Post# 1470586546

7-Aug-2016 10:15 pm


হাদিস - ৭৬
মাসরুক রা: বলেছেন:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
আমি যেন তোমাদেরকে এই ভাবে না পাই যে আমার পরে তোমরা একদল অন্যদলের ঘাড়ে আঘাত করে কুফরিতে ফিরে গিয়েছো।
কোনো মানুষকে তার ভাইয়ের পাপ বা পিতার পাপের জন্য ধরা হবে না।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - ৩৬৪৮৬ ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=75

____
টিকা:
ঘাড়ে আঘাত: মসুলিমদের এক দল অন্য দলেকে হত্যা করা। রাসুলুল্লাহ ﷺ একে কুফরিতে ফিরে যাওয়া বলছেন।
ধরা হবে না: ভাই-বাপের দোষের জন্য কাউকে শাস্তি দেয়া যাবে না।

7-Aug-2016 10:15 pm

Published
7-Aug-2016