Facebook Posts - August 2016

1-Aug-2016 4:23 pm


[ Nitpicking post, anti - চেতনা ]

"এক জনম", "এই জনম", "পরের জনম", "জনম জনম", "কোন জনমে?", "হাজার জনম" এই কথাগুলো হিন্দুদের পুনঃজনম আইডোলজি থেকে এসেছে।

অর্থাৎ এই জনমে মরে যাবার পর অন্য কোথাও জন্ম নিয়ে পরের জনম আরম্ভ করবে। এই ভাবে তৃতীয়, চতুর্থ ...।

______

  • কিন্তু এটা কি মুসলিমদের হাশরের ময়দানে দ্বিতীয় জনমের কথা বুঝাতে পারে না?
    : পারে। কিন্তু Contexts দেখলে বুঝা যায়, সেই অর্থে ব্যবহার unlikely. এট লিস্ট, "জনম জনম" এটার সাথে মিলে না।

    - Think positive.
    : অকে :-D

    1-Aug-2016 4:23 pm

  • 1-Aug-2016 4:55 pm


    আজকে বিকাল ৪ টার দিকে বার্মায় ৫.২ ভুমিকম্প হয়ে গিয়েছে।
    Depth 120km. একটু গভীরে। কেউ কেউ টের পেয়েছেন। আমি পাই নি।

    http://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us1000696h#executive

    http://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us1000696h#executive

    1-Aug-2016 4:55 pm

    2-Aug-2016 7:12 am


    এখন মনে হচ্ছে তার হিসাব হয়তো ঠিক ছিলো :-D

    2-Aug-2016 7:12 am

    2-Aug-2016 7:29 am


    কওমি মাদ্রাসার সম্মানিত আলেগন বর্তমানে মাওলানা ফরিদউদ্দিন মাসুদকে নেতা বানিয়ে উনাকে কেন্দ্র করে ঘুরছেন।

    ঐ মাদ্রাসাগুলোর কিছু সমস্যা উনি উপস্থাপন করেছিলেন একটা সাক্ষাতকারে। আশা করছি উনি নেতৃত্বে আসার কারনে এই সমস্যাগুলো এখন সমাধান হবে। এবং কওমি মাদ্রাসার ছেলেরা স্বাধিনতার ঘোষক শেখ মুজিবুর রহমানের নাম এখন বেশি বেশি করে পড়তে পারবে।

    ______

    রাজু আলাউদ্দিন: আরেকটা জিনিস হলো, এখন প্রচলিত যে মাদ্রাসা আছে সেখানে যারা শিক্ষাদান করছেন, তাদের যোগ্যতার বিষয়টা জানতে চাই। মাদ্রাসাতে যে ধরনের বই, যে ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে– সমাজে এই শিক্ষা কি ধরনের ভূমিকা রাখছে?

    মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ: একজন মাদ্রাসাছাত্রের প্রধান কাজ হলো নীতি ও নৈতিকতা বোধকে জাগ্রত করা, সমাজের প্রাণকে জাগ্রত করা। এখন ব্যাপার হলো, আমাদের দেশের মাদ্রাসাগুলো এতটা ব্যক্তিকেন্দ্রিক, যতটা ব্যক্তিকেন্দ্রিক হলে, এদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই বলবো না, তাতে উনারা আবার গোসা হবেন।

    রাজু আলাউদ্দিন: আমি একটা জিনিস দেখেছি, সেটা হলো কওমি মাদ্রাসার বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবর রহমানের নামই নেই।

    মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ: অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তিনি আবার বলছেন আমরা জেনেশুনেই এটা লিখছি।

    রাজু আলাউদ্দিন: আমি সেটাই তো বলছি, সরকারের নিয়ন্ত্রণ যদি থাকত তাহলে কিন্তু এটা ঘটতে পারে না।

    মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ: সেটাই বললাম, এই মাদ্রাসাগুলো যারা চালাচ্ছে তাদের ইচ্ছামতোই এগুলো চলছে। যার কারণে এই মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে মিল খুব কম।

    রাজু আলাউদ্দিন: মানে ‘স্টেট উইদিন স্টেট’, রাষ্ট্রের মধ্যে ওরা আরেকটা রাষ্ট্রের কল্পনা করে ওরা নিজেদের ইচ্ছেমতো চালাচ্ছে?

    মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ: শুধু এইটুকুই না, আপনি আশ্চর্য হবেন এটা জেনে যে, পারিবারিক চিন্তা যেমন হয়, মাদ্রাসাও তেমন; কয়েকটি মাদ্রাসা মিলে একটি পরিবার।

    2-Aug-2016 7:29 am

    2-Aug-2016 5:01 pm


    তোমরা যারা এখনো ডিসিশন নিতে পারছো না কাকে বিয়ে করবে। 8-) (Y)

    (collected)
    মানুষের জীবনে বিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার প্রভাবে আমাদের জীবন অনেকটাই বদলে যায়। আর এই বিয়ে নিয়ে মেয়েদের চিন্তার শেষ নেই। কাকে বিয়ে করবেন, কীভাবে সংসার সাজাবেন এ নিয়ে চলে নানা হিসাব-নিকাশ। কিন্তু ইঞ্জিনিয়ার না ডাক্তার ছেলে মেয়েদের পছন্দ এ নিয়ে রয়েছে অনেক বিতর্ক।
    তবে ইঞ্জিনিয়ার বিয়ে করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে এনিয়ে একটি লেখা আজ পাঠকদের সামনে তুলে ধরা হলো-

  • ইঞ্জিনিয়াররা কমপ্রোমাইজে অভ্যস্ত। কাল ক্লাস টেস্ট? ওকে! কুইজ আছে? বিশাল ল্যাব রিপোর্ট? নো প্রবলেম! তাই বিয়ের পর আপনি যদি বলেন, আজকে আমার মামাতো বোনের শ্বশুড়ের ভাগ্নের বড় ভাইয়ের প্রতিবেশির ছেলের সুন্নতে খৎনার দাওয়াত; এরা সানন্দে মেনে নিবে এবং শত ক্লান্ত হলেও আপনার সাথে বের হবে।
  • ইঞ্জিনিয়ারদের সাথে ঝগড়া করে আপনি অপার শান্তি লাভ করবেন। এরা প্রতি উত্তর দিবে না। কারণ এক কান দিয়ে লেকচার ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করতে এরা বিশেষভাবে পারদর্শী।
  • সর্বোপরি, ইঞ্জিনিয়াররা সর্বংসহা। যতোই প্যারা দেন, এরা নিতে পারে। ১৬০-৭০ ক্রেডিটের নরক যন্ত্রণা সহ্য করে বলে এরা সবই হাসিমুখে সহ্য করতে পারবে।
  • ইঞ্জিনিয়াররা কখনোই আপনার রান্নার খুঁত ধরবে না। সাধারণত তারা হল এবং ক্যাফেটেরিয়ার সুস্বাদু (!) খাবার খেয়েই অভ্যস্ত। আপনার হাতের রান্না যে খেতে পাচ্ছে এটাই তাদের জন্য অনেক!
  • স্বভাবতই এরা কঠিন হিসাবের মানুষ। কয়টা ক্লাস মিস দিলে অ্যাটেন্ডেন্স 60% এর উপরে থাকবে থেকে শুরু করে ফেইল ঠেকাতে আর কত মার্কসের প্রয়োজন, এমন জটিল জটিল হিসাব কষে তারা দিন পার করে। তাই মাসিক ইনকাম যাই হোক না কেন, সংসার চালাতে আপনার কোনো সমস্যা হবে না!
  • এরা কিঞ্চিৎ স্নেহের কাঙাল। সারাজীবন স্যারদের কাছ থেকে ‘অপদার্থ, গাধা -গরু -ছাগল, কিচ্ছু পারো না, সব থেকে বেয়াদব ব্যাচ…’ শুনে অভ্যস্ত। তাই দুয়েকটি ভালোবাসার কথা শুনলেই এদের অবস্থা প্রভুভক্তের মতো হয়ে যায়!

    2-Aug-2016 5:01 pm

  • 2-Aug-2016 7:52 pm


    We're all puppets, Laurie. I'm just a puppet who can see the strings.

    ― Watchmen

    2-Aug-2016 7:52 pm

    3-Aug-2016 4:20 pm


    Another crash. Fortunately, No casualties.

    Emirate's 777 lands in Dubai airport today morning without nose gear. Catching fire after landing.

    https://www.youtube.com/watch?v=x7BK3mJCTro

    3-Aug-2016 4:20 pm

    3-Aug-2016 6:08 pm


    360 view from our roof top. Move using mouse. Or rotate your phone. Or swipe left right touching on the photo.
    You need to have a recent version of facebook for it to work.

    3-Aug-2016 6:08 pm

    4-Aug-2016 6:23 pm


    হাদিস - ৫৬
    হযরত জাবের রা: বলেছেন,
    নবী ﷺ হজ্জে বলেছেন,
    : তোমরা জানো কোন দিন সবচেয়ে বেশি হারাম?
    আমরা বললাম,
    : আমাদের এই দিনটি।

    : কোন শহর সবচেয়ে বেশি হারাম?
    : আমাদের এই শহর।

    : কোন মাস সবচেয়ে বেশি হারাম?
    : আমাদের এই মাস।

    তখন রাসুলুল্লাহ ﷺ বললেন,
    : নিশ্চই তোমাদের রক্ত আর মালও হারাম, যেরকম হারাম তোমাদের এই দিন, তোমাদের এই শহরে, তোমাদের এই মাসে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬৬ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=55

    ______
    টিকা:
    শহর, মাস, দিন হারাম মানে ঐ সময়ে রক্তপাত হারাম। মক্কা শহরকে হারাম এলাকা, এবং জিলহজ্জ মাসকেও হারাম মাস বলা হয়।

    4-Aug-2016 6:23 pm

    4-Aug-2016 7:47 pm


    হাদিস - ১১২
    উম্মে সালমা রা: বলেছেন,
    রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
    রুকন ও মাকাম এর মাঝে এক জন লোকের কাছে মানুষ বায়াত দেবে।
    তাদের সংখ্যা হবে বদরের লোকদের সমান।
    উনার কাছে ইরাক থেকে একটি দল এবং সিরিয়া থেকে আবদালগন আসবেন।
    তাদেরকে সিরিয়া বাসীদের মাঝ থেকে একটা বাহিনী এসে আক্রমন করবে।
    বাইদাহতে তারা ভুমি ধ্বসে পড়বে।
    এর পর কুরাইশ বংশের এক লোক তাদের আক্রমন করবে যে কিনা কলব গোত্রের।
    তার সাথে যুদ্ধ হবে এবং আল্লাহ তাদের বিজয়ী করবেন।

    এর পর উনি ﷺ বলেন,
    সে লোক ব্যর্থ, যে কলবের গনিমত নিতে ব্যর্থ।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫২২ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=111

      Comments:
    • এপ স্টোর থেকে গুগুলের "Cardboard Camera" ডাইনলোড করে ইন্সল করতে হবে। এর পর এটা দিয়ে ছবি তুলে অন্যান্য ছবির মত ফেসবুকে আপলোড করতে হবে।

      ফেসবুক ছবিটা ৩৬০ ছবি বুঝতে পেরে এভাবে শো করবে।
      Muhammad Anisur Rahman, El Optimista Johan

    • খিলগাও

    4-Aug-2016 7:47 pm

    4-Aug-2016 8:08 pm


    হাদিস - ৯
    হুজাইফা রা: বলেছেন,
    ফিতনা হবে।
    থামবে, আবার আরম্ভ হবে।
    তুমি যদি এটা থেমে থাকার সময়ে মরে যেতে পারো, তবে তাই করো।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪১৯ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=8
    ____
    টিকা: এটা মাওকুফ হাদিস, মানে কথাটা হুজাইফা রা: এর। রাসুলুল্লাহ ﷺ এর না।

    4-Aug-2016 8:08 pm

    4-Aug-2016 8:19 pm


    হাদিস - ১৮
    আসমা রা: বলেছেন,
    রাসুলুল্লাহ ﷺ একবার মদিনার উচু ঘরগুলোর মাঝে একটা উচু ঘরে দাড়ালেন এবং বললেন,
    তোমরা কি দেখছো যা আমি দেখছি?
    আমি ফিতনার দেখছি তোমাদের বাসাগুলোর মাঝ দিয়ে পড়ছে, যেমন করে বৃস্টি ঐ জায়গায় পড়ে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪২৮ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=17
    ____
    টিকা: উনার পরে আসন্ন ফিতনার কথা বুঝিয়েছেন।

    4-Aug-2016 8:19 pm

    4-Aug-2016 9:58 pm


    Passengers fleeing the burning Emirates plane.

    What we know now is that, the pilot tried to abort the landing. But instead of going up for a second circle, it wend down.

    The nose landing gear wasn't down. The body of the plane scratched the runway surface and a wing blast off.

    Still waiting for a full report to be published. But right now it looks more like a pilot error than a mechanical failure.

    This post had an attachment, which is now missing

    4-Aug-2016 9:58 pm

    5-Aug-2016 5:58 am


    হাদিস - ৩৬
    হুজাইফা রা: বলেছেন,
    মানুষের উপর এমন যুগ আসবে, ডুবন্ত মানুষের মত যে দোয়া করছে, সে ছাড়া আর কেউ তখন বাচতে পারবে না।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৪৬ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=35

    5-Aug-2016 5:58 am

    5-Aug-2016 6:23 am


    হাদিস - ১১
    আবি মুসা রা: বলেছেন,
    উনি ﷺ আমাদেরকে খুতবা দিলেন এবং বললেন,
    সাবধান! তোমাদের পেছনে আধার রাত্রির টুকরার মত ফিতনা আছে।
    তখন এক লোক সকালে মু'মিন থাকবে তো সন্ধায় কাফির হবে।
    সন্ধায় কাফির থাকলে সকালে মু'মিন হবে।
    ঐ সময়ে বসে থাকা লোক দাড়ানো লোকের থেকে ভালো।
    দাড়ানো লোক হেটে চলা লোকের থেকে ভালো।
    হেটে চলা লোক আরোহী থেকে ভালো।

    লোকেরা জিজ্ঞাসা করলো:
    আমাদের কি করতে বলেন?

    উনি ﷺ বললেন,
    বাসায় বসে থাকবে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪২১ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=10
    ______
    টিকা,
    হেটা চলা দাড়ানো থেকে ভালো এর অর্থ হলো ঐ সময়ে কম একটিভ মানুষ, একটিভ লোকের থেকে ভালো।

    5-Aug-2016 6:23 am

    5-Aug-2016 7:13 am


    হাদিস - ২২
    সাইদ বিন যাইদ রা: বলেছেন:
    আমরা নবী ﷺ এর সংগে বসে ছিলাম।
    উনি ফিতনার কথা আলোচনা করলেন এবং ঐ সময়ের বিপদের প্রচন্ডতা বর্ননা করলেন।

    আমরা বললাম:
    ইয়া রাসুলুল্লাহ ﷺ, যদি এটা আমরা পাই তাহলে এটা তো আমাদের ধংশ করে দেবে।

    উনি বললেন:
    না! বরং, কতল হয়ে যাওয়া তোমাদের জন্য যথেষ্ট।

    সাইদ রা: বলছেন:
    আমি দেখেছি আমার ভাইদের কতল হয়ে যেতে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩২ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=21

    ____
    টিকা:
    বুঝিয়েছেন, ফিতনার সময় কাউকে মারা যাবে না। বরং বিপক্ষের হাতে মরে যাওয়া ভালো।

      Comments:
    • [এই সব রোমান্টিক কথার উপর কিছু narcissist কমেন্ট এইখানে বসবেক ]

    5-Aug-2016 7:13 am

    5-Aug-2016 3:37 pm


    হাদিস - ৮৮
    ইবনে সিরিন বলেছেন,
    আমার কাছে এই কথা পৌছেছে যে সিরিয়ার ঐক্যকে কেউ নস্ট করতে পারবে না সিরিয়ার বেদুইনরা যা করবে তা ছাড়া।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৯৮ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=87

      Comments:
    • ঐতিহাদিসক ভাবে সিরিয়ানরা খুবই ঐক্যবদ্ধ ছিলো প্রায় সব যুগে। এবং তাদের ঐক্যের প্রশংসা হযরত আলী রা: ও তখন করেছিলেন।

      এখন যে গৃহযুদ্ধ চলছে এটা একটা ইউনিক ঘটনা।

    • //সিরিয়ার বেদুইন বর্তমানে কারা আপনার ধারণা?//

      ধারনা নেই। তবে বর্তমান যুগের কাউকে মনে করি না। ধরে নিতে পারি ছোট খাট গন্ডোগোল আগে বেদুইনরা করতো, সেগুলোর ইন্ডিকেট করেছে। সব কথা বর্তমানের সাথে মিলানো ভুল।

      আরবী ব্যখ্যা খুজে দেখতে পারি। তবে স্কিপ করে পরের হাদিস চলে গেলাম। Saaqib Hassan

    5-Aug-2016 3:37 pm

    5-Aug-2016 3:57 pm


    হাদিস - ১৩
    হুজাইফা রা: বর্ননা করেছেন আবি মুসা রা: থেকে:
    নবী ﷺ বলেছেন:
    তোমাদের ধনুক ভেঙ্গে ফেলো, অর্থাৎ ফিতনার সময়।
    আর ধনুকের তারগুলো কেটে ফেলো।
    আর নিজেদেরকে বাসায় আবদ্ধ করে ফেলো।
    এবং সে সময় আদমের সন্তানদের মাঝে উত্তম জনের মত হয়ে যাও।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪২৩ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=12

    ____
    আদমের সন্তানদের মাঝে অর্থ: হাবিল কাবিলের মাঝে হাবিলের মত হয়ে যাও যে কাবিলকে বলেছিলো, তুমি আমাকে হত্যা করতে চাইলেও আমি তোমাকে হত্যা করবো না।

      Comments:
    • আমিই কিছু খোচা মারা কমেন্ট লিখবো। সময় নেই তাই ফিলার দিয়ে রাখলাম। দেয়ালে চিকা মারার মত।

    5-Aug-2016 3:57 pm

    5-Aug-2016 4:59 pm


    হাদিস - ৪৪
    আলী রা: বলেছেন:
    ইসলাম কমে যেতে থাকবে।
    এমন কি "আল্লাহ, আল্লাহ" বলার মত মানুষ থাকবে না।
    এ অবস্থা হলে দ্বীনের এক শীর্ষ নেতা দাড়িয়ে যাবে তার পাপ নিয়ে।
    এর পর মানুষ বেরিয়ে তার চারিদিকে জড়ো হত থাকবে যেভাবে শরৎ কালে মেঘ জমা হয়।
    ওয়াল্লাহ! আমি তাদের আমিরের নাম জানি এবং তাদের ঘোড়ার জাতও জানি।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৫৪ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=43
    _____
    টিকা: একেবারে শেষ যুগের ঘটনা। ব্যখ্যা জানা নেই। তখন বুঝা যাবে।

      Comments:
    • দাব্বাতুল আরদের ও পরের ঘটনা।
    • ফিতনা হলো যখন মুসলিমদের নিজেদের মাঝে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। অর্থাৎ, দুপক্ষই মুসলিম।

    5-Aug-2016 4:59 pm

    5-Aug-2016 7:53 pm


    হাদিস - ২৬
    হুজাইফা রা: বলেছেন:
    তিনটা জিনিস দিয়ে ফিতনা বাড়বে।

    এমন লোকের হাতে রক্তপাত বৃদ্ধির কারনে, যে ফিতনা বাড়ুক সেটা চায় না, বরং তলোয়ার দ্বারা কমাতে চায়।
    এমন খতিবের কারনে যে সবকিছু নিজের দিকে ডাকে।
    এবং প্রশংসিত শরিফ লোকের কারনে।

    এর পর রক্তপাত যখন বেড়ে যাবে, তখন সেটা তাদেরকে ফেলে দেবে।
    এরপর তাদেরকে উপড়ে ফেলবে এবং তাদের কাছে যা আছে সেটা তাদের ক্ষতি করবে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৬ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=25
    ____
    বুঝলাম,
    ফিতনা বাড়বে এটা কমানোর জন্য যারা যুদ্ধ করছে তাদের কারনে। এবং এর পক্ষে ফতোয়া যারা দেবে তাদের কারনে। শেষে তারা নিজেরাই ক্ষতিতে পড়বে তাদের কাজ আর কথার জন্য।

      Comments:
    • বুঝেছি, উচ্চ বংশের লোক যাদের সম্মানে মানুষ যুদ্ধ করবে।

    5-Aug-2016 7:53 pm

    5-Aug-2016 10:30 pm


    হাদিস - ৫২
    ইয়াজিদ বিন সুহাইব আল-ফকির বলেছেন:
    আমার কাছে এই কথা পৌছেছে যে, ফিতনার সময় যে তার তলোয়ারের অনুসরন করবে সেই ভুলের মাঝে পড়ে গিয়ে আফসো করবে এবং সে লাঞ্চিত হবে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬২ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=51

      Comments:
    • সরকারের ক্রেকডাউন আরম্ভ হলে টাকাটা মার যাবে এই ভয়ে দেই দেই করেও এখনো অর্ডার দেই নি। এই ধাক্কা যদি তারা সামলে উঠে তাহলে বুঝবো তাদের বেইস আছে।

    5-Aug-2016 10:30 pm

    6-Aug-2016 12:35 am


    হাদিস - ১০৪
    আয়শা রা: বলেছেন:

    রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
    দুনিয়াতে যখন প্রকাশ্যে পাপাচার হবে তখন আল্লাহ পৃথিবীর মানুষের উপর দুঃখ অবতির্ন করবেন।

    আমি বললাম:
    ইয়া রাসুলুল্লাহ! ﷺ তাদের মাঝে আল্লাহর অনুসারীরা থাকলেও?

    উনি ﷺ বললেন:
    হ্যা। তবে এর পর তাদের পরিনতি আল্লাহর রহমত।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫১৪ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=103
    ______
    জানলাম,
    পাপের জন্য ভালো মন্দ সবার উপর আজাব আসলেও, ভালো লোকেরা আজাবের পর আল্লাহর রহমতে প্রবেশ করবে।
    যারা দাওয়াহ দেন তারা এই হাদিসটা বললেও পরের অংশটা তাদের কাছে শুনি নি।

    6-Aug-2016 12:35 am

    6-Aug-2016 12:42 am


    হাদিস - ১৫
    আবি মুসা রা: বলেছেন:
    রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
    তোমাদের পরে এমন দিন আসবে যখন অজ্ঞতা নেমে আসবে। ইলম তুলে নেয়া হবে। আর হারজ বেড়ে যাবে।

    সবাই জিজ্ঞাসা করলো:
    ইয়া রাসুলুল্লাহ ﷺ, হারজ কি?

    উনি ﷺ বললেন:
    কতল করা।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪২৫ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=14

    6-Aug-2016 12:42 am

    6-Aug-2016 1:02 am


    হাদিস - ৩০
    যাইদ বিন ওয়াহাব বলেছেন:
    হুজাইফা রা: কে প্রশ্ন করা হলো:
    ফিতনা "আরম্ভ হওয়া" আর "থেমে যাওয়া" মানে কি?

    বললেন:
    আরম্ভ হওয়া মানে তলোয়ারকে খাপমুক্ত করা।
    থেমে যাওয়া মানে সেটাকে কোষবদ্ধ করা।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৪০ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=29

    ______
    বুঝলাম:
    যুদ্ধ আরম্ভ হওয়া মানে ফিতনা আরম্ভ হওয়া। যুদ্ধ বন্ধ হওয়া মানে ফিতনা বন্ধ হওয়া।

    6-Aug-2016 1:02 am

    6-Aug-2016 1:10 am


    হাদিস - ৬০
    হুজাইফা রা: বলেছেন:
    আমি যদি তোমাদের বলি যা আমি জানি, তবে তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাবে।

    এক ভাগ আমাকে কতল করবে।
    এক ভাগ আমাকে কোনো সাহায্য করবে না।
    আর এক ভাগ আমাকে মিথ্যাবাদী বলবে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৭০ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=59

    6-Aug-2016 1:10 am

    6-Aug-2016 8:12 am


    সবগুলো হাদিস এই ওয়েব পেইজে আপলোড করা হয়েছে। নতুন যেগুলো করা হবে সেগুলো এখানে পোস্ট করার সাথে সাথে ঐ পেইজেও আপলোড করা হবে, ইনশাল্লাহ।

    http://habibur.com/shaiba/

      Comments:
    • আরবীতে "শাম" শব্দের ইংরেজি হলো "সিরিয়া"।
      বাংলাতেও শাম এর বদলে সিরিয়া শব্দটা বেশি প্রচলিত এখন।

    6-Aug-2016 8:12 am

    6-Aug-2016 12:05 pm


    হাদিস - ১২০
    ইবনে আমর রা: বলেছেন:
    যখন দেখবে কুরাইশরা ঘর ভেঙ্গে ফেলছে,
    এবং এর পর আবার বানাচ্ছে এবং সুসজ্জিত করছে,
    তাহলে তুমি মরে যেতে পারলে মরে যেও।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫৩০ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=119
    ____
    ঘর: মানে বাইতুল্লাহ।
    মরে যেতে পারলে মরে যেও: এর পর খুব খারাপ কিছু আসছে।

    তিনটা ব্যখ্যা করা যায় এটার
    ১। এটা আব্দুল্লাহ বিন জুবাইর রা: এর সময়কার ঘটনা। যখন কুরাইশরা কাবা শরিফ ভেঙ্গে আবার নির্মান করেছিলো, কয়েকবার।

    ২। বর্তমান সময়ের ঘটনা, যখন কাবা শরিফের মসজিদ সুন্দর করা হচ্ছে। কিন্তু এরা কুরাইশ না। বেদুইন। এবং মুল কাবা ঘর ভাঙ্গা হচ্ছে না।

    ৩। সামনে কাবা শরিফ পুরো ভেঙ্গে যাবে। এর পর আবার নির্মান করা হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর ভাবে। তখনকার ঘটনা। অন্য হাদিসে এর বর্ননা আছে।

    আমার কাছে ৩ নম্বরটা সবচেয়ে সম্ভাব্য মনে হয়।

      Comments:
    • ব্যখ্যা দিয়ে দিয়েছি এডিট করে।
    • সিরিয়াবাসীদের ঐক্য।
    • ফিতনার কথা। এই ব্যপারে উনি ছিলেন এক্সপার্ট।
    • এখন নেই। দ্বিতীয় কমেন্ট দেখেন।

    6-Aug-2016 12:05 pm

    6-Aug-2016 7:29 pm


    হাদিস - ১৭
    কুরযি বিন আলকামা আল-খুজাই বলেছেন:
    এক লোক বললেন:
    ইয়া রাসুলুল্লাহ ﷺ, ইসলামের কি সমাপ্তি আছে?

    উনি ﷺ বললেন,
    : হ্যা। যখন আল্লাহ তায়ালা কোনো আরব বা অনারব কোনো পরিবারের ভালো চান তখন উনি তাদের ইসলামে প্রবেশ করান।
    : এর পর?
    : এর পর ফিতনা যেটা ছায়ার মত ঢেকে ফেলবে। সে সময়ে সিংহরা গড়িয়ে পড়ে যাবে। তোমাদের এক দল অন্য দলের গলায় আঘাত করবে।

    সিংহ হলো: জীবিত লোক যারা জেগে উঠবে, এর পর আবার গড়িয়ে পড়বে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪২৭ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=16

    6-Aug-2016 7:29 pm

    6-Aug-2016 8:05 pm


    হাদিস - ৩৪
    রিবয়ি বলেছেন:
    আমি শুনেছি হুজাইফা রা: এর জানাজায় এক লোক বলছেন:
    আমি এই খাটিয়ার লোকের কাছে শুনেছি উনি বলেছেন:
    আমার অল্প কস্টও নেই।
    কারন আমি রাসুলুল্লাহ ﷺ এর কাছে শুনেছি:
    তোমাদের যদি হত্যা করা হয়, তবে তোমরা আমার ঘরে প্রবেশ করবে।

    এ জন্য, তারা যদি আমার ঘরে প্রবেশ করে তবে আমি তাদেরকে বলবো:
    আসো! আমার আর তোমার গুনাহ নিয়ে ফিরে যাও।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৪৪ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=33

    ____
    বুঝলাম বলা হচ্ছে,
    ফিতনার সময় যাকে হত্যা করা হবে সে রাসুলুল্লাহ ﷺ এর হিফাজতে যাবে।
    এবং যাকে হত্যা করা হলো, তার গুনাহর বোঝা খুনিকে দিয়ে দেয়া হবে।

      Comments:
    • সাহাবা কিরামদের কথাকে বলে "মওকুফ হাদিস"। আর রাসুলুল্লাহ ﷺ এর কথা "মারফুউ হাদিস"। যেখান থেকে অনুবাদ করছি, সেখানেও এই টারমিনোলোজি ইউজ করা হয়।

    6-Aug-2016 8:05 pm

    6-Aug-2016 9:42 pm


    হাদিস - ৬৮
    আনাস বিন মালিক রা: বলেছেন:
    রাসুলুল্লাহ ﷺ আমাকে বলেছেন:
    কাউছার হলো একটা নহর যেটা আমার রব আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন।
    এতে অনেক ভালো কিছু আছে।
    ওটা আমার হাউজ।

    কিয়ামতের দিন এখান থেকে আমি আমার উম্মাহর জবাব দেবো।
    এর পাত্রের সংখ্যা হলো তারকার সংখ্যার সমান।

    কিছু আবদদের এখানে আসতে বাধা দেয়া হবে।

    আমি বলবো: এরা তো আমার উম্মত!
    আমাকে বলা হবে: আপনি জানেন না আপনার পরে তারা কি করেছিলো।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৭৮ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=67

    6-Aug-2016 9:42 pm

    7-Aug-2016 9:44 pm


    হাদিস - ১৯
    আউফ বলছেন আবু মিনহাল সাইয়ার বিন সালামা থেকে:
    যে সময়ে ইবনে জিয়াদ বেরুলেন তখন
    সিরিয়ায় মারওয়ান উঠে দাড়ালেন
    মক্কায় ইবনে জুবাইর উঠে দাড়ালেন
    বসরায় দুনিয়া ত্যগিরা দাড়িয়ে গেলেন।

    তখন আমার পিতা প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন।
    উনার বেশ প্রসংসা ছিলো ঐ সময়ে।

    আমার পিতা আমাকে বললেন:
    হে আমার ছেলে, আমার সাথে চলো। আমরা রাসুলুল্লাহ ﷺ এর এক সাহাবির কাছে যাবো।

    এর পর আমরা আবি বারযাহ আল-আসলামি রা: এর কাছে গেলাম প্রচন্ড এক গরম দিনে।

    উনি আখের ছালের তৈরি একটা কিছুর ছায়ায় বসে ছিলেন।
    আমার আব্বা উনাকে পেয়ে উনার সাথে কথপোকথন আরম্ভ করলেন,

    এটা দিয়ে কথা আরম্ভ করলেন।
    : হে আবি বারযাহ! আপনি দেখছেন না? দেখছেন না?

    উনি বললেন,
    : আমি কুরাইশদের কাজকর্মের উপর অসন্তুস্ট।
    তোমরা আরব জাতীরা কিরকম জাহিলিয়াত আর অধ্বঃপতনে ছিলে সেটা তোমরা জানো।
    আল্লাহ তোমাদের ইসলাম দিয়ে তুলে এনেছে, আর মুহাম্মদ ﷺ কে দিয়েছেন যিনি তোমাদের কাছে কি নিয়ে এসেছেন দেখেছো।
    আর এই দুনিয়া তোমাদের মাঝে ফাসাদ [ঝগড়া] সৃস্টি করছে।
    এবং শামে একই অবস্থা -- মানে মারওয়ান।
    ওয়াল্লাহ! দুনিয়ার কারন ছাড়া যুদ্ধ করছে না।
    এবং মক্কাতেও একই অবস্থা -- মানে ইবন জুবাইর।
    ওয়াল্লাহ! দুনিয়ার কারন ছাড়া যুদ্ধ করছে না।
    একই অবস্থা তোমাদের আশেপাশে যারা আছে তাদেরও, যাদের তোমরা দুনিয়া ত্যগি ডাকো।
    ওয়াল্লাহ! তারা দুনিয়ার কারন ছাড়া যুদ্ধ করছে না।

    যখন উনি কারো পক্ষে বললেন না তখন আমার পিতা উনাকে জিজ্ঞাসা করলেন,
    : হে আবি বারজাহ! তাহলে আপনার মত কি?

    উনি বললেন,
    : দুনিয়া ত্যগিদের ভালোগুলো এখন আর দেখা যায় না।
    যাদের পেটে মানুষের মাল নেই।
    যাদের গায়ে অন্যের রক্ত নেই।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪২৯ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=18

    7-Aug-2016 9:44 pm

    7-Aug-2016 9:56 pm


    হাদিস - ৩৮
    হুজাইফা রা: বলেছেন:
    ওয়াল্লাহ! এক জন সকাল অতিবাহিত করবে দৃস্টি ক্ষমতা নিয়ে। এর পর সন্ধায় সে থাকবে অন্ধ।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৪৮ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=37
    ____
    টিকা: ফিতনার কথা বুঝিয়েছেন যেটা মানুষকে অন্ধ করে দেবে।

      Comments:
    • ইসলামের ঐ সময়ের ঘটনা বর্ননা করে উনি বলছেন, সব দল ত্যগ করে নিউট্রাল থাকতে। যুদ্ধে না জড়াতে।

      ঐ সময়ের ঘটনার বর্ননা ইসলামের ইতিহাসের বইগুলোতে আছে।

    7-Aug-2016 9:56 pm

    7-Aug-2016 10:15 pm


    হাদিস - ৭৬
    মাসরুক রা: বলেছেন:
    রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
    আমি যেন তোমাদেরকে এই ভাবে না পাই যে আমার পরে তোমরা একদল অন্যদলের ঘাড়ে আঘাত করে কুফরিতে ফিরে গিয়েছো।
    কোনো মানুষকে তার ভাইয়ের পাপ বা পিতার পাপের জন্য ধরা হবে না।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৮৬ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=75

    ____
    টিকা:
    ঘাড়ে আঘাত: মসুলিমদের এক দল অন্য দলেকে হত্যা করা। রাসুলুল্লাহ ﷺ একে কুফরিতে ফিরে যাওয়া বলছেন।
    ধরা হবে না: ভাই-বাপের দোষের জন্য কাউকে শাস্তি দেয়া যাবে না।

    7-Aug-2016 10:15 pm

    7-Aug-2016 10:35 pm


    হাদিস - ২১
    হুজাইফা রা: বলেছেন:
    চাবুকের ফিতনা হবে তলোয়ারের ফিতনা থেকেও প্রচন্ড।

    জিজ্ঞাসা করা হলো:
    কিভাবে?

    বললেন:
    মানুষকে চাবুক দিয়ে মারা হবে যতক্ষন না সে কাঠের তক্তায় আরোহন করে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩১ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=20
    ____
    টিকা:
    কাঠের তক্তা: মৃতের খাটিয়া। পিটিয়ে মেরে ফেলা হবে।

    7-Aug-2016 10:35 pm

    7-Aug-2016 10:39 pm


    হাদিস - ৪২
    হাসান রা: বলেছেন:
    অন্ধ যুদ্ধে যে মারা যাবে, তার মৃত্যু জাহেলিয়াতের উপর হলো।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৫২ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=41

    7-Aug-2016 10:39 pm

    7-Aug-2016 10:55 pm


    হাদিস - ৮৪
    আবি ইদরিস রা: বলেছেন:
    ফিতনা হবে যেগুলোর ছায়া হবে গরুর চেহারার মত। অধিকাংশ মানুষ তাতে পড়ে ধ্বংশ হয়ে যাবে।
    যারা আগেই এটাকে চিনবে তারা ছাড়া।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৯৪ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=83
    _____
    টিকা:
    গরুর চেহারা: সব দেখতে এক রকম হবে এই অর্থে। ফিতনা সবগুলো প্রায় একই রকম।

    7-Aug-2016 10:55 pm

    7-Aug-2016 11:26 pm


    হাদিস - ২৩
    হুজাইফা রা: বলেছেন:
    তিনটা ফিতনা হবে। চতুর্থটা দাজ্জালের দিকে নিয়ে যাবে।
    তখন কালো পাথর ছুড়ে মারা হবে। এবং অগ্নি পাথর ছুড়ে মারা হবে।
    ঢেউয়ের মত অন্ধকার আসবে। সমুদ্রের ঢেউয়ের মত।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৩ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=22
    ____
    টিকা:
    তিনটা ফিতনা: বড় ফিতনার কথা বলা হয়েছে।
    পাথর: কেটাপুলটের পাথরের কথা বলা হয়েছে। তবে বর্তমানের ফিতনাকে চতুর্থ ফিতনা ধরা হলে, অনেকে বোমা, মিসাইল দ্বারা ব্যখ্যা করে।

    7-Aug-2016 11:26 pm

    7-Aug-2016 11:37 pm


    হাদিস - ৪৬
    আলী রা: বলেছেন:
    নেতৃত্ব হবে কুরাইশ থেকে।
    আর যে জামাত থেকে এক হাত দূরে চলে গেলো সে যেন নিজের ঘাড় থেকে ইসলামের বন্ধনকে খুলে ফেললো।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৫৬ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=45
    _____
    বুঝলাম,
    মুসলিমদের মূলধারার সাথে থাকতে হবে। এবং মূলধারার নেতৃত্বের অধিকার কুরাইশদের।

      Comments:
    • Catapult

      - আগের বড় তিনটা ফিতনা আমি যেভাবে দেখি: উমাইয়া খিলাফতের প্রতিস্ঠার সময়কার ফিতনা। আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার আগের ফিতনা। এবং উসমানী খিলাফত প্রতিষ্ঠার আগের ফিতনা।

    7-Aug-2016 11:37 pm

    8-Aug-2016 11:45 am


    অনুবাদকৃত ৫২ টি হাদিসের সবগুলো ওয়েব সাইটে দেয়া হয়েছে।
    এবং হোম পেইজে এই নতুন সেকশনের লিংক দিয়ে দেয়া হয়েছে।

    http://habibur.com/

    8-Aug-2016 11:45 am

    8-Aug-2016 11:46 am


    হাদিস - ৯২
    হুজাইফা রা: এর অসুস্থাতার সময় আবু মাসউদ আল-আনসারি উনার বাড়িতে গেলেন। যেই অসুস্থতায় উনি শেষ পর্যন্ত মারা যান।

    বললেন,
    : এটাই কি আলাদা হবার সময়?
    : হ্যা। আমার প্রীয় জিনিস এসেছে আমার প্রয়োজনের সময়।
    যে অনুশোচনা করলো সে সফল হলো -- একিন শেখার পর আমি শিখেছিলাম।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫০২ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=91

    _____
    টিকা:
    প্রীয় জিনিস: মৃত্যু।
    প্রয়োজনের সময়: যখন মৃত্যুকে চাচ্ছিলাম।

    8-Aug-2016 11:46 am

    8-Aug-2016 12:12 pm


    হাদিস - ২৫
    এক ব্যক্তি হুজাইফা রা: কে জিজ্ঞাসা করলো,
    : যখন মুসুল্লিদের কতল করা হবে তখন আমি কি করবো?
    : নিজের বাসায় ঢুকে যাবে।
    : সে যদি আমার বাসায় ঢুকে পড়ে তখন কি করবো?
    : বলে দিবে, আমি তোমাকে হত্যা করবো না, আমি রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করি।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৫ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=24

      Comments:
    • ফিতনার সময় মানুষ অন্ধ হয়ে যাবে, এটা আন্যান্য হাদিসে বর্নিত আছে।

    8-Aug-2016 12:12 pm

    8-Aug-2016 2:09 pm


    হাদিস - ৫০
    জাইদ বিন উথাইয়ি বলেছেন:
    হুজাইফা রা: বলেছেন,
    : তোমরা তখন কি করবে যখন তোমাদের কাছে অন্যে হক চাবে এবং তোমরা তাকে দিয়ে দেবে, কিন্তু তোমাদের হক তোমাদেরকে দিতে তারা আস্বিকার করবে?

    লোকেরা জবাব দিলো,
    : আমরা সবর করবো।

    হুজাইফা রা: বললেন,
    : তোমরা প্রবেশ করেছো! কাবার রবের শপথ।
    _____
    শেষ দুটো লাইন প্রিন্টেড বইয়ের PDF এ ভিন্ন রকমে আছে। ওখানে আছে:
    তারা জবাব দিলো, "আমরা সবর করবো, কাবার রবের শপথ।" [এখানেই শেষ]

    প্রবেশ করেছো: জান্নাতে প্রবেশ করেছো।
    অন্যেরা: মূলতঃ ক্ষমতাসীনরা।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬০ ]
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=49

      Comments:
    • দোয়া করা জায়েজ নেই। "পছন্দ" করতে সমস্যা নেই।
    • সংগ্রামী সাধকদের ইতিকথা, নেই।

    8-Aug-2016 2:09 pm

    10-Aug-2016 5:16 am


    "By the way, and if she gets to pick - ..., nothing you can do, folks. Although the Second Amendment people, maybe there is, I don’t know."

    ~ Trump 2016 :-D (Y)

      Comments:
    • এই শেষ হাদিসটার অনুবদে কিছু কারেকশন করা হয়েছে।
      এখন দুই ভার্শনের অর্থই মুটামুটি এক।

    10-Aug-2016 5:16 am

    10-Aug-2016 2:06 pm


    হাদিস - ২৭
    হুজাইফা রা: বলেছেন:
    : তখন তোমাদের কি অবস্থা হবে যখন উট তার লাগাম সহ এসে তোমাদের মাঝে হাটু গেড়ে বসবে, এবং তোমাদের কাছে এখান থেকে, ওখান থেকে লোকেরা আসবে?

    : ওয়াল্লাহ! আমরা জানি না।

    : তবে ওয়াল্লাহ। আমি জানি। তোমারা তখন গোলাম আর তার মালিকের মত হয়ে যাবে। মালিক গোলামকে ধমক দিলেও গোলাম পাল্টা ধমক দেয় না। আর পিটালেও গোলাম পাল্টা পিটায় না।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৭ ]
    http://habibur.com/shaiba/id.27/
    ________
    উট: উটের পিঠের যুদ্ধের কথা উল্লেখ করেছেন।
    গোলাম-মালিক: প্রতিশোধ প্রতিবাদ না করে চুপ থেকে মেনে নিতে বলেছেন।

    10-Aug-2016 2:06 pm

    10-Aug-2016 2:26 pm


    হাদিস - ৫৪
    আদ্দা বিন খালিদ বিন হাওদাহ রা: বলেছেন:
    নবী ﷺ এর সংগে আমি বিদায় হজ্জ করেছি। দেখেছি নবী ﷺ দুটো বাহনের উপর দাড়িয়ে বলছেন,

    : তোমরা জানো এটা কোন মাস? এটা কোন শহর?
    তাহলে জেনে রাখো, তোমাদের রক্ত, তোমাদের মাল হারাম
    যেরকম হারাম তোমাদের এই দিন, তোমাদের এই মাসে, তোমাদের এই শহরে।
    তোমাদের কাছে কি কথাটি পৌছেছি?

    : হ্যা।

    : হে আল্লাহ! আপনি সাক্ষি থাকেন।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬৪ ]
    http://habibur.com/shaiba/id.54/

    10-Aug-2016 2:26 pm

    10-Aug-2016 2:47 pm


    হাদিস - ১০৮
    উবাইদিল্লাহ বিন কাব রা: বলেছেন:
    আমি উম্মে সালমা রা: এর সংগে ছিলাম। তখন হারিথ বিন আবি রাবিয়া রা: এবং আব্দুল্লাহ বিন সাফওয়ান রা: আসলেন। উনাকে জিজ্ঞাসা করলেন ঐ বাহিনীর কথা যারা মাটিতে ধ্বসে পড়বে। এটা আব্দুল্লাহ বিন জুবারই রা: এর যুগে।

    তখন উম্মে সালমা র: বললেন:
    রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

    [আল্লাহর] ঘরে একজন অশ্রয় নিবে। তার কাছে একটা দল পাঠানো হবে। তারা যখন বাইদাহ তে থাকবে তখন ভুমি তাদের গ্রাস করে নিবে।

    আমরা তখন উনাকে ﷺ কে জিজ্ঞাসা করেছিলাম,
    : ইয়া রাসুলুল্লাহ ﷺ যদি তাদের সাথে অনিচ্ছুক কেউ থাকে?
    : তাদের সাথে সেও ধ্বসে পড়বে। কিন্তু কিয়ামতের দিন তাকে তার নিয়তের উপর তোলা হবে।

    আবু জাফর বলছেন: এই বাইদা হলো মদিনাতে যেটা।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫১৮ ]
    http://habibur.com/shaiba/id.108/

    10-Aug-2016 2:47 pm

    10-Aug-2016 7:41 pm


    হাদিস - ২৯
    খারাশাহ বলছেন:
    হুজাইফা রা: একবার মসজিদে ঢুকলেন।
    দেখলেন এক কওমের কিছু লোক অন্য লোককে পড়াচ্ছেন।
    বললেন,
    : তোমরা যদি পথের উপর থাকতে! তোমরা অনেক দূরের জিনিষকে জরুরী বানিয়ে ফেলেছো।

    এর পর উনি রা: তাদের সাথে বসলেন এবং বললেন,
    : আমরা ছিলাম সেই কওম যারা পড়া শেখার আগে ঈমান এনেছি। শিগ্রই এমন কওম আসবে যারা ঈমান আনার আগে পড়া শিখবে।

    ঐ কওম থেকে একজন বললেন,
    : এটা ফিতনা?

    উনি বললেন,
    : দ্রুতই, তোমাদের সামনে থেকে কিছু এসে তোমাদের চেহারাকে অপরাধি করে দিবে। এর পর অনবরত আসতে থাকবে আসতে থাকবে। লোকজন ফিরে গিয়ে পরামর্শ নেবে এমন দুব্যক্তি থেকে, যাদের একজন অথর্ব, অন্যজন অসৎ।

    খারাশাহ বললেন,
    : এর পর কিছু সময় যায় নি। আমি দেখলাম লোকটা তার তলোয়ার নিয়ে বেরিয়ে মানুষকে পর্যবেক্ষন করছে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৯ ]
    http://habibur.com/shaiba/id.29/
    ___________________________________
    দুইব্যক্তি: দুজন নেতা।

    এটা ঐ যুগের ঘটনা।

    10-Aug-2016 7:41 pm

    11-Aug-2016 2:29 pm


    হাদিস - ৬২
    ইবনে হানাফীয়া রা: বলেছেন:
    আল্লাহ রহম করুন ঐ লোকের উপর যে
    তার হাত গুটিয়ে রাখে,
    জিহ্বাকে আটকিয়ে রাখে,
    অন্তরকে চাহিদাশূন্য রাখে
    নিজের ঘরে বসে থাকে
    আর তার নিজ দায়িত্ব নিজের উপর।
    সে কিয়ামতের দিন ঐ লোকদের সাথে থাকবে, যাদেরকে ভালোবাসা হবে।
    সাবধান! মুমিনদের তলোয়ার তাদের দিকে সবচেয়ে দ্রুত আসে।
    সাবধান! বিজয় হক্বের জন্য। আল্লাহ তায়ালা যখন চান দিবেন।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৭২ ]
    http://habibur.com/shaiba/id.62/

    11-Aug-2016 2:29 pm

    11-Aug-2016 2:45 pm


    হাদিস - ১২৪
    আবু হুরাইরা রা: বলেছেন,
    রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
    : আল্লার কাছে আশ্রয় চাও, নেতৃত্বে সত্তর থেকে। আর আমির অল্প বয়সী ছেলেদের থেকে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫৩৪ ]
    http://habibur.com/shaiba/id.124/
    _______________
    সত্তর: বছর বয়স্ক।

      Comments:
    • বৃদ্ধ দুর্বল সত্তর বছর বয়স্ক নেতা থেকে। উপরে দিয়ে দিয়েছি।

    11-Aug-2016 2:45 pm

    11-Aug-2016 8:05 pm


    হাদিস - ৩৩
    হুজাইফা রা: কে জিজ্ঞাসা করা হলো,
    : বনি ইসরাইল কি একদিনেই কুফরিতে চলে গিয়েছিলো?

    বললেন,
    : না। বরং তাদের উপর ফিতনা আসে। তারা এতে পড়ে যায়।
    কিন্তু ফিতনাকে তারা খারাপ বুঝতে পারে।

    এর পর আবার ফিতনা আসে, এতে আবার পড়ে যায়।
    এভাবে,
    এক পর্যায়ে তারা চাবুক আর তলোয়ার নিয়ে ঝাপিয়ে পড়ে।
    এক পর্যায়ে তারা সাওয়ারী নিয়ে ঝাপিয়ে পড়ে।
    এক পর্যায়ে তারা তাদের জানা জিনিস ভুলে যায়।
    এবং খারাপকে আর খারাপ বুঝতে পারে না।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৪৩ ]
    http://habibur.com/shaiba/id.33/

    11-Aug-2016 8:05 pm

    11-Aug-2016 8:14 pm


    হাদিস - ৬৬
    আবা জুরআহ বিন আমর বিন জারির রা: বলেছেন,
    রাসুলুল্লাহ ﷺ বিদায়ী হজ্জে বলেছেন,
    : হে মানুষ, শান্ত হয়ে মনোযোগ দিয়ে শুনো। আমার পরে তোমরা একে অন্যের গলায় আঘাত করে কুফরিতে ফিরে যেও না।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৭৬ ]
    http://habibur.com/shaiba/id.66/
    ___________________________________
    গলায় আঘাত করা: হত্যা করা।

    11-Aug-2016 8:14 pm

    11-Aug-2016 8:18 pm


    হাদিস - ৩৫
    হুজাইফা রা: বলেছেন:
    যে জামাত থেকে এক হাত দূরে চলে গেলো সে যেনো ইসলাম থেকে দূরে চলে গেলো।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৪৫ ]
    http://habibur.com/shaiba/id.35/
    ___________________________________
    জামাত: মুসলিমদের মূলধারা।

    11-Aug-2016 8:18 pm

    11-Aug-2016 9:16 pm


    হাদিস - ৭০
    মুররাহ বলেছেন:
    রাসুলুল্লাহ ﷺ এর একজন সাহাবি বলছেন:
    রাসুলুল্লাহ ﷺ একবার আমাদের মাঝে দাড়ালেন, এবং বললেন:

    সাবধান! আমি তোমাদের আগে হাউজে পৌছে যাবো।
    তোমাদের দেখবো, এবং তোমাদের বিশাল সংখ্যা দেখে অনন্দিত হবো।
    তাই তোমরা আমার মুখকে কালো করো না।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৮০ ]
    http://habibur.com/shaiba/id.70/

    11-Aug-2016 9:16 pm

    11-Aug-2016 9:29 pm


    হাদিস - ৭৪
    তালহা বিন উবাইদিল্লাহ বিন কুরাইজ বলেছেন:
    উমর রা: সেনাপ্রধানদের লিখে দিয়েছিলেন:

    যদি গোত্রগুলো একে অন্যের সংগে সংঘর্ষে নামে তবে তলোয়ার দিয়ে তাদের তাড়া করবে যতক্ষন না তারা ইসলামের শিক্ষার দিকে ফিরে আসে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৮৪ ]
    http://habibur.com/shaiba/id.74/

    11-Aug-2016 9:29 pm

    11-Aug-2016 10:00 pm


    আজকে ১০ টার মত হাদিস অনুবাদ করা হয়েছে। সব মিলে ৭০ টার মত হয়েছে।

    এখন অনুবাদকৃত প্রতিটা হাদিস এখানে দিতে পারি। তাহলে টাইমলাইন ফ্লাড হয়ে যাবে।

    অথবা, সিলেকটেড হাদিস এখানে দিতে পারি। তাহলে অন্যদের প্রশ্ন থেকে যাবে আমি কোনো একটা মতকে হাইলাইট করছি কিনা।

    সমাধান কি চিন্তা করছি।

      Comments:
    • কিসের উপর বেইস করে সিলেক্ট করবো সেটাও প্রশ্ন।
    • কি রকম ফ্রিকুয়েন্সিতে? ডেইলি যেগুলো অনুবাদ করবো তার মাঝ থেকে যে কোনো একটা? উইনিক না হলে দু তিন দিন কিছু পোস্ট করবো না যতক্ষন না এই চাপ্টার অনুবাদ শেষ করে অন্য চাপ্টারে যাচ্ছি?
    • উইক এন্ডে ১০ থেকে ১৫ টা। অন্যান্য দিন ৪ থেকে ৮ টা।

    11-Aug-2016 10:00 pm

    11-Aug-2016 11:27 pm


    Quoting:

    গত সপ্তাহে এক বন্ধু চলে গেল।
    আরেক বন্ধু ব্যাগ গোছাচ্ছে - এই মাসেই ফ্লাইট।
    পাইপলাইনে আরো কিছু বন্ধু-বান্ধবকে দেখতে পাচ্ছি। কেউ এপ্লাই করে দিয়েছে, কেউ কেউ IELTS এর প্রিপারেশন নিচ্ছে।
    এদের সবারই বয়স চল্লিশের কাছাকাছি। বউ-বাচ্চাসহ পরিবার নিয়ে দেশে ওয়েল সেটেলড। কেউ মোবাইল কোম্পানিতে উচ্চপদে ছিল, কেউ ব্যাংকের উচ্চপদে। কারো বেতনই কিন্তু ৬ ডিজিটের নিচে নয়। অন্তত দুজন আছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও /কান্ট্রি ম্যানেজার।
    তবুও সবাই চলে যাচ্ছে।
    এদেরকে দেখে দেখে মনে সংশয় জাগছে - ভুল করছি না তো ?
    গমনোদ্যত এক বন্ধুর বৌ বললো - কি করবো এই দেশে থেকে বলো ? জানি কষ্ট হবে। কিন্তু অন্তত বাচ্চাদের ভবিষ্যৎটা তো সিকিউরড করতে হবে, নাকি ? পারলে তোমরাও এপ্লাই করে দাও।

    ~ Jobaed Ahsan

      Comments:
    • এগুলোর কোনো জায়গায় স্ত্রীকে চাকরি করতে হয় না। শুধু ঘর সংসার সামলাতে হয়। কামাই রোজগারের দায়িত্ব স্বামির।
      আর যিনি ঐটা লিখেছিলেন উনাকে চাকরি করতে হয় তার স্বামির মত। এর উপরে আবার স্বামির খেদমত। পার্থক্য আছে। বেশ বড়।
    • No country is actually safe in this world now, they say.

    11-Aug-2016 11:27 pm

    12-Aug-2016 11:12 am


    A few news analysis from Pepe Escobar. The gist of which is: A lot of what is leaked and reported by the media is a deliberate attempt to push something to happen. Instead of reporting on what actually happened.
    This post had an attachment, which is now missing
      Comments:
    • Right now it seems the greatest foe of the Muslims isn't the west, but Muslims themselves. As most of the wars are being fought within.

      Currently it looks like war drum is getting beaten on two fronts. Muslims vs the Muslims. And West vs the West.

      Muslims don't have the power to destroy USA even if it wants to. But Russia has. For long USA has been focused on the wrong enemy. They are coming to their senses, it seems. Too late?

    12-Aug-2016 11:12 am

    12-Aug-2016 2:40 pm


    প্রতিদিনের অনুবাদকৃত হাদিসগুলো আলাদা করে এখানে পাবেন।
    http://habibur.com/shaiba/daily/

    আজকে ১৩ টা করা হয়েছে। তারিখের পাশের নম্বরের উপর ক্লিক করলে ঐ দিন অনুবাদকৃত হাদিসগুলো শুধু লিস্ট হবে।

    মূল পেইজের সাইডে এটা Daily-Progress নামে একটা লিংকে দেয়া আছে।

      Comments:
    • Good idea. আলাদা একটা গ্রুপ তৈরি করতে পারি।

      কিন্তু pretty sure, বিভিন্ন দলের অনুগতরা এসে তখন তাদের যে হাদিসগুলো পছন্দ হয় না সেগুলোর উপর তর্ক জুড়ে দিবে।

    12-Aug-2016 2:40 pm

    12-Aug-2016 4:12 pm


    হাদিস - ১১০
    আবু জিনাদ বলেছেন:
    আমি তখন গোলাম ছিলাম। আমার মালিকের সাথে বের হলাম। ভিড় ঠেলে হুজাইফা রা: এর কাছে গেলাম। উনি তখন বলছিলেন,

    : নবী ﷺ এর সমস্ত শিক্ষা থেকে যদি কোনো লোক একটা কথাই বলতে থাকে, তবে সেটা মুনাফেকির দিকে যাবে।
    আমি তোমাদের একটি বয়ানে শুনেছি বক্তা চার বার বলেছে: তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের নিষেধ কর, এবং একে অন্যকে ভালো কাজে উৎসাহ দাও। তা না হলে তোমাদের সবার উপর আল্লাহ একসাথে আজাব পঠাবেন। এবং তোমাদের মাঝে সবচেয়ে খারাপ লোকদের তোমাদের আমির বানাবেন। এর পর তোমরা ভালোর জন্য দোয়া করবে কিন্তু সে দোয়ার কবুল করা হবে না।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫২০ ]
    http://habibur.com/shaiba/id.110/

      Comments:
    • যেখান থেকে অনুবাদ করছি সেখানে এর মান উল্লেখ নেই। যে দুএকটাতে আছে, সেখানে উল্লেখ করে দিয়েছি। এরকম শুধু একটা পেয়েছি। তাও ফুটনোটে। কে এই রেটিং করেছে সেটাও জানি না। তাই রেটিংটাও কতটুকু নির্ভরযোগ্য সেই প্রশ্ন থাকে।
    • আমাদের দেশি লুংগির মত দুই পেচ দিয়ে পড়ে ফেললে আরো সহজ। আর সতর খুলে না।

    12-Aug-2016 4:12 pm

    13-Aug-2016 11:41 am


    হাদিস - ৮১
    ইবনে মাসউদ রা: আমাদের এগিয়ে নিয়ে চললেন। এর পর কাদিসিয়ার রাস্তায় নামলেন। বুস্তান শহরে প্রবেশ করলেন। উনার হাজত পূর্ন করলেন। এর পর উনি ওজু করলেন এবং মুজার উপর মসেহ করলেন। এর পর বের হলেন। উনার দাড়ি থেকে ফোটা ফোটা পানি পড়ছিলো।

    আমরা উনাকে বললাম,
    : আমাদের সমাধান দিন। মানুষ ফিতনাতে পড়ে যাচ্ছে, এই দিকে আমরা আপনার সাক্ষাৎ পবো নাকি পাবো না সেটা জানি না।

    উনি বললেন,
    : আল্লাহকে ভয় করো। এবং সবর কর। যতক্ষন না বিপদ চলে যায়। অথবা অসৎ লোকদের থেকে পরিত্রান পাও। আর তোমাদের উপর হুকুম জামাতের সংগে থাকা। কারন আল্লাহ মুহাম্মদ ﷺ এর উম্মতকে পথভ্রস্টতার উপর জামাতবদ্ধ করেন না।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৯১ ]
    http://habibur.com/shaiba/id.81/

    13-Aug-2016 11:41 am

    13-Aug-2016 11:05 pm


    হাদিস - ১২১
    ইয়া'লি বিন আত্বা বলেছেন উনার পিতা থেকে:
    আমি আব্দুল্লাহ বিন উমর রা: এর বাহনের লাগাম ধরে যাচ্ছিলাম।
    উনি বললেন,
    : তখন তোমাদের কি অবস্থা হবে যখন তোমরা বাইতুল্লাহকে ভেঙ্গে ফেলবে এমন ভাবে যে এর একটা পাথরের উপর একটা পাথরও থাকবে না?
    : আমরা কি তখন ইসলামের উপর থাকবো?
    : তোমরা ইসলামের উপরই থাকবে।
    : এর পর কি হবে?
    : এর পর এটাকে ইতিহাসে সবচেয়ে সুন্দর করে বানানো হবে। যখন তুমি দেখবে,
    মক্কার ভেতর দিয়ে সুড়ঙ্গ খোড়া হয়েছে,
    এবং এর দালানগুলো পাহাড়ের মাথা থেকে উচু হয়ে গিয়েছে,
    তখন জানবে ঘটনার ছায়া তোমার উপর চলে এসেছে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫৩১ ]
    http://habibur.com/shaiba/id.121/

      Comments:
    • জামাত মানে মূল ধারা। মুসলিমদের সমাজকে বুঝায়। অধিকাংশ মানুষ যেখানে আছে।
      জামাত মানে কোনো দল না। সমাজচ্যুত হয়ে মূলধারা বিরোধি কোনো উপদলে ঢুকলে এই হাদিসের বিরোধিতা করা হবে।
    • মক্কার পাহাড় বা মাটির ভেতর দিয়ে সুড়ঙ্গ খোড়া হয়েছে।
    • এগুলো। নেটে খুজলে বিস্তারিত ভিডিও পাবেন।

    13-Aug-2016 11:05 pm

    14-Aug-2016 3:19 pm


    মুসান্নাফ ইবনে আবি শাইবার, ফিতন আধ্যাযে ৬০০ টার মত হাদিসের মাঝে প্রথম ১২৮ টা অনুবাদ করা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ।

    দুটো হাদিসের [৯৯ আর ১০০] অর্থ বের করতে পারি নি। তাই এই দুটো বাদ রেখেছি।

    বাকি হাদিসগুলো প্রায় সবগুলো ফিতনা অর্থাৎ মুসলিমে-মুসলিমে যুদ্ধ হলে কোনো পক্ষে না গিয়ে বাসায় বসে থাকার হুকুম সংক্রান্ত।

    কোন হাদিস থেকে আমি কি জানলাম এটা সংক্ষেপে লিখে দিবো ইনশাল্লাহ।

      Comments:
    • নিজে
    • আমাদের বাদ দিয়া, একা একা এক্সপেরিয়েন্সের কোনো দাম নাই।
    • আমি জেনারেল শিক্ষিত। আরবী আলাদা ভাবে প্রেকটিশ করি।
    • ইউটুবে "Hamza Yousuf signs of the hour" লিখে সার্চ করলে এই হাদিসটা উনার মুখে অনুবাদ শুনতে পাবেন। ৫ থেকে ১০ মিনিটের ক্লিপ। হাজার হাজার কপি আছে।
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10153487155448176
    • কাউকে দিয়ে প্রুফ রিডিং করাচ্ছি না।

    14-Aug-2016 3:19 pm

    14-Aug-2016 11:51 pm


    ফিতনাকে "সুন্নাহ" মনে করা প্রসংগে দুটো হাদিস:

    হাদিস - ৪৭
    আব্দুল্লাহ রা: বলেছেন,
    : তখন তোমাদের কি অবস্থা হবে যখন ফিতনার কাপড় তোমাদের পড়ানো হবে? অল্প বয়সীরা সে সময় সীমা ছাড়াবে, এবং বয়স্করা দুর্বল হয়ে পড়বে। মানুষ এটাকে সুন্নাহ হিসাবে নিবে। এর মাঝে কিছু পরিবর্তন করলে মানুষ বলবে, "তুমি সুন্নাহকে বদলাচ্ছো।"

    লোকেরা জিজ্ঞাসা করলো,
    : এটা কখন হবে, আবি আব্দুর রহমান?

    : যখন তোমাদের মাঝে লিখাপড়া জানা লোক বেড়ে যাবে কিন্তু বিশ্বস্ত লোক কমে যাবে।
    যখন তোমাদের মাঝে নেতা বেড়ে যাবে কিন্তু ফকিহ কমে যাবে।
    যখন তোমরা আখেরাতের আমল দ্বারা দুনিয়ার সন্ধান করবে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৫৭ ]
    http://habibur.com/shaiba/id.47/

    হাদিস - ৫১
    হুজাইফা রা: এবং আবু মাসউদ রা: মসজিদে বসে ছিলেন। ঐ সময়ে কুফাবাসীরা সাইদ ইবনে আস রা: কে মাত্র বহিস্কার করেছে।

    এক লোক উনাদের দুজনের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন,
    : আপনাদের কি জিনিস আটকিয়ে রেখেছে? অথচ সমস্ত মানুষ বেরিয়ে পড়েছে! ওয়াল্লাহ আমরাই সুন্নাহর উপর আছি।

    তারা জবাব দিলো,
    : তোমরা কি করে সুন্নাহর উপর আছো, যেখানে তোমরা তোমাদের ইমামকে বহিস্কার করেছো? ওয়াল্লাহ তোমরা সুন্নাহর উপর নেই যতক্ষন না তোমাদের নেতারা দুঃখ প্রকাশ করে জনগনকে নসিহা করে।

    : যদি নেতারা দুঃখ প্রকাশ না করে, এবং জনগনকে নসিহা না করে -- তবে আমাদের কি বলেবেন?

    : তবে আমরা বেরিয়ে যাবো, এবং তোমাদের বিদায় জানাবো।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬১ ]
    http://habibur.com/shaiba/id.51/

      Comments:
    • নামাজ রোজা কোরআন পড়ে টাকা কামাবে।

    14-Aug-2016 11:51 pm

    15-Aug-2016 6:29 am


    "ত্বাগুতরা" আবার কখন দুনিয়া শাসন করবে তার উপর দুটো হাদিস:

    হাদিস - ৮২
    আনাস বিন মালিক রা: বলেছেন,
    : শিগ্রই প্রথমে রাজা-বাদশাহরা আসবে, এর পর আসবে স্বৈরাচাররা, এর পর আসবে ত্বাগুতরা।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৯২ ]
    http://habibur.com/shaiba/id.82/

    হাদিস - ৪৪
    আলী রা: বলেছেন:
    ইসলাম কমে যেতে থাকবে।
    এমন কি "আল্লাহ, আল্লাহ" বলার মত মানুষ থাকবে না।
    এ অবস্থা হলে দ্বীনের এক শীর্ষ নেতা দাড়িয়ে যাবে তার পাপ নিয়ে।
    এর পর মানুষ বেরিয়ে তার চারিদিকে জড়ো হত থাকবে যেভাবে শরৎ কালে মেঘ জমা হয়।
    ওয়াল্লাহ! আমি তাদের আমিরের নাম জানি এবং তাদের ঘোড়ার জাতও জানি।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৫৪ ]
    http://habibur.com/shaiba/id.44/

      Comments:
    • - এটা একেবারে শেষ যুগের ঘটনা। যখন ইসলাম দুনিয়ে থেকে মুছে যাবে।

      - ধর্মিয় পাদ্রিদের উপর কিছু সময়ের জন্য শয়তান ভর করে এবং ঐ পাদ্রি অদ্ভুত কথা বলতে থাকে -- এটা হলো ত্বাগুতের ব্যখ্যা যেটা তফসিরের কিতাবগুলোতে আছে।

      - তখন ঐ পাদ্রির চারদিকে মানুষ জমে যায় ত্বাগুতের কথা শুনার জন্য, এবং তার অনুসরন করার জন্য। শরৎ কালের মেঘের মত।

    15-Aug-2016 6:29 am

    15-Aug-2016 11:15 am


    তলোয়ার দিয়ে ফিতনা দূর করা যায় না, উল্টো যে দুর করতে চাচ্ছে সে নিজেই ফিতনায় পড়ে যাবে, এবং ফিতনা বাড়বে -- এ প্রসংগে দুটো হাদিস:

    হাদিস - ৫২
    ইয়াজিদ বিন সুহাইব আল-ফকির বলেছেন:
    আমার কাছে এই কথা পৌছেছে যে, ফিতনার সময় যে তার তলোয়ারের অনুসরন করবে সেই ভুলের মাঝে পড়ে গিয়ে আফসো করবে এবং সে লাঞ্চিত হবে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬২ ]
    http://habibur.com/shaiba/id.52/

    হাদিস - ২৬
    হুজাইফা রা: বলেছেন:
    তিনটা জিনিস দিয়ে ফিতনা বাড়বে।

    এমন লোকের হাতে রক্তপাত বৃদ্ধির কারনে, যে ফিতনা বাড়ুক সেটা চায় না, বরং তলোয়ার দ্বারা কমাতে চায়।
    এমন খতিবের কারনে যে সবকিছু নিজের দিকে ডাকে।
    এবং প্রশংসিত শরিফ লোকের কারনে।

    এর পর রক্তপাত যখন বেড়ে যাবে, তখন সেটা তাদেরকে ফেলে দেবে।
    এরপর তাদেরকে উপড়ে ফেলবে এবং তাদের নিকট যা ছিলো সেটা তাদের ক্ষতি করবে।

    [ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩৬ ]
    http://habibur.com/shaiba/id.26/

      Comments:
    • অধিকাংশ "মানুষের" কথা বলেছেন। অধিকাংশ "মুসলিমদের" কথা না।

    15-Aug-2016 11:15 am

    15-Aug-2016 4:13 pm


    নুয়াইম বিন হাম্মাদের "আল-ফিতান" এর সবকয়টা হাদিসও দিয়ে দিয়েছি ওয়েবে। আগে এগুলো শুধু PDF এ ছিলো।

    এখন কোনগুলো মিসিং আছে দেখে এডিট করে ফাইনাল ভার্সন করতে হবে।

    লাইব্রেরিটা এইখানে। এখন দুটো বই আছে। আরো বই এড হবে ইনশাল্লাহ।

    এর পর ইচ্ছে আছে মুসতাদরাক হাকিম এর ফিতনা চ্যপ্টার এবং শেষে ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান্নিহায়ার শেষ খন্ড "ফিতান ওয়াল মুলাহিম" অনুবাদ করার।

    তবে যতটুকু দেখলাম নুয়াইম বিন হাম্মাদের বইটাই মূল বই। এই বইয়ের বাইরে এই সংক্রান্ত নতুন কোনো কথা, বর্ননা বা হদিস খুব কম আছে।

    এই মুহুর্তে নুয়াইম বিন হাম্মাদের বইয়ের একটা একটা করে হাদিস রিভিউ করার ইচ্ছে। কাজ শেষ হলে এটা সম্পুর্ন বই এর মত হয়ে যাবে, ইনশাল্লাহ।

    http://habibur.com/kitab/

    15-Aug-2016 4:13 pm

    15-Aug-2016 10:53 pm


    নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান অডিট করলাম।

    ২০০০ হাদিসের মাঝে, PDF এ ১৬০০ হাদিসের অনুবাদ দেয়া ছিলো।
    মিসিং ৪০০ টার মাঝে ১৫০ টা হাদিস একটা ফাইলে পেয়ে ওয়েব সাইটে দিয়ে দিয়েছি।
    তাই এখন ২৫০ টা হাদিস বাদ আছে। এগুলো সম্ভবতঃ অনুবাদ করা হয় নি।

    এই ২৫০ হাদিস নিজে অনুবাদ করে দিতে পারি।
    অথবা কিছু খরচ করে আলেমদের দিয়ে করিয়ে নিতে পারি।

    এটা ছাড়াও প্রতিটা হাদিস আরবী-বাংলার সাথে মিলে কিনা চেক করে দেখতে হবে। প্লাস বাংলা বানান চেক করতে হবে। প্যরাগ্রাফ ব্রেক, ফরমেটিং ঠিক করতে হবে। এসব।

    habibur.com/kitab/nuaim/

      Comments:
    • অন্য কোনো ভাবে যদি এক্সপ্রেস করা যায় যে আলেমদের দিয়ে করাতে খরচ আছে, এটা ফ্রি না, তবে জানাতে পারেন।

    15-Aug-2016 10:53 pm

    16-Aug-2016 10:57 pm


    নুয়াইম বিন হাম্মাদের বইয়ের হাদিসগুলো অধ্যায় অনুযায়ি লিস্টিং দিয়ে দিয়েছি।
    এখন সবগুলো অধ্যায় আছে।

    যদিও ২৫০ টা হাদিসের অনুবাদ বাকি আছে, আগের মত।

    http://habibur.com/kitab/nuaim/

      Comments:
    • আরকানে আরবাআ কি বাংলা বই?
    • বাইতুল্লাহর ছায়ায় কিসের উপর? উনার পরবর্তি সফরের উপর? নাকি অন্য কোনো বিষয়?

    16-Aug-2016 10:57 pm

    16-Aug-2016 11:50 pm


    হজ্জের উপর কিছু টিপস:

    হজ্জের মাসলা মাসাইল হজ্জের যাবার আগে সব শিখে যেতে হবে। ঐ খানে গিয়ে --লোকে যা করে দেখে দেখে করবো -- হলে হজ্জ নস্ট হবার আশংকা থাকে।

    কারন দেখবেন লোকে কি করবে সেটা অধিকাংশই জানবে না। অপনাকে জিজ্ঞাসা করবে।

    এবং যারা জানে তাদের মাঝে মাসলা মাসায়েল নিযে দ্বিমত ঝগড়া চলতে থাকবে। আপনি কনফিউজড হবেন।

    ২০ পৃস্টার কোনো পেপার ব্যক দিযে হজ্জের মাসলা সব শিখতে পারবেন না। হজ্জের উপর ২০০ পৃস্টার মোটা কোনো বই আগা থেকে গোড়া পড়ে যেতে হবে।

    পড়া শেষ হলে টেস্ট:
    ১। ইহরাম অবস্থায় অজুর সময় দেখলেন হাতে দুটো দাড়ি ঊঠে গিয়েছে। কি করতে হবে?
    ২। ইহরাম অবস্থায় হাটতে গিয়ে পা কেটে গেলো, কি করতে হবে?
    ৩ কতটুকু সময় মুজদালিফাতে থাকলে ওয়াজিব আদায় হয়ে যাবে, দম দিতে হবে না?

    এই ধরনের প্রশ্নগুলোর উত্তর যদি বইটাতে পান, তবে চলবে। নচেৎ শেখাটা ইনকমপ্লিট। আরো মোটা বই পড়তে হবে।

    #HabibHajj

      Comments:
    • ইমদাদিয়ার "হজ্জ ও মাসাইল"। কালো রংয়ের বই। বাংলা

    16-Aug-2016 11:50 pm

    17-Aug-2016 2:02 pm


    China launches its first Quantum satellite. Uses quantum entanglement to beam the encryption key to two locations on earth. The beam is a laser beam. Quantum entanglement ensures its never snooped upon. The rest of the communication doesn't use entanglement. Its the old usual way.

    Tech like this is used by USA too, but there, laser is passed through fiber cables. Looks like china is first to implement it on a satellite.

    Big step forward in tech (Y)

    http://www.bbc.com/news/world-asia-china-37091833

    17-Aug-2016 2:02 pm

    17-Aug-2016 7:16 pm


    হজ্জের আরো টিপস:

    হজ্জের পরে দিনের সকালে সবাই পথ হারিয়ে ফেলে।

    এজন্য মোবাইল ফোনের GPS দিয়ে কিভাবে লোকেশন মার্ক করে এর পর ট্রেক করে আবার ঐ জায়গায় ফিরে আসতে হয় সেটা দেশের থেকেই শিখে যেতে হবে।

    "আমরা পুরো গ্রুপ এক সাথে থাকবো তাই হারাবো না" -- এই চিন্তা ভুল। কারন গ্রুপের কেউ পথ চিনে না। এক জন অন্য জনের দিকে তাকিয়ে থাকে। এর পর এমন একজন লিড দেয় যে নিজেও রাস্তা চিনে না।।

    ৫০ থেকে ১০০ জনের পুরো গ্রুপ পথ হারিয়ে সারা দিন তাবুর খোজে ঘুরতে থাকা একটা কমন দৃশ্য।

    এর সমাধান হলো নিজের রাস্তা নিজেই চিনে নেবার চেস্টা করা। এর জন্য মোবাইল ফোনের GPS.

    17-Aug-2016 7:16 pm

    18-Aug-2016 2:21 pm


    habibur.com/kitab/ এ দেয়া অনুবাদগুলো ব্যবহারের করার জন্য এইরকম একটা লাইসেন্স দেবো প্লেন করছি।

    অনুমতি:
    এই সাইটের সমস্ত অনুবাদ কাজ আপনার ব্যবহারের জন্য উন্মুক্ত।

    কপি করে নিয়ে অন্য যে কোনো সাইটে দিতে পারেন।
    ছাপিয়ে বই হিসাবে বিক্রি করতে পারেন।
    মোবাইলের এপ তৈরি করতে পারেন।

    শর্ত:

  • ভুল থাকলে সেটা চেক করা আর শুদ্ধ করার দায়িত্ব আপনার। এ জন্য এই সাইট কতৃপক্ষ দায়ি না।
  • এই সাইটে দেয়া আনুবাদের মালিকানা এই ওয়েব সাইট কতৃপক্ষের। তবে এর উপর আপনার কৃত পরিবর্তন ও পরিমার্জনের মালিকানা আপনার।

    সাহায্য:

  • সমস্ত অনুবাদের কপির প্রয়োজন হলে আমাদেরকে একটা মেইল পাঠান। আমরা এক্সেল ফাইলে আপনাকে পুরো ডাটাবেইজটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ।

    18-Aug-2016 2:21 pm

  • 18-Aug-2016 4:50 pm



    রেসিং কারের মত প্রচন্ড জোরে ছুটছে দুটো গাড়ি।
    এক পর্যায়ে দুটোতেই আগুন লেগে গেলো।


    অনেক নামাজ ইবাদত করছে এক আবেদ।
    এক পর্যায়ে এসে তার মন বদলিয়ে গেলো, সব ছেড়ে দিলো।


    আমার ইবাদত আমার জান্নাতের কোনো গ্যরেন্টি না।

    গায়ে আগুন লেগে যাওযা ব্যক্তির মত প্রতিদিন দোয়া করা উচিৎ:
    আল্লাহ তায়ালা যেন আমাকে আগুন থেকে রক্ষা করেন।

      Comments:
    • একা বা কয়েকজন মিলে ফিরলে মিনা থেকে হেটে মক্কা চলে যেতে পারেন।
      ৬০ মিনিটের রাস্তা শেড আর টানেল দিয়ে। লক্ষ লোকের সাথে হাটতে থাকলে খারাপ লাগবে না, বা কাহিল লাগবে না, ইনশাল্লাহ।

    18-Aug-2016 4:50 pm

    18-Aug-2016 8:24 pm


    আবার অনুবাদের কাজ আরম্ভ হবে, ইনশাল্লাহ।

    যদি কারো পরিচিত মুফতি/অলেম জানাশুনা থাকে যারা অনুবাদের কাজ করতে রাজি আছেন এবং আরবী হাদিসের বই বাংলায় অনুবাদ করতে পারবেন, এবং উনার ল্যপটপ আছে -- তবে জানাতে পারেন।

    মেইলে যোগাযোগ করতে চাইলে: habib@habibur.com
    "কি ধরনের অনুবাদ?" জানতে চাইলে এই লিংকটা দিতে পারেন।
    habibur.com/kitab/

    জাজাকাল্লাহ।

      Comments:
    • আগের অনুবাদকের সাথে যোগাযোগ করলাম এইমাত্র। উনি নতুন চাকরিতে জয়েন করেছেন, সময় কম। তার পরও অনুবাদে রাজি হয়েছেন।

      প্লাস বলছেন আরো কয়েকজন জোগার করতে পারবেন।

      আল ফিতানের বাকি অংশ করিয়েই ইনশাল্লাহ "আল বিদায়া ওয়ান্নিহায়া" অনুবাদে চলে যাবো। আল্লাহ তায়ালার তৌফিক দেন যতটুকু।

    18-Aug-2016 8:24 pm

    18-Aug-2016 10:27 pm


    বেরলভি আকিদার সাথে দেওবন্দি ও অন্যান্য আকিদার পার্থক্য কি এটা এই আর্টিক্যলে লিখা আছে।

    সাধারনত:
    "কার মত ঠিক?" এই তর্ক আমি আলেমদের উপর ছেড়ে দেই।
    "কার মত কি?" এটা সঠিক ভাবে জানার চেস্টা করি।

    এই লিখাটা শেয়ার করলাম মূলতঃ "কার মত কি" সেটার জানার অংশ হিসাবে।
    কাউকে আক্রমন করার জন্য না।

    আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • http://habibur.com/kitab/license/
    • আলেমরা বলতে পারবেন।
      ব্যক্তিগত ভাবে আমি:
      সাধারন কোনো মসজিদে বেরলভী ইমাম থাকলে, এবং নামাজের সময় হয়ে গেলে তার পেছনে নামাজ পড়ি।
      তবে মাজার সংলগ্ন মসজিদগুলোতে কখনো নামাজ পড়ি না, বা যাই না।
    • মিস্টি আসার আগ পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। এবং বাসায় এখন পর্যন্ত কোনো মিস্টি আসে নি। :-P

    18-Aug-2016 10:27 pm

    19-Aug-2016 5:56 am


    Looks like half the world is suffering from historic drought leading to wild fire, and the other half from historic rain fall leading to flooding.

    We were being warned of the effects of global warming since the 80s. But none of those came true. Until it did.

    The only good news is, sea level isn't rising or flooding the coastal areas, as predicted. Yet.

      Comments:
    • আমি একা।

    19-Aug-2016 5:56 am

    19-Aug-2016 3:18 pm


    হজ্জ টিপস - ৪

    আরাফা থেকে সন্ধায় ফিরে আসার সময় হেটে ফিরা সবচেয়ে কম কস্টের। গাড়ি ধরতে চাইলে রাত ১২ টা পর্যন্ত রাস্তায় ছুটা ছুটি করতে হবে। অন্যদের সাথে ধাক্কা ধাক্কি করতে হবে। এর পর সারা রাত গাড়িতে দাড়িয়ে থাকতে হবে জ্যামে। না পারবেন ঘুমাতে, না টয়লেট করতে।

    হেটে ফিরলে রাত ৯টার দিকে মুজদালিফায় পৌছে। নামাজ পড়ে। ঘুম দিতে পারবেন।

    মুজদালিফায় পৌছে স্রোতের সাথে না হেটে বরং ডান ঘুরে গিয়ে রাস্তাগুলো ক্রস করে সাইডে চলে আসলে বাথরুমগুলো খালি পাবেন।

    মূল রাস্তার উপর বাথরুমের লাইনে ৩০ জন থাকে। ৩০০ গজ উত্তরে চলে গেলে ৩ জন।

    হজ্জে সবচেয়ে কস্টের রাত হলো এই রাত্রটা। এই রাতে রাসুলুল্লাহ ﷺ এর শেষ দোয়াটা কুবল হয়েছিলো।

    #HabibHajj

    19-Aug-2016 3:18 pm

    19-Aug-2016 3:26 pm


    হারাম শরিফের আজকের জুমার খুতবা, লাইভ।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    19-Aug-2016 3:26 pm

    19-Aug-2016 9:13 pm


    10 of the least livable cities in the world.

    1. Damascus, Syria. (worst)
    4. Dhaka, Bangladesh (4th place)

    "There is no such thing as bad PR." 8-) :-D (Y)

    Reports the Economists.

    News:
    http://www.independent.co.uk/life-style/the-9-worst-cities-to-live-in-the-world-a7199586.html?cmpid=facebook-post

    Paper:
    http://pages.eiu.com/rs/783-XMC-194/images/Liveability_August2016.pdf?mkt_tok=eyJpIjoiWWpOaE5URmhOV0U0TURZMSIsInQiOiJxQ0NHQlIxdXptVmx2QVFCdCtuWHFCV1Vyb2xqRTdnWXBqalpCZFhYYUE2aFZhdXZIb0FzVVE2SWd4M0I5bXA2TjJyTm14azBwTEJKcjJSWFdnSUVvTWNDN1lZZjNZNW8yajdvMVhEb1lnVT0ifQ%3D%3D

    19-Aug-2016 9:13 pm

    19-Aug-2016 9:26 pm


    First the failed coup in Turkey, and then Turkey aligning with Russia -- nothing too surprising there.

    What about those tactical nuclear weapons based in turkey? Those are now being moved into Romania.

    That USA have lost the Turks, is now final.

    19-Aug-2016 9:26 pm

    20-Aug-2016 1:05 pm



    ভুলের দোষটা হয়তো একসময় মাফ হয়ে যায়।
    তবে তার পরিনতি নিয়ে বাচতে হয় বাকি জীবন।


    এই জাতীকে সৃস্টি করে হয়েছিলো তার প্রভুর ইবাদতের জন্য।
    আমি করি নি।
    এই দায়িত্বের অবহেলার বিপরিতে আমি আমার রবের প্রতি ভালোবাসাকে অজুহাত হিসাবে দাড় করিয়েছি।


    অতীতের দিকে তাকিয়ে থেকে কান্না করা উচিৎ না।
    কারন আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনে।

    হয় বাগান-বাড়িতে নয়তো আগুনে।

    20-Aug-2016 1:05 pm

    20-Aug-2016 2:11 pm


    হজ্জের আহকামে হানাফি এবং সালাফি-হাম্বলি মাজহাবের কিছু পার্থক্য:


    মিনার দিনগুলোতে মিনাতে থাকা হাম্বলিদের মতে ওয়াজিব। না থাকলে দম দিতে হবে।

    হানাফি মাজহাবে মিনাতে থাকা সুন্নতে মুয়াক্কাদা। অন্যান্য সুন্নতে মুয়াক্কাদা থেকে এটা অনেক বেশি জরুরি। কিন্তু না থাকলে দম দিতে হবে না যেহেতু ওয়াজিব না।


    তোয়াফে জিয়ারা হানাফি মাজহাবে ১২ তারিখের মধ্যে করা ওয়াজিব। না করলে পরবর্তিতে তওয়াফ করে নিয়ে দম দিতে হবে।

    সালাফি-হাম্বলি মাজহাবে ১২ তারিখের মাঝে করা শর্ত না। পরেও যে কোনো দিন করা যায় এবং এর জন্য দম দিতে হবে না।


    তোয়াফে জিয়ারায় হাম্বলিরা রমল করতে নিষেধ করে।
    হানাফি মাজহাবে রমল করতে হবে যদি পরে সায়ি থাকে।

    আর হাম্বলিদের মতে হজ্জের সায়ি ফরজ। হানাফি মাজহাবে ওয়াজিব। তবে এটা নিয়ে কনফিউশন হয় না, কারন সায়ি সবাই করে। বাকিগুলো নিয়ে কনফিউশন হয়। এজন্য বলা।

      Comments:
    • সৌদি আরবের আলেমদের মত বুঝিয়েছি।

    20-Aug-2016 2:11 pm

    20-Aug-2016 2:56 pm


    মাইশা ভালো রেজাল্ট করেছে বলে আমাদের আইসক্রিম খাইয়েছে।

    Lesson to: তোমরা যারা ভালো রেজাল্ট করেও আইসক্রিম খাওয়াও না :-D

      Comments:
    • হানাফি মাজহাবে করা যায়। তবে তখন প্রচন্ড ভীড় হয়।
      তখন না করে, তোয়াফে জিয়ারার সময় করলে ভিড় কম হয়। এবং পরে করাকে আলেমরা আরো ভালো বলেন।

    20-Aug-2016 2:56 pm

    20-Aug-2016 3:36 pm


    পোলাপানগুলো চার বছর আগে।

    20-Aug-2016 3:36 pm

    20-Aug-2016 4:07 pm


    কিরনমালা দেখা নিয়ে:

    কিরনমালা নিয়ে দুই বোনের ঝগড়া। একজনের আত্মহত্যা
    http://www.jugantor.com/old/current-news/2015/08/27/314606

    কিরনমালা নিয়ে স্বামির সাথে ঝগড়া, এক গৃহবধুর আত্মহত্যা
    http://www.uttorbangla.com/102910

    কিরনমালা নিয়ে দুই গ্রামে সংঘর্ষ। পুলিশের ১০ রাউন্ড গুলি। আড়াইশতাধিক আহত। এই খবর আলজাজিরা, সিএনএন, বিবিসি সব নিউজে এসেছে funny story হিসাবে।
    http://bdtodays.com/news/48121

    কিরনমালা দেখতে না দেয়ায় ৭ বছরের ছেলের আত্মহত্যা
    http://www.ntvbd.com/bangladesh/30869/

    কিরনমালা দেখতে না দেয়ায় মোহাম্মদপুরে আরেক ১৪ বছরের মেয়ের আত্মহত্যা
    http://magurabarta24.com/2312-2/

    আজকের খবর:
    মা কিরনমালা দেখার সময় দুই ভাই-বোনের পানিতে ডুবে মৃত্যু
    http://mzamin.com/article.php?mzamin=27991

    20-Aug-2016 4:07 pm

    21-Aug-2016 8:07 am


    কুকুর:


    গতকালের খবর: পাকিস্তানে রাস্তায় বিষাক্ত মুরগির গোস্ত রেখে দিয়ে ৭০০ কুকুর নিধন করা হয়েছে। বিদেশী পশু প্রেমিদের ক্ষোভ প্রকাশ।


    আজকের খবর: ভারতে কুকুরেরা দল বেধে আক্রমন করে এক মহিলাকে হত্যা করে তাকে অর্ধেক খেয়ে ফেলেছে। এর পর জনগন কুকুর নিধন না করার জন্য ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু ভারতের আইনে আছে কুকুর নিধন করা যাবে না।


    বাংলাদেশ: সিটি কর্পোরেশন যুগ যুগ ধরে কুকুর নিধন করে এসেছে। গত বছর দেশের পশুপ্রেমীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর এখন এটা বন্ধ। ঢাকার রাস্তা এখন কুকুরে ছেয়ে গিয়েছে।

    সমাধান: একজন উপদেশ দিলো -- "হাতে একটা লাঠি রাখবেন কুকুর পিটানোর জন্য।"

    ভারতীয় কুকুর এই দেশে হয়তো আসবে না। তবে ভারতীয় কুকুর সংরক্ষন আইন এই দেশে চলছে।

      Comments:
    • ১৩ তারিখে না থেকে, মিনা থেকে ১২ তারিখেই ফিরে আসার উপর এই আয়াত।

    21-Aug-2016 8:07 am

    21-Aug-2016 2:31 pm


    ১০ বছর আগে আমি, যারা বিদেশে গিয়ে সেটেল্ড হয় তাদেরকে লক্ষ্য করে: "দেখলে মনে হয় তারা কত সুখে আছে। কিন্তু আরেকটা টেররিস্ট এটাকের ঘটনা ঘটুক, দেখবে মুসলিমদের শান্তি কোথায় উড়াল দেয়। এর থেকে দেশেই ভালো, এই ধরনের দুশ্চিন্তা নেই।"

    ১০ বছর পরে আমি, দেশে বসে, "আল্লাহ না করুন, এখন যদি আবার আরেকটা ... ... ..."

      Comments:
    • হেরেই যখন যাচ্ছি, তখন এর বেশি হারানোর কি আছে? ঘুষি মারলেই কি?
    • এটার PDF নেই। আমি কখনো দেখি নি।

    21-Aug-2016 2:31 pm

    21-Aug-2016 10:45 pm


    http://habibur.com/kitab এ আরো দুটো বইয়ের আরবী আপলোড করে দিয়েছি।

    ১। ইবনে কাসিরের আল বিদায়া ওযান্নিহায়া ১১ থেকে ১৪ খন্ড।
    ২। ইবনে কাসিরের আন্নিহায়া ফিল ফিতান ওয়াল মুলাহিম।

    প্রথমে আল বিদায়া ১৪ খন্ড দিয়ে আরম্ভ করবো ইনশাল্লাহ। এর পর ১৩, ১২ এরকম। এটা প্রোফেশনাল ট্রেন্সলেটর দিয়ে করানোর ইচ্ছে।

    কারো যদি কোনো আলেম-মুহাদ্দেস জানা শোনা থাকে যার কাছে লেপটপ ও শামিলা ইন্সটল করা আছে। এবং চাকরির বাইরে অনলাইনে এক্সট্রা কাজ করে ইনকাম করতে আগ্রহী তবে উনাকে জানিয়ে দেখতে পারেন। আমরা প্রোফেশনাল অনুবাদকরা যে রেটে কাজ করে সে রেটেই পে করছি। সমস্যা হবার কথা না। উনারও উপকার হবে আমাদেরও কাজ হবে, ইনশাল্লাহ।

    জাজাকাল্লাহ।

      Comments:
    • জাজাকাল্লাহ। উনার সাথে যোগাযোগ করার চেস্টা করছি।

    21-Aug-2016 10:45 pm

    22-Aug-2016 12:48 pm


    There are now only 10 countries in the world which are free from any conflict: Botswana, Chile, Costa Rica, Japan, Mauritius, Panama, Qatar, Switzerland, Uruguay and Vietnam.
      Comments:
    • উনার সাথে কথা বলেছি। এখন একটা তফসিরের কাজে নিয়ে ব্যস্ত আছেন। বলেছি জানা অন্য কেউ ইন্টারেস্টেড হলে জানাতে।

    22-Aug-2016 12:48 pm

    22-Aug-2016 2:08 pm


    নামাজে কল আসলে পকেট থেকে এক হাত দিয়ে ধরে মোবাইলটা বের করে বন্ধ করে দিন। নামাজ ভাঙ্গবে না।

    এন্ড্রইডে একটা ফাংশন আছে "কল আসলে দুবার টোকা দিলে সাইলেন্ট হয়ে যাবে" -- আপনার মোবাইলে এটা থাকলে এবং একটিভ করে রাখলে, মোবাইল বের করতেও হবে না। টোকা দিলেই হলো।

    আর মোবাইল নিয়মিত ব্যবহার করলে তাকানোর দরকার পরে না। পকেট থাকা অবস্থায় বাটনে চাপ দিলেই সাইলেন্ট হয়ে যাবে।

    কেউ বার বার কল করতে থাকলে -- কল কেন্সেল না করে বরং রিসিভ করে পকেটে রেখে দেন। যে কল করেছে সে নামাজ যে হচ্ছে এটা শুনতে পারবে। কয়েকবার হেলো হেলো বলে এর পর আর কল করবে না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • That there always will be an exception -- is the norm.
    • At the 1992 World Junior Championships he competed in the 10,000 metres finishing second, but as he was being passed just before the finish, he deliberately punched at the eventual winner Haile Gebreselassie during the final sprint and was disqualified. [1] [2] Overshadowed by Gebreselassie his entire career, this early incident is what Machuka is best remembered for.

      https://en.wikipedia.org/wiki/Josephat_Machuka

    • পীর যুলফিকার আহমেদ কোন দেশের ভারত-পাকিস্তান? উনি কি বর্তমান যুগের কেউ, নাকি আনেক আগের?

    22-Aug-2016 2:08 pm

    22-Aug-2016 11:05 pm


    নিউজ ফিডে নেগেটিভ নিউজ সোর্সগুলো আবার বন্ধ করা আরম্ভ করতে হবে।

    যে সকল জুলুমের সমাধান আমি করতে পারবো না, সেগুলোর ছবি দেখে আর ডিটেলস নিউজ পড়ে লাভ নেই। দুনিয়াটা জুলুম দিয়ে পূর্ন হয়ে যাচ্ছে এটা জানি।

    মুসলিমদের সামান্য আনন্দের বা বিজয়ের খবর দেখলে শেয়ার করি। এসব হলো পজেটিভ নিউজ।

      Comments:
    • ডিটেলস পেয়েছি। উনি কিন্তু ইংরেজি শিক্ষিত। ইউটুবে উনার লেকচার আছে।

    22-Aug-2016 11:05 pm

    23-Aug-2016 12:28 am


    ট্রান্সলেশন আপডেট:


    শামিলাতে আল-বিদায়ার ৫টা ভার্শন আছে। ৫ টা ভিন্ন পাবলিকেশনের। সবগুলো ডাউনলোড করে, চেক করে, যেটা সবচেয়ে সম্পূর্ন পেয়েছি সেটা আপলোড করে দিয়েছি।

    এখন ইনডেক্স সহ, আরবীটা দেয়া আছে। সূচিটা বাংলায় অনুবাদ করলে কন্টেন্টগুলো বুঝতে পারবেন। এখানে ১৫ খন্ডে ভাগ করা নেই। এটা ম্যনুয়েলি করতে হবে।
    http://habibur.com/kitab/bidaya/


    এখন ১ জন ভাই অনুবাদের কাজ করছেন আমাদের সাথে। আরেকজনের সাথে কথা হয়েছে আজকে। সব ঠিক থাকলে কালকে থেকে আরম্ভ করবে ইনশাল্লাহ। কালকে আরো একজনের সাথে দেখা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। মোট ৪ জন খুজছি।


    ১ম থেকে ১০ম খন্ড ইসলামি ফাউন্ডেশনের বইগুলো OCR করে টেক্সট করে সাইটে দিয়ে দিতে পারি। কিন্তু এ জন্য ইসলামি ফাউন্ডেশনের অনুমতি লাগবে কিনা সেটা হলো প্রশ্ন। hadithbd.com কিন্তু ইফার অনুবাদ কম্পোজ করে ঢুকাচ্ছে। এজন্য অনুমুতি নিচ্ছে বলে শুনি নি।

    23-Aug-2016 12:28 am

    23-Aug-2016 6:02 am


    আল বিদায়া ওযান্নিহায়ার হিসাব:

    মূল আরবী বইয়ে ১৩,০০০ পৃষ্ঠা আছে। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে ৯,০০০ পৃষ্ঠা। বাকি ৪,০০০ পৃষ্ঠা বাকি আছে। তিন ভাগের এক ভাগ বাকি।

    ১০০ পৃষ্ঠা করে এক জন মাসে করলে ২ বছরের মাঝে কাজ শেষ করা যাবে ইনশাল্লাহ।

    এটাকে ১০০ পৃষ্ঠার ৪০ ভাগে ভাগ করে অনুবাদকদের একেক ভাগ দিবো ইনশাল্লাহ।

    আল্লাহ তায়ালা যেন বরকত দেন।

      Comments:
    • হিজরি ২৫০ থেকে পরবর্তি ঘটনা হিজরি ৮০০ পর্যন্ত। এর পর ভবিষ্যতের ঘটনা যেগুলো ঘটেনি কিন্তু রাসুলুল্লাহ ﷺ বলে গিয়েছেন। শেষে কিয়ামত পরবর্তি হাশরের ময়দান জাহান্নাম, জান্নাত। সকল মানুষ জান্নাতে ঢুকে যাবার পর শেষ।

      সূচিটা আগে অনুবাদ করবো ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারবেন।

    • বিজয় ভালো আর মন্দের মাঝে ঘুরে। প্রত্যেকের সময় আছে। ভালোর কাছেও বিজয় বেশি দিন থাকে না, মন্দের কাছেও না।

      وَتِلْكَ الأيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

    23-Aug-2016 6:02 am

    23-Aug-2016 7:30 am


    "New Clinton email reveal: A sports executive who was a major donor to the Clinton Foundation wanted help getting a visa for a British soccer player with a criminal past."

    That Clinton, or any presidential candidate for that matter, has issues, is not news. But this news getting published is telling me: possibly the system is pulling strings to ensure she doesn't win.

    That's a good sign for us, Trump supporters.

    Make America Great Again! (Y)

    23-Aug-2016 7:30 am

    23-Aug-2016 7:40 am

    23-Aug-2016 6:02 pm


    আল বিদায়ার অনুবাদের ব্যপারে:

    এখন যে কেউ চাইলে যে কোনো পৃষ্ঠা অনুবাদ করতে পারবেন, বা কারেক্ট করতে পারবেন। লগইন করার দরকার নেই। উইকিপিডিযার মত।

    এখানে দেখতে পারেন। বাংলা লিখাটা যে যায়গায় থাকবে [চার পাশে ডট-ডট দেয়া অংশে] সেখানে ক্লিক করেন। কিছু লিখে সেইভে ক্লিক করলে সার্ভারে সেইভ হয়ে যাবে। আমি একটা সেম্পল অনুবাদ করেছি।
    http://habibur.com/kitab/bidaya/list.8/

    এবং লগ হয়ে থাকবে। আগের লিখাটাও লগে সেইভ থাকবে। লগ থেকে পুরানো ভার্শনে ফিরে যাওয়া যাবে যদি কেউ উল্টো পাল্টা লিখে সেইভ করে। বা কন্টেন্ট মুছে দেয়।

    লগ এই পাতায়। আইপি সহ সেইভ হয়ে থাকে।
    http://habibur.com/kitab/bidaya/log/

    প্রফেশনাল অনুবাদকরা কাজ করে যাবেন ইনশাল্লাহ। ভলেন্টিয়ারদের কাজ হবে বানান, ফরমেট ঠিক করা। আর যারা আরবী পারেন তারা স্বেচ্ছাসেবী হিসাবে অনুাবদের কাজ করে যেতে পারেন, যে যতটুকু পারেন।

    এডমিন সাইডে আরো কাজ করতে হবে।

    লগইন করে এডিট করলে আপনার নাম সহ সেইভ হয়ে থাকবে। লগইন এখনো দেই নি। কাজ করতে হবে।

      Comments:
    • এই পদ্ধতিতে আল-ফিতানের বানান ঠিক করতে হবে। হাজার হাজার ভুল আছে। আল ফিতানে এই সুবিধাটা এখনো দেই নি। আরো কিছু কাজ করে দিয়ে দেবো ইনশাল্লাহ।
    • পারবে ইনশাল্লাহ।

    23-Aug-2016 6:02 pm

    23-Aug-2016 7:59 pm


    এই পুরান গ্রুপটা আবার একটিভ করা হয়েছে। যারা অনুবাদের আপডেটের জন্য আমাকে ফলো করছেন তারা এখানে এখন জয়েন করতে পারেন। শিগ্রই অনুবাদ বিষয়ক সব আপডেট ঐ গ্রুপে দেয়া আরম্ভ করবো ইনশাল্লাহ।

    https://www.facebook.com/kitab.bangla/

      Comments:
    • না। ইসলামের ইতিহাস নিয়ে।
    • ইবনে কাসিরের "আন্নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম" নামে একটা বই আছে। এটাকে সবচেয়ে অথেনটিক ধরা হয়। এর সংক্ষিপ্ত বাংলা আর ইংরেজি অনুবাদ আছে। কিন্তু নামগুলো আমার জানা নেই। নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। বাংলা-ইংরেজি বই দুটোর PDF নেটে পাওয়া যায়।

    23-Aug-2016 7:59 pm

    24-Aug-2016 4:39 pm


    ঢাকায় প্রচন্ড ভুমিকম্প।

    স্টেটাসটা দিয়ে তার পর বাসা থেকে নামবো ইনশাল্লাহ।
    কারন, আল্লাহ না করুন, যদি স্টেটাস পোস্ট করার আগেই মরে যাই! :-P

    24-Aug-2016 4:39 pm

    24-Aug-2016 7:43 pm


    দেশের আজকের ভুমিকম্প ছিলো ৬.৮ মাত্রার। গভীরতা ৮০ কিলোমিটার। কেন্দ্র বার্মায়।

    গতকালের ভুমিকম্পটা ছিলো ৫.৩ মাত্রার। এক জন আহত হয়েছিলো বিল্ডিং থেকে লাফ দিতে গিয়ে।

    আজকে ক্ষয় ক্ষতির খরব এখনো আসে নি।

    এই দিকে ইতালির আজকের ভূমিকম্পে ৬৩ জনের মৃত্যুর খবর এসেছে এখন পর্যন্ত।

    My Theory:
    ভুমিকম্প আরম্ভ হলে দৌড়িয়ে লাভ নেই। কারন বিল্ডিং ধ্বসার মত ভুমিকম্প হলে আপনি বেরুনোর আগেই ধ্বসে পড়বে। আর ধ্বসে পড়ার মত না হলে আপনি ধাক্কা ধাক্কি করতে গিয়ে আহত হবেন।

    যদি বাসার একতলায় থাকেন, এবং ভুমিকম্প আরম্ভ হবার ১০ সেকেন্ডের মাঝে দৌড়ে বের হতে পারেন, তবে দৌড়ে বেরিয়ে যান।

    নয়তো বাসায় বসে ফেসবুকে স্টেটাস দেন। :-P পার্থক্য নেই।

    24-Aug-2016 7:43 pm

    24-Aug-2016 9:24 pm


    আল-বিদায়া আনুবাদের ব্যপারে প্রোগগ্রেস:

    ওয়েব সাইটে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদকৃত অংশ বনাম এর পরের অংশ -- দুই ভাগে ভাগ করে দিয়েছি। এখন অনুবাদ করতে সুবিধা হবে।

    http://habibur.com/kitab/bidaya/

    ইফার অংশটা OCR করে আমি ঢুকিয়ে দিতে পারি। এর পর প্রতিটা পেইজ একটা একটা করে এডিট করে ঠিক করতে হবে। এটা Todo লিস্টে রাখলাম। পরে করবো ইনশাল্লাহ।

    অনুবাদকদের একজন আজকে কনফার্ম করেছেন। সামনের রবি বার থেকে উনি কাজ আরম্ভ করবেন ইনশাল্লাহ। এর মাঝেই আমাকে সাইটটা গুছিয়ে নিতে হবে।

    অন্য দুজন অনুবাদক বর্তমানে আল-ফিতানের বাকি ২৫০টা হাদিস অনুবাদ করে দিচ্ছেন। সামনের ঈদের মাঝে তাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এর পর তারা বিদায়ার উপর কাজ ধরবে যদি রেটে এগ্রি করেন।

    এখন প্রতি পেইজ অনুবাদের জন্য ৬০/= করে ঠিক করেছি। পেইজ বলতে নম্বর দেয়া আরবী ছোট ছোট ব্লকগুলো বুঝাচ্ছি। এই রেটে বাজেট যতদিন আছে, এবং আল্লাহ তায়ালা যতদিন চান, আনুবাদ চালাতে থাকবো ইনশাল্লাহ।

    অনুবাদকদের কাজ হবে একেকটা পেইজ অনুবাদ করে সাইটে এসে আরবীটার পাশে পেস্ট করে দেয়া। উনাদের পারিশ্রমিক অটো কেলকুলেট হবে।

    অনুবাদকদের লিস্ট সহ কে কোন পেইজ অনুবাদ করেছেন সেটাও সাইটে দেয়া থাকবে ইনশাল্লাহ।

    আল বিদাযার ১৫ তম বা শেষ খন্ডতে ১০০০ পেইজ আছে। বর্তমান বাজেট দিয়ে এটা কভার হয় না। এটা আমরা নিজেরা ফ্রি করে ফেলবো ইনশাল্লাহ।

    অনুবাদকরা ১১ তম খন্ড থেকেই কাজ শুরু করবে ইনশাল্লাহ। ইফা যেটুকু পর্যন্ত করেছে, ঠিক তার পরবর্তি পৃষ্ঠা থেকে।

    শেষে, এই কাজে বরকত না থাকলে আল্লাহ তায়ালা যেন এখনই আমাকে বন্ধ করে দেন। উনি জানেন, আমি জানি না। আমিন।

    আল্লাহ তায়ালা কাফের ফাজের দিয়েও দ্বিনের খিদমত নেন। কিন্তু সেটা তাদের নিজেদের কোনো উপকার করে না।

    24-Aug-2016 9:24 pm

    25-Aug-2016 1:29 am


    সুসংবাদ হলো, মাগরিব বাকি আছে এখনো। তবে এর পর কি হবে আমরা জানি না।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • কিছু হবে ধারনা করে লিখেছি সেটা না।

    25-Aug-2016 1:29 am

    25-Aug-2016 3:45 pm


    Everyone here is a Pokemon go player. Rushing to catch one in Taiwan.

    দাবা খেলার নিষিদ্ধতার উপর পড়েছিলাম -- "মানুষ বলে আমি রাজা মেরেছি, হাতি মেরেছি কিন্তু সে আসলে কিছুই মারে নি।" রাসুলুল্লাহ ﷺ এর হাদিস কিনা মনে নেই।

    আল্লাহ তায়ালার সৃষ্টির নকল তৈরি করার নিষিদ্ধতার ব্যাপারে যা আছে তার সবকিছুই ভিডিও গেইমে আছে।

    এক ছেলে বলছিলো ১২ বছর ধরে নেশার মত গেইম খেলার পর একদিন সকালে উঠার পর অনুভুতিতে আসলো -- এই ১২ বছর ধরে দিন-রাত পরিশ্রমের ফসল হলো পৃথিবীর কোনো এক কোনায় পড়ে থাকা এক কম্পিউটারে কয়েক কিলোবাইটের একটা ফাইল মাত্র।

    মানুষকে দেখানোর মত আর কিছুই নেই।

    https://www.youtube.com/watch?v=MoYjVTbLWyo

    25-Aug-2016 3:45 pm

    25-Aug-2016 7:15 pm


    (collected)

    ইমাম আহমাদ বিন হান্বাল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, যে ব্যক্তি বসে থাকে, জীবিকার জন্য চেষ্টা করেনা এবং বলে আমি আল্লাহর উপর ভরসা করলাম, তার ব্যাপারে আপনার মত কী? জবাবে তিনি বললেন, সমস্ত মানুষেরই আল্লাহর উপর ভরসা করা উচিত, একই সঙ্গে জীবিকা অর্জনের জন্য তাদের নফসকে অভ্যস্ত করা উচিত। নবীগণ অন্যদের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর এবং উমার রাযিয়াল্লাহু আনহুমা পারিশ্রমিকের বিনিময়ে মানুষের কাজ করতেন। তারা বলেন নি যে, আমরা বসে থাকবো। আল্লাহ আমাদেরকে বিনা পরিশ্রমেই রিযিক দিবেন। আল্লাহ তাআলা আরো বলেন,﴿فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ﴾ “তোমরা ভূ-পৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো”। (সূরা জুমআঃ ১০)

    উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু ইয়ামানের একদল লোকের সাক্ষাত পেয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কোন গোত্রের লোক? তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসাকারী। তিনি বললেন, তা নয়; বরং তোমরা লোভী এবং অন্যের খাবারে অংশগ্রহণকারী। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার উপর ভরসাকারী হলো ঐব্যক্তি, যে যমীনে বীজ বপন করে অতঃপর আল্লাহর উপর ভরসা করে।

    25-Aug-2016 7:15 pm

    25-Aug-2016 9:49 pm


    নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান বইয়ের কোনো টাইপিং মিসটেক, বানান বা অন্য কোনো ভুল চোখে পড়লে, যখন পড়তে থাকবেন তখনই কারেক্ট করে দিলে ভালো হয়।

    http://habibur.com/kitab/nuaim/

    একদম সিম্পল। লেপটপ বা ডেস্কটপে পড়ার সময়, যে শব্দে ভুল আছে সেই শব্দটার উপর ক্লিক করেন। এর পর এটা ঠিক করে, দেখেন নিচে একটা "Save" বাটন এসেছে, সেটায় ক্লিক করেন। Done. আপনার পড়ার ফ্লো নস্ট হবে না।

    কোনো লগইন করা, অন্য পেইজে যাওয়া কিছু নেই। That simple. জাজাকাল্লাহ।

      Comments:
    • এই ধরনের অনেকগুলো হাদিস এই বই এবং অন্যান্য বইয়ে আছে, যেমন ইবনে শায়বা। এগুলো এভাবে হয় নি। এগুলো সাহাবা কিরাম বা তাবেয়িনদের কথা। এই ধরনের হাদিস থেকে আমি কোনো অর্থ বের করার চেষ্টা এখনো করি নি। স্কিপ করে যাই।
    • সব হাদিসের অর্থ মিলাতে হবে বা ব্যখ্যা আমার জানা থাকতে হবে, এটা শর্ত না।

      ইমাম যুহরীকে একজন জোর করছিলেন যে "এই হাদিসের অর্থ ব্যখ্যা করেন!", উনি শুধু হদিসটা বার বার রিপিট করে যাচ্ছিলেন। এর পর দরস শেষে ইমাম জুহরি চলে যাবার সময় ঐ লোক উনার লাগাম ধরে বললেন এর অর্থ আমাকে ব্যখ্যা করেন। উনি বললেন সব অর্থ আমাদের জানার দরকার নেই। আমাদের কাজ হলো অন্যদের কাছে পৌছে দেয়া, অন্যরা হয়তো এর অর্থ জানবে।

    • না। ফ্রি।
    • আমার সাইটের জন্য মাসে চার'শ টাকা কাটে।

    25-Aug-2016 9:49 pm

    26-Aug-2016 6:21 am

    26-Aug-2016 11:34 am


    TigerIT took the first place in algorithm comparison for Iris matching.

    http://biplab.unisa.it/MICHE_Contest_ICPR2016/finalrank.php

    26-Aug-2016 11:34 am

    26-Aug-2016 5:50 pm


    Aerial pictures of Bangladesh.













    26-Aug-2016 5:50 pm

    26-Aug-2016 7:39 pm


    খেয়ে খেয়ে যারা মোটা হয়ে গিয়েছেন, তারা বেশি করে পিজা খেয়ে দেখতে পারেন। :-D

    http://indy100.independent.co.uk/article/pizza-can-help-you-lose-weight-says-science--ZyxWX38Sg_W

    26-Aug-2016 7:39 pm

    26-Aug-2016 9:16 pm


    History of the the fall of Libya. Personally I believe that it's better to tolerate a tyranical, oppressive and fascist ruler than to oppose and fight it. Cause in the later case the whole nation falls in chaos leading to more oppression, as has been happening in the middle east.

    People are fascinated by the idea that dystopia eventually brings on utopia. History says, it doesn't.

    This post had an attachment, which is now missing

    26-Aug-2016 9:16 pm

    26-Aug-2016 9:57 pm


    http://habibur.com/kitab/ এর উপরে এখন Registration আছে। রেজিস্টার্ড ইউজার হলে কোনো লিখা কারেক্ট করলে আপনার আইপি হিস্টোরিতে শো করবে না। উইকিপিডিয়ার মত। আর আপনার চেইঞ্জগুলো একসাথে পরবর্তিতে দেখতে পারবেন।

    প্লাস, আপনার পাসওয়ার্ড হেশ করে রাখা হচ্ছে। আমারও বুঝার উপায় নেই আপনার পাসওয়ার্ড কি।

    রেজিস্ট্রেশন একদম সিম্পল। লগইন ফরম থেকে একটা কোনো ফিল্ড বেশি নেই। এমন কি পাসওয়ার্ডও দুবার টাইপ করা লাগবে না। ইউজারদের কস্ট কমানোর জন্য এরকম সিম্পল রাখা হয়েছে।

    পাসওয়ার্ড রিকোভার করার কোনো অপশন এখনো নেই। পরে দেয়া হবে ইনশাল্লাহ।

      Comments:
    • by the way: আপনাকে /kitab/ ডাইরেক্টরির আন্ডারে যে কোনো পাতা থেকে লগইন করতে হবে। সাইটের হোম পেইজের লগইন অন্যান্য সেকশনগুলোর জন্য।

      তাই একদম হোমপেজের মাথায় যে লগইন লিংক আছে, সেটা থেকে আপনার লগইন কাজ করবে না।

    26-Aug-2016 9:57 pm

    26-Aug-2016 10:30 pm


    ভারতে কোরবানীর ঈদ উপলক্ষে যে কোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্র সরকার থেকে। ইত্তেফাকের খবর।

    নতুন ফতোয়া নেবার সময় চলে এলো আলেমদের কাছ থেকে: সরকার যদি কোরবানী ব্যন করে দেয় -- তার পরও কি কোরবানী দেয়া ওয়াজিব হবে, শায়েখ?

    গত কযেকশ বছরে এই অবস্থা কখনো হয়েছে বলে শুনি নি। নতুন সমস্যা, তাই নতুন ফতোয়া।

    পাঞ্জেরিকে নিয়ে আর কোনো উক্তি দিলাম না।
    বি: দ্র: আইন মেনে চলুন।

    ইহা একটি কম্বলিয় পোস্ট। এসিটা বেশি ঠান্ডা তাই আজকে কম্বল গায়ে দিয়ে শুবো, ইনশাল্লাহ।

    26-Aug-2016 10:30 pm

    27-Aug-2016 2:24 pm


    যারা কুরআন শরিফ পড়া শিখতে চান তাদের জন্য। এটা @[1383065564:2048:Moinul Hossain] এর লিখা এপ থেকে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    27-Aug-2016 2:24 pm

    27-Aug-2016 3:48 pm


    মূলতঃ পরিচিতদের জন্য এই পোস্ট। বহিরাগত প্রায় সবাইকে রেসট্রিকটেড করে দিয়েছি ফ্রেন্ডস অনলি থেকে।

    এতদিন বলে আসতাম, নিজে নিজের আমলের দিকে বেশি মনোযোগ দাও। অন্য কে কোন পথে গেল এটা নিয়ে অত বেশি চিন্তিত হয়ো না।

    পাবলিক শুনলা না। দ্বিনের দাওয়াহ না দিয়ে, একা একা নামাজ রোজা পড়লে কোনো কাজ হবে না।

    বলতাম আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তাই নামাজ, রোজা, জিকিরে মনোযোগ দাও।

    তারা বলতো অন্যকে দ্বিনের দাওয়াহ দেয়া সবচেয়ে বড় ইবাদত।

    আল্টিমেটলি মানুষকে দ্বিনের দিকে না ডেকে নিজের দলের দিকে ডাকা আরম্ভ হয়। কারন তাদের মতে -- একমাত্র তার দলই দ্বিনের উপর আছে।

    ঐখন আল্লাহ তায়ালা এই দলের দিকে ডাক দেয়া উপর আরম্ভ করেছে ক্রেকডাউন।

    ঘুরে ফিরে এখন তারাও বলছে নিজ নিজ ইবাদতে মনোযোগ দাও। কিন্তু বড় দেরি করে ফেলেছে।

    27-Aug-2016 3:48 pm

    27-Aug-2016 9:46 pm


    আল বিদায়া ১১ খন্ডের অনুবাদের কাজ আরম্ভ হয়েছে। প্রথম দুটো অধ্যায় আপলোড করা আছে। ২৪৯ হিজরি ও ২৫০ হিজরি।

    অনুবাদের কোয়ালিটি নিয়ে কোনো মন্তব্য থাকলে বলতে পারেন।

    habibur.com/kitab/bidaya/

    27-Aug-2016 9:46 pm

    28-Aug-2016 1:06 am


    ভালো বেবি (Y) আমার বাচ্চাদের কেউ হলে হাতের রিমোট দিয়ে পিটানো আরম্ভ করতো।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    28-Aug-2016 1:06 am

    28-Aug-2016 10:53 pm


    habibur.com/kitab/hadith/ এ ইসলামি ফাউন্ডেশনের অনুবাদকৃত বুখারি, মুসলিম, তিরমিজি সহ অন্যান্য বিখ্যাত হাদিসের বইগুলো দিয়ে দিয়েছি।

    অনেক ক্লিন করেছি ডাটাবেইজটা। তার পরও কিছু জাংক টেক্সট মাঝে মাঝে এখনো আছে। এগুলো পরিস্কার করতে হবে।
    ____
    Update: জাংক প্রায় সব পরিস্কার করে দিয়েছি। লিখাগুলো এখন বেশ কনজিসটেন্ট আলহামদুলিল্লাহ।

    28-Aug-2016 10:53 pm

    29-Aug-2016 11:38 am


    Rampal's facewash.

    29-Aug-2016 11:38 am

    29-Aug-2016 1:00 pm


    গত চার পাচ বছর ধরে এই জিনিসটা দেখছি। এটা নিষেধ।

    গরিব লোকদের কোরবানীর গোস্ত দান করুন। একভাগ গোস্ত তাদের কয়েকজনের মাঝে আবার ভাগ করে বিক্রি করার বদলে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    29-Aug-2016 1:00 pm

    29-Aug-2016 1:51 pm


    মুসলিমদের দোষ গোপন রাখার ব্যপারে দুটো হাদিস:

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

    যে ব্যক্তি মুসলিম থেকে দুনিয়ার কোন একটি পেরশোনী দুর করবে
    আল্লাহ তা'আলা তার আখিরাতের একটি পেরশোনী দুর করবেন।

    যে ব্যক্তি কোন মুসলিমের একটি দোষ গোপন রাখবে
    আল্লাহ তা'আলা দুনিয়া ও আখিরাতের তার দোষ ঢেকে রাখবেন।

    আল্লাহ ততক্ষণ কোন বান্দার সাহায্যে থাকবেন
    যতক্ষণ সে তার এক ভাইয়ের সাহায্যে ব্যস্ত থাকে।

    - সুনান তিরমিজী - ১৪৩১

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
    এক মুসলিম আরেক মুসলিমের ভাই।

    সে তার উপর যুলুম করবে না,
    তাকে ধ্বংসের জন্য সমর্পণ করবে না।

    যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে ব্যস্ত থাকে,
    আল্লাহ তার প্রয়োজন পূরণে ব্যস্ত থাকেন।

    যে ব্যক্তি কোন মুসলিমের দুঃখ দুর করে দেয়,
    আল্লাহ তা'আলা তার কিয়ামতের দিনের কষ্ট দুর করে দিবেন।

    যে ব্যক্তি কোন মসলমানের দোষ গোপন রাখে
    আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।

    - সুনান তিরমিজী - ১৪৩২

    29-Aug-2016 1:51 pm

    29-Aug-2016 2:23 pm


    কুরআনিয়ান, বা শুধু কোরআনই আমাদের জন্য যথেস্ট -- এই গ্রুপ প্রসংগে:

    সুনানে ইবনে মাজাহ - ১২
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

    অচিরেই কোন ব্যাক্তি তার আসনে হেলান দেয়া অবস্থায় বসে থাকবে এবং তার সামনে আমার হাদীস থেকে বর্ণনা করা হবে, তখন সে বলবে, আমাদের ও তোমাদের মাঝে আল্লাহর কিতাবই যথেষ্ট। আমরা তাতে যা হালাল পাবো তাকেই হালাল মানবো এবং তাতে যা হারাম পাবো তাকেই হারাম মানবো। সাবধান! নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার অনুরূপ।

    সুনানে ইবনে মাজাহ - ১৩
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

    আমি যেন তোমাদের কাউকে এরূপ না পাই যে, সে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং আমার কোন আদেশ বা নিষেধাজ্ঞা তার কাছে পৌঁছলে সে বলবে, আমি কিছু জানি না, আমরা আল্লাহর কিতাবে যা পাবো তার অনুসরণ করবো।

    29-Aug-2016 2:23 pm

    29-Aug-2016 9:44 pm


    বহির্বিশ্বে জিলহজ্জ মাস আরম্ভ হবে ইনশাল্লাহ সেপ্টেম্বরের ২ তারিখ থেকে। এই দেশে সম্ভবতঃ ৩ তারিখ থেকে।

    সংক্ষেপে: এই মাস আরম্ভ হবার আগে চুল নখ কেটে ফেলতে হবে। এর পর কোরবানীর আগে কাটা যাবে না। আর এই দশ দিনে ইবাদতের সোয়াব অন্যান্য দিন থেকে অনেক অনেক বেশি। এই দিনগুলোতে রোজা রাখার সোয়াবও অনেক তবে সুন্নাহ না।

    জিলহজ্জ মাসের উপর কিছু হাদিস:

    রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করেছেনঃ আল্লাহ্ তা'আলার নিকট দিনসমূহের মধ্যে যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনের আমল অধিক প্রিয়। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি ঐরূপ উত্তম আমল নয়? তিনি বলেন না, আল্লাহ রাস্তায় জিহাদ করাও নয়। অবশ্য যে ব্যক্তি স্বীয় জান-মালসহ রাস্তায় বের হওয়ার পর, আর ফিরে আসে না, তার ব্যাপারটি আলাদা।
    [ সুনানে আবু দাউদ - ২৪৩০ ]

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানী করার ইচ্ছা রাখে যুল-হাজ্জ মাসের চাঁদ দেখার পর সে যেন তার চুল ও নখ না কাটে।
    [ সুনান তিরমিজী - ১৫২৯ ]

    আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন নাই যে দিনসমূহের ইবাদত আল্লাহর নিকট যিলহজ্জ মাসের দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক প্রিয়। এর প্রতিটি দিনের সিয়াম এক বছরের সিয়ামের সমতুল্য। এর প্রতিটি রাতের ইবাদত লায়লাতুল কাদরের ইবাদতের সমতুল্য।

    - ইবনু মাজাহ ১৭২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৭৫৮
    [ ইমাম আবূ ঈসার মতে, এই হাদীসটি হাসান-গারীব ]

    আয়েশা (রাঃ) বলেন, আমি কখনও রাসূলুল্লাহ্ (সাঃ) কে যিলহাজ্জ মাসে দশদিন রোযা রাখতে দেখিনি।
    [ সুনানে আবু দাউদ - ২৪৩১ ]

    29-Aug-2016 9:44 pm

    30-Aug-2016 3:17 pm


    কারো কারো ধারনা কোরবানীর গোস্ত তিন ভাগে করে একভাগ গরিবদের, অন্যভাগ ভাগ প্রতিবেশিদের দান না করলে তার কোরবানীই হবে না, এবং তার কোরবানী বাতিল। এটা ভুল ধারনা।

    এটা করলে সোয়াব, না করলে গুনাহ নেই।

    কেউ কোরবানী করে যদি সম্পুর্ন গোস্ত নিজে খায়, তারাও কোরবানী হবে।
    সে গোস্ত দান করার সোয়াব শুধু পাবে না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    30-Aug-2016 3:17 pm

    30-Aug-2016 7:40 pm


    OCR করে ইসলামি ফাউন্ডেশনের আল বিদায়ার ১ম থেকে ১০ম খন্ড ঢুকানো আরম্ভ করেছি।

    এখানে আছে। প্রায় ২০০ পেইজ।
    http://habibur.com/kitab/bidaya1/

    জাঙ্ক যেগুলো আসছে সেগুলো হলো বাংলা লিখার মাঝে মাঝে আরবীগুলোর জন্য। এগুলো মেনুয়েলি ডিলিট করে দিতে হবে।

    বাকি বাংলার কোয়ালিটি মেনুয়ালি কারেকশনের আগে খুব একটা খারাপ না।
    মেনুয়াল কারেকশন লাগবে। তবে এটা অপারেটর দিয়ে সবকিছু টাইপ করে ঢুকানোর থেকে অনেক ভালো।

    hadithbd ভলেন্টিয়ারলি যেগুলো টাইপ করে ঢুকিয়েছে, সেগুলোতেও কিন্তু ভুল আছে অনেক। তাই মেনুয়ালি ঢুকালে যে এটা ঠিক হবে তাও না।

    এই রেটে চললে আশা করছি ইনশাল্লাহ সামনের তিন দিনে ১০ খন্ড দিয়ে দিতে পারবো। এর পর কারেকশন।

    একটা পুরানো লেপটপ লাগিয়ে দিয়েছি PDF থেকে একটা একটা পেইজ এক্সট্রাক্ট করে OCR করতে। প্রতি পেইজ ২ মিনিটের মত লাগে। ৭০০০ পেইজ আছে। দুটা প্রসেশ পেরালাল চলছে, যেহেতু প্রসেস প্রতি ১টা core ইউজ করে। কোয়াড কোর প্রসেসরে চারটা পর্যন্ত চালানো যাবে ইনশাল্লাহ।

    OCR use করছি Tesseract ওপেন সোর্স ফ্রি টা।
    https://github.com/tesseract-ocr/tesseract

      Comments:
    • ইচ্ছে করে শেষের দিকে কিছু jargon ঢুকিয়ে দিয়েছি পন্ডিতি দেখানোর জন্য। সত্যিকার অর্থ এখানে এমন কিছু নেই যেটা সিসটেমসে যারা কাজ করে তারা পারবে না। :-P
    • স্টেটাসের নিচে লিংক দিয়ে দিয়েছি।
    • কম্পাইল করে নিয়েছি। প্রিবিল্ডে পুরানো ভার্শন ছিলো।

    30-Aug-2016 7:40 pm

    30-Aug-2016 11:30 pm


    Taking a dose of reality. এবং যে কারনে আমি ফেসবুকের ভালো ভালো কাহিনী গুলো শেয়ার করি না। :-P

    (Collected)
    এক শহরে আসিফ নামের এক কিশোর বাস করত।
    আটম (৮ম) :P শ্রেণীতে পড়ে। একদিন স্কুলের প্রধান শিক্ষক তার মা-কে স্কুলে ডেকে পাঠাল। তার মা স্কুলে গেলে প্রধান শিক্ষক তাকে বললেন,
    'আসিফ ইয়াং এবং ট্যালেন্টেড ছেলে। কিন্তু স্কুলে তাকে শেখানোর মত কিছুই নেই। আপনি তাকে বাসায় নিয়ে যান। আমরা তাকে টিসি দিয়ে দিচ্ছি।'
    বিগত কয়েক বছর ধরে আসিফের রেজাল্ট খারাপ হচ্ছিল। তাই তার মা ব্যাপারটা বুঝে গিয়েছিল। ভদ্রমহিলা খুব আকুলভাবে শিক্ষকে বললেন,
    'কিন্তু স্যার আমি চাই আমার ছেলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করুক। ডাক্টার হয়ে সমাজের সেবা করুক।'
    শিক্ষক এইবার কিছুটা চাঁছাছোলা ভাবে বললেন,
    'আপনার ছেলের মাথায় কিছুই নেই। সে এসএসসিই পাশ করতে পারবে না। আপনি তাকে অন্য স্কুলে দিয়ে দিন। আমরা ওকে আমাদের স্কুলে রেখে একশ ভাগ পাশের সুনাম ক্ষুন্ন করতে চাই না।
    অতঃপর মহিলা তার ছেলেকে নিয়ে শহর ছেড়ে চলে গেলেন।
    ★★
    বেশ কয়েক বছর পরের ঘটনা!
    সেই প্রধান শিক্ষকের জটিল একটা রোগ ধরা পরল। অপারেশন ছাড়া উপায় নেই। কিন্ত সেই অপারেশন কেবল একজন ডাক্টারই করতে পারে। সেই ডাক্টার অন্য আরেকটা শহরে বাস করে।
    শিক্ষক মহোদয় সেই শহরে গেলেন। তার অপারেশন সাকসেসফুল হলো। জ্ঞান ফেরার পর তিনি তাকিয়ে দেখেন এক তরুন ও সুদর্শন চিকিৎসক তার দিকে তাকিয়ে হাসছে।
    শিক্ষক মহোদয় কিছু একটা বলতে চাচ্ছিলেন। কিন্তু বলতে পারছিলেন না। তার ঠোট কেপে কেপে উঠছিল। কিন্তু আওয়াজ বের হচ্ছিল না। তরুন ডাক্টারটি হাসি দিয়ে খুব যত্ন সহকারে শিক্ষক মহোদয়ের হাত ধরে বলল, 'স্যার কিছু বলবেন?' শিক্ষক মহোদয় খুব আকুলভাবে কিছু বলতে চাচ্ছিলেন। কিন্তু বলতে পারছিল না। তার ঠোট কেপে কেপে উঠছিল। কিন্তু তিনি বলতে পারছিল না। ডাক্টার বললেন, 'স্যার চিন্তার কিছু নেই। দূর্বলতা কেটে গেলেই আপনি কথা বলতে পারবেন। আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে।' শিক্ষকের চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। এবং প্রচন্ড চেস্টায় তার গলা দিয়ে স্বর বের হলো। তিনি বলে উঠলেন,
    'আসিফ! তুই এখানে ক্লিনারের জব নিয়েছিস?'
    ডাক্টার সহ অন্যরা তাকিয়ে দেখল রুমের এক কোনায় একজন যুবক ক্লিনারের কাজ করছে। তার নেইম প্লেটে লেখাঃ "আসিফ। ক্লিনার।"

    আপনি যদি গল্পটি পড়ার সময় একবারো ভেবে থাকেন, আসিফই ডাক্টার হয়েছে। তবে বুঝতে হবে ফেইসবুক সেলিব্রেটিদের বেশি বেশি মটিভেশনাল পোস্ট আপনার বাস্তব জ্ঞান হরন করেছে। আপনার এখন থেকেই মটিভেশনাল পোস্ট পড়া বন্ধ করা উচিত। কাজ করুন। সেই অনুযায়ী ফল আশা করুন।

    30-Aug-2016 11:30 pm

    31-Aug-2016 4:01 pm


    2 minute footage of northern light. Happens when charged particles from space are deflected by earth's magnetic field and strikes north and south poles en masse.

    The sky turns green. And it's only visible in the polar regions.

    https://www.youtube.com/watch?v=ypR0y7GVMAQ

    https://www.youtube.com/watch?v=ypR0y7GVMAQ

    31-Aug-2016 4:01 pm