Post# 1479962192

24-Nov-2016 10:36 am


Analemma graph দিয়ে কিভাবে সূর্যাস্ত-সূর্যোদয়ের সময় বের করা হয় তার নিয়ম।

নিচে ঢাকা শহরের গ্রাফ দেয়া আছে। "৪" এর মত আকা বাকা লাইন হলো তারিখ অনুযায়ি সূর্যের অবস্থান। দুটো ক্রস দাগ হলো সূর্যোদয় আর সূর্যাস্তের জন্য দিগন্তের দাগ, আলাদা করে।

সূর্যের অবস্থান থেকে দিগন্ত horizontally যত ঘর দূরে, সূর্যাস্ত-সূর্যোদয় ৬টার তত মিনিট পর হবে।

যেমন আজকে নভেম্বর ২৪ থেকে সূর্যোদয়ের দাগ পর্যন্ত ১৯ ঘর। তাই আজকে ঢাকায় সূর্যোদয় ৬টা ১৯ মিনিটে। এভাবে সারা বছর।

অন্যান্য জেলার জন্য এনালিমা গ্রাফ দেয়া আছে habibur.com তে।

24-Nov-2016 10:36 am

Published
24-Nov-2016