গত কয়েক মাস ধরে প্রচন্ড ব্যস্ত আছি। ঘুম, নামাজ, কাজ। এইভাবে চলছে।
- ইনবক্সে বেশির ভাগ মেসেজের কোনো উত্তর দেই না। এক কথায় যেগুলো উত্তর দেযা যায় সেগুলো ছাড়া।
- মোবাইল সাইলেন্ট করে ড্রয়ারে রেখে দিয়েছি। শুধু রাতে ঘুমানোর আগে দেখি কেউ কল দিয়েছিলো কিনা।
- মসজিদ থেকে বাসা, এই রাস্তায় পরিচিত কেউ আটকিয়ে কথা বলার ধান্ধায় আছে বুঝতে পারলে অন্য রাস্তা দিয়ে আসি। দাড়িয়ে ১৫-২০ মিনিট গল্প করার মত ধর্য্য নেই। মাথা কাজের মাঝে ডুবে আছে।
শুধু ক্লান্ত হয়ে গেলে একটা ব্রেক নেবার জন্য ফেসবুকে স্টেটাস দেই। এই।
- Comments:
- বড় কোনো পোষ্ট লিখতেও ৫ মিনিটের বেশি লাগে না। লেপটপে ১০ আংগুলে টাইপ করি বলে :-)
- মাপিনি কখনো। তবে স্কুলে থাকতে 10 finger touch typing শিখেছিলাম।