Post# 1477937357

1-Nov-2016 12:09 am


নির্দিষ্ট একটা দলের অনুরাগিদের ব্লক অভিযানে নেমেছিলাম। যদিও দলটাকে আমি ভ্রান্ত দল মনে করি না। এবং তার অনুসারিদের উপরও আমার কোনো ক্ষোভ নেই।

কিন্তু তাদের ব্যবহার খারাপ। এটা ছেলেপেলেদের বয়সের জন্য, দলের শিক্ষা না, আমি ধরে নিতে পারি।

এনি ওয়ে। ব্লক করতে গিয়ে দেখলাম এদের সবার ওয়ালে বিশাল বিশাল ফতোয়ার ছড়াছড়ি। কে কাফের, কোন ইমামের মতে কোনটা শিরক। এই সব।

আগে চোখ বন্ধ করে ধরে নিতাম এরা সবাই মাদ্রাসার ছাত্র। তবে ধাক্কা খেয়ে অনেক শিক্ষা হয়েছে বলে ভালো মত চেক করে দেখলাম তাদের এডুকেশনাল ব্যকগ্রাউন্ড। সবাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র।

দেশ এগিয়ে যাচ্ছে, এটা ভালো।

কিন্তু তাদের কথা আমাকে শুনতে হবে কেন?
আমিও তো এক্স-কলেজ-উনিভার্সিটির ছাত্র। তাদের মতই।

তাদের উত্তর ধারনা করে নিচ্ছি, "দল ভারি করতে।"

আমর উত্তর? "Thanks, but no thanks!" :-)

1-Nov-2016 12:09 am

Published
1-Nov-2016