১
চরমোনাইকে আমি হক পন্থি মনে করি। আমার এলাকার মসজিদে তাদের জিকির হয়। যদিও আমি শরিক হই না। কিন্তু যারা শরিক হয় তাদের কাউকে অপছন্দ করি না।
তাদের কেউ কেউ আমাকে সন্দেহের চোখে দেখে। তবে সেটা স্বাভাবিক, যে কোনো দলের অনুসারী নিজ দলের বাহিরের মুসলিমদের কিছুটা সন্দেহের চোখে দেখবে।
২
তবে, নেটে চরমোনাইয়ের কাউকে অনুসরন করি না। তাদের প্রায় সবার ফিড গালাগালি, আর অন্য মুসলিমদের "আসল চেহারা উন্মোচনে" ব্যস্ত। ব্যক্তি জীবনে চলমোনাইয়ের অনুসারিদের যে ভাবে আমি চিনি, এটা সম্পুর্ন ভিন্ন।
৩
মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো ডুয়েল আইডেন্টিটি নিয়ে ঘুরছি। একটা আমাদের রিয়েল লাইফে, অন্যটা অনলাইনে। অনেক ক্ষেত্রেই পার্থক্যটা বিশাল।
আমি জানি না আমার আসল অন্তরের রিফ্লেকশন আমার অনলাইনেরটা নাকি আমার রিয়েল লাইফের টা।
আমি জানি না, কোনটার উপর আমার বিচার হবে।
আমি জানি না আমার রব আমাকে কি হিসাবে দেখছেন।।