শিক্ষা: র্যাব ধরে নিয়ে গেলে, বা গুপ্ত বাহিনী গুম করলে, অথবা টাকা না দিলে রিমান্ডে নিয়ে টর্চার করে পঙ্গু করে দেবে এটা জানা থাকলেও কাউকে কোনো টাকা দেবেন না ছেলেকে বাচানোর জন্য।
টাকাও হারাবেন ছেলেও হারাবেন।
ভালো নম্র চেহারার মিষ্টি কথার, এবং প্রবোধ দেয়ার জন্য যে সোর্স টাকা চাইতে আসবে তার কোনো কথা শুনবেন না। উল্টো কোদাল, বা শক্ত কাঠ দিয়ে তার মাথায় বাড়ি দেন যেন সে দ্বিতীয়বার আর না আসে। মোবাইলে কল করলে তার গলা শুনলেই নম্বরটা ব্লক করে দেন কোনো কথা না শুনে।
এর পর আল্লাহর নির্ধারিত তকদিরের উপর নির্ভর করেন।
ফোন করে যদি ছেলের টর্চারের সাথে "মা মা" কান্না শুনাতে থাকে আপনাকে, তবে বেশি শুনে ফেলেছেন। এগুলো আপনি শুনেছেন বলে আপনার ছেলের উপর এর পর টর্চার বাড়বে, কমবে না। কিছু শুনবেন না।
বরং ফোন ব্লক করে জায়নমাজে বসে নিজের গুনাহর জন্য ক্ষমা চান।
আল্লাহ তায়ালা আমাকে, আমার পরিবারকে এবং সমস্ত মুসলিমদেরকে এমন পরিক্ষা থেকে রক্ষা করুন যেটাতে উত্তির্ন হবার সামর্থ আমাদের নেই।
http://m.prothom-alo.com/bangladesh/article/1014457/ক্রসফায়ারের-ভয়-দেখিয়ে-৫০-লাখ-টাকা-আদায়