Post# 1470359593

5-Aug-2016 7:13 am


হাদিস - ২২
সাইদ বিন যাইদ রা: বলেছেন:
আমরা নবী ﷺ এর সংগে বসে ছিলাম।
উনি ফিতনার কথা আলোচনা করলেন এবং ঐ সময়ের বিপদের প্রচন্ডতা বর্ননা করলেন।

আমরা বললাম:
ইয়া রাসুলুল্লাহ ﷺ, যদি এটা আমরা পাই তাহলে এটা তো আমাদের ধংশ করে দেবে।

উনি বললেন:
না! বরং, কতল হয়ে যাওয়া তোমাদের জন্য যথেষ্ট।

সাইদ রা: বলছেন:
আমি দেখেছি আমার ভাইদের কতল হয়ে যেতে।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৩২ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=21

____
টিকা:
বুঝিয়েছেন, ফিতনার সময় কাউকে মারা যাবে না। বরং বিপক্ষের হাতে মরে যাওয়া ভালো।

    Comments:
  • [এই সব রোমান্টিক কথার উপর কিছু narcissist কমেন্ট এইখানে বসবেক ]

5-Aug-2016 7:13 am

Published
5-Aug-2016