Post# 1472459022

29-Aug-2016 2:23 pm


কুরআনিয়ান, বা শুধু কোরআনই আমাদের জন্য যথেস্ট -- এই গ্রুপ প্রসংগে:

সুনানে ইবনে মাজাহ - ১২
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

অচিরেই কোন ব্যাক্তি তার আসনে হেলান দেয়া অবস্থায় বসে থাকবে এবং তার সামনে আমার হাদীস থেকে বর্ণনা করা হবে, তখন সে বলবে, আমাদের ও তোমাদের মাঝে আল্লাহর কিতাবই যথেষ্ট। আমরা তাতে যা হালাল পাবো তাকেই হালাল মানবো এবং তাতে যা হারাম পাবো তাকেই হারাম মানবো। সাবধান! নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার অনুরূপ।

সুনানে ইবনে মাজাহ - ১৩
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

আমি যেন তোমাদের কাউকে এরূপ না পাই যে, সে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং আমার কোন আদেশ বা নিষেধাজ্ঞা তার কাছে পৌঁছলে সে বলবে, আমি কিছু জানি না, আমরা আল্লাহর কিতাবে যা পাবো তার অনুসরণ করবো।

29-Aug-2016 2:23 pm

Published
29-Aug-2016