Post# 1470936475

11-Aug-2016 11:27 pm


Quoting:

গত সপ্তাহে এক বন্ধু চলে গেল।
আরেক বন্ধু ব্যাগ গোছাচ্ছে - এই মাসেই ফ্লাইট।
পাইপলাইনে আরো কিছু বন্ধু-বান্ধবকে দেখতে পাচ্ছি। কেউ এপ্লাই করে দিয়েছে, কেউ কেউ IELTS এর প্রিপারেশন নিচ্ছে।
এদের সবারই বয়স চল্লিশের কাছাকাছি। বউ-বাচ্চাসহ পরিবার নিয়ে দেশে ওয়েল সেটেলড। কেউ মোবাইল কোম্পানিতে উচ্চপদে ছিল, কেউ ব্যাংকের উচ্চপদে। কারো বেতনই কিন্তু ৬ ডিজিটের নিচে নয়। অন্তত দুজন আছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও /কান্ট্রি ম্যানেজার।
তবুও সবাই চলে যাচ্ছে।
এদেরকে দেখে দেখে মনে সংশয় জাগছে - ভুল করছি না তো ?
গমনোদ্যত এক বন্ধুর বৌ বললো - কি করবো এই দেশে থেকে বলো ? জানি কষ্ট হবে। কিন্তু অন্তত বাচ্চাদের ভবিষ্যৎটা তো সিকিউরড করতে হবে, নাকি ? পারলে তোমরাও এপ্লাই করে দাও।

~ Jobaed Ahsan

    Comments:
  • এগুলোর কোনো জায়গায় স্ত্রীকে চাকরি করতে হয় না। শুধু ঘর সংসার সামলাতে হয়। কামাই রোজগারের দায়িত্ব স্বামির।
    আর যিনি ঐটা লিখেছিলেন উনাকে চাকরি করতে হয় তার স্বামির মত। এর উপরে আবার স্বামির খেদমত। পার্থক্য আছে। বেশ বড়।
  • No country is actually safe in this world now, they say.

11-Aug-2016 11:27 pm

Published
11-Aug-2016