১
মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি তার কোন (মুসলিম) ভাইকে কোন গুনাহের জন্য লজ্জা দেয় তবে এই গুনাহে সে নিজে লিপ্ত না হওয়া পর্যন্ত মারা যাবে না।
সুনান তিরমিজী - ২৫০৭/হাসান-গারীব
২
ওয়াছিলা ইবন আশকা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করবে না। তা হলে আল্লাহ তার উপরে রহম করবেন আর তোমাকে সে মুসীবতে পাকড়াও করবেন।
সুনান তিরমিজী - ২৫০৮/হাসান-গারীব
৩
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের মাঝে যিনি লোকদের সাথে মেশেন না এবং লোকজনের দেয়া কষ্টের উপর ধৈর্যধারণ করেন না তার থেকে উত্তম হলেন তিনি যিনি মানুষের সঙ্গে মেশেন এবং তাদের দেয়া কষ্টের উপর ধৈর্যধারণ করেন।
সুনান তিরমিজী - ২৫০৯