Post# 1471598321

19-Aug-2016 3:18 pm


হজ্জ টিপস - ৪

আরাফা থেকে সন্ধায় ফিরে আসার সময় হেটে ফিরা সবচেয়ে কম কস্টের। গাড়ি ধরতে চাইলে রাত ১২ টা পর্যন্ত রাস্তায় ছুটা ছুটি করতে হবে। অন্যদের সাথে ধাক্কা ধাক্কি করতে হবে। এর পর সারা রাত গাড়িতে দাড়িয়ে থাকতে হবে জ্যামে। না পারবেন ঘুমাতে, না টয়লেট করতে।

হেটে ফিরলে রাত ৯টার দিকে মুজদালিফায় পৌছে। নামাজ পড়ে। ঘুম দিতে পারবেন।

মুজদালিফায় পৌছে স্রোতের সাথে না হেটে বরং ডান ঘুরে গিয়ে রাস্তাগুলো ক্রস করে সাইডে চলে আসলে বাথরুমগুলো খালি পাবেন।

মূল রাস্তার উপর বাথরুমের লাইনে ৩০ জন থাকে। ৩০০ গজ উত্তরে চলে গেলে ৩ জন।

হজ্জে সবচেয়ে কস্টের রাত হলো এই রাত্রটা। এই রাতে রাসুলুল্লাহ ﷺ এর শেষ দোয়াটা কুবল হয়েছিলো।

#HabibHajj

19-Aug-2016 3:18 pm

Published
19-Aug-2016