Post# 1480147229

26-Nov-2016 2:00 pm



আমি ক্যস্ট্রোর পক্ষে ছিলাম না। তার বিপক্ষে ছিলাম। যেহেতু কমুনিজমের পক্ষে ছিলাম না। বরং ছিলাম পুজিবাদের পক্ষে।

ইন্টারেস্টিংলি গত শতাব্দির সব বড় বড় নেতা, বুদ্ধিজীবি, ইন্টিলেকচুয়েলরা ছিলো কমুনিজমনের পক্ষে। যেমন আজকে জানলাম আইনস্টেইনও ছিলো সোসিয়ালিস্ট।

এত এত পন্ডিত থাকতেও কমুনিজম ফেল করে স্পেকটেকুলার ভাবে।


একটা থিউরি আছে কোনো ইভিল সম্রাজ্যকে আল্লাহ তায়ালা ৭০ বছরের বেশি সময় দেন না। সেই হিসাবে কমুনিজমের উত্থান আর পতনও হয়েছে ৭৩ বছরে। ১৯১৮ থেকে ১৯৯১।


বর্তমানে ইভিল সম্রাজ্য পৃথিবীতে আর কারা কারা আছে? দুটোর নাম মনে পড়ে ইজরাইল আর ভারত।।

26-Nov-2016 2:00 pm

Published
26-Nov-2016