Post# 1479474368

18-Nov-2016 7:06 pm


"বিচার আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো" এই কথাটাকে অনেকে অপত্তিকর মনে করে। আমি করি না।

এই কথা আর "আল্লায় যেন তোর বিচার করে" এই কথায় পার্থক্য আছে।
একটাতে অভিশাপ দেয়া হচ্ছে, অন্যটায় দুনিয়ায় প্রতিশোধ না নেবার কথা বলা হচ্ছে।

একটা আমার দৃষ্টিতে তার রিলেটিভ ক্ষমার প্রকাশ, অন্যটায় তার ঘৃনার প্রকাশ।

"কিন্তু ক্ষমা করে দিলেই তো হয়? হাশরের মাঠে বিচার চাওয়ার কি আছে?"

ক্ষমা করাটা তার জন্য ওয়াজিব না। এবং তার জন্য শর্তও না। সে দুনিয়াতে প্রতিশোধ নিতে পারতো এবং এটার অধিকার তার আছে। সেটা না করে সে দুনিয়াতে প্রতিশোধ না নিয়ে আখেরাতের জন্য রেখে দিয়েছে। এটা পছন্দ হচ্ছে না?

সাহবা কিরামগন এই ধরনের কথা বলতেন কিনা তার রেফারেন্স আমি আর টানলাম না।

কারো কাছে আমি ১০০০ টাকা পাই। ক্ষমা করতে হলে পুরো ১০০০ টাকাই ক্ষমা করতে হবে? আমি এর ৫০০ টাকা ক্ষমা করতে পারবো না? আমি তা মনে করি না।

কেউ ১০০% ভালো না হলে সে ১০০% খারাপ -- আমি এভাবে দুনিয়াটাকে দেখি না।

    Comments:
  • Depends on platform and purpose. Like the arrival of iPhone, rise in popularity of Android and such.

18-Nov-2016 7:06 pm

Published
18-Nov-2016