তখন মিথ্যাবাদীকে বিশ্বাস করবে, সত্যবাদিকে অবিশ্বাস।"
ঠিক! অমুককে আমি বিশ্বাস করতাম, এখন দেখি....
জিনিসটা এত সহজ না!
কেন?
অমুককে তুমি এখন বিশ্বাস কর নাকি অবিশ্বাস?
অবিশ্বাস করি, এখন তো জানিই যে সে আসলে....
"সত্যবাদিকে অবিশ্বাস করবে", তুমি এখন যাকে অবিশ্বাস করছো এই কথা মতে সে কি তাহলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী?
Catch 22, প্যরাডক্স। তাকে বিশ্বাস করা আরম্ভ করলেও সে মিথ্যাবাদী প্রমানিত হবে, এই একই কথা দ্বারা। তাহলে কাকে আমি বিশ্বাস করবো? কাকে অবিশ্বাস?
এজন্যই এটা ফিতনা।
Comments:
- ১। এটা ব্যক্তিগত ভাবনা ২। কোনো হিডেন মিনিং নেই ৩। এখানে কোনো পথনির্দেশনা দেয়া হয় নি।
19-Nov-2016 8:45 pm