হাদিস - ৫৪
আদ্দা বিন খালিদ বিন হাওদাহ রা: বলেছেন:
নবী ﷺ এর সংগে আমি বিদায় হজ্জ করেছি। দেখেছি নবী ﷺ দুটো বাহনের উপর দাড়িয়ে বলছেন,
: তোমরা জানো এটা কোন মাস? এটা কোন শহর?
তাহলে জেনে রাখো, তোমাদের রক্ত, তোমাদের মাল হারাম
যেরকম হারাম তোমাদের এই দিন, তোমাদের এই মাসে, তোমাদের এই শহরে।
তোমাদের কাছে কি কথাটি পৌছেছি?
: হ্যা।
: হে আল্লাহ! আপনি সাক্ষি থাকেন।
[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৬৪ ]
http://habibur.com/shaiba/id.54/