Post# 1471107920

13-Aug-2016 11:05 pm


হাদিস - ১২১
ইয়া'লি বিন আত্বা বলেছেন উনার পিতা থেকে:
আমি আব্দুল্লাহ বিন উমর রা: এর বাহনের লাগাম ধরে যাচ্ছিলাম।
উনি বললেন,
: তখন তোমাদের কি অবস্থা হবে যখন তোমরা বাইতুল্লাহকে ভেঙ্গে ফেলবে এমন ভাবে যে এর একটা পাথরের উপর একটা পাথরও থাকবে না?
: আমরা কি তখন ইসলামের উপর থাকবো?
: তোমরা ইসলামের উপরই থাকবে।
: এর পর কি হবে?
: এর পর এটাকে ইতিহাসে সবচেয়ে সুন্দর করে বানানো হবে। যখন তুমি দেখবে,
মক্কার ভেতর দিয়ে সুড়ঙ্গ খোড়া হয়েছে,
এবং এর দালানগুলো পাহাড়ের মাথা থেকে উচু হয়ে গিয়েছে,
তখন জানবে ঘটনার ছায়া তোমার উপর চলে এসেছে।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৫৩১ ]
http://habibur.com/shaiba/id.121/

    Comments:
  • জামাত মানে মূল ধারা। মুসলিমদের সমাজকে বুঝায়। অধিকাংশ মানুষ যেখানে আছে।
    জামাত মানে কোনো দল না। সমাজচ্যুত হয়ে মূলধারা বিরোধি কোনো উপদলে ঢুকলে এই হাদিসের বিরোধিতা করা হবে।
  • মক্কার পাহাড় বা মাটির ভেতর দিয়ে সুড়ঙ্গ খোড়া হয়েছে।
  • এগুলো। নেটে খুজলে বিস্তারিত ভিডিও পাবেন।

13-Aug-2016 11:05 pm

Published
13-Aug-2016