নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান অডিট করলাম।
২০০০ হাদিসের মাঝে, PDF এ ১৬০০ হাদিসের অনুবাদ দেয়া ছিলো।
মিসিং ৪০০ টার মাঝে ১৫০ টা হাদিস একটা ফাইলে পেয়ে ওয়েব সাইটে দিয়ে দিয়েছি।
তাই এখন ২৫০ টা হাদিস বাদ আছে। এগুলো সম্ভবতঃ অনুবাদ করা হয় নি।
এই ২৫০ হাদিস নিজে অনুবাদ করে দিতে পারি।
অথবা কিছু খরচ করে আলেমদের দিয়ে করিয়ে নিতে পারি।
এটা ছাড়াও প্রতিটা হাদিস আরবী-বাংলার সাথে মিলে কিনা চেক করে দেখতে হবে। প্লাস বাংলা বানান চেক করতে হবে। প্যরাগ্রাফ ব্রেক, ফরমেটিং ঠিক করতে হবে। এসব।
habibur.com/kitab/nuaim/
- Comments:
- অন্য কোনো ভাবে যদি এক্সপ্রেস করা যায় যে আলেমদের দিয়ে করাতে খরচ আছে, এটা ফ্রি না, তবে জানাতে পারেন।