Post# 1478013321

1-Nov-2016 9:15 pm


আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, আল্লাহ্ তা'য়ালা তোমাদের মধ্যে চরিত্র বণ্টন করেছেন যেভাবে তোমাদের মধ্যে রিযিক বণ্টন করেছেন। আল্লাহ্ যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না তাদের সকলকেই সম্পদ দান করেছেন। কিন্তু তিনি ঈমান দান করেছেন কেবল যাদেরকে তিনি ভালোবাসেন। অতএব যে ব্যক্তি সম্পদ ব্যয়ে কৃপণ, শত্রুর বিরুদ্ধে জিহাদে ভীত এবং ইবাদতের মাধ্যমে রাত জাগরণে দুর্বল, সে যেন বেশি-বেশি পাঠ করেঃ

“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সুবহানাল্লাহি ওয়াল-হামদু লিল্লাহি ওয়াল্লাহু আকবার”

(আবু দাউদ, হাকিম)
//collected.

    Comments:
  • Collected মানে আবু দাউদ বা হাকিমে সত্য সত্য এই হাদিসটা আছে কিনা সেটা ক্রস চেক করে দেখি নি। যদিও অধিকাংশ ক্ষেত্রে এরকম করি। এই ক্ষেত্রে একজনের স্টেটাস থেকে মেরে দিয়েছি। :-)

1-Nov-2016 9:15 pm

Published
1-Nov-2016